Druho Tv দ্রোহ টিভি

Druho Tv দ্রোহ টিভি সত্যের মশাল হাতে সদা প্রস্তুত ❕❗

16/04/2024

উপজেলার প্রথম এমবিবিএস ডাক্তার ডা. জামাল আহমদ ছিলেন সীমান্ত জনপদের আলোসঞ্চারী বটবৃক্ষ। জ্ঞানে-মননে-সৃজনে একটি আ....

30/03/2024

আজ ৩০শে মার্চ শনিবার বিকাল ৪ টায় কক্সবাজার কলাতলী হোটেল মিশুক হলরুমে কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের সভাপতি অধ্যাপ.....

29/02/2024

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে ৭ম শ্রেণির ৯ শিক্ষার্.....

27/07/2023

সৌদি আরবে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে

25/07/2023

বাংলাদেশে ডেঙ্গু জ্বরের ঘটনা বাড়ছে. ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এ পর্যন্ত ১০,০০০-এর.....

20/07/2023

বাংলা বিভাগ কক্সবাজার সিটি কলেজের সম্মাননীয় প্রভাষক জহিরুল হকের মমতাময়ী মা ওমর খাতুন আজ ২০ জুলাই রাত ৯.০০ টায় কক্....

11/03/2022

চট্টগ্রামের জহুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

গতকাল রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার-মিনাবাজারের মাঝামাঝি এলাকায় অজ্ঞানাবস্থায় পাওয়া ছেলেটির নাম নুরুল আমীন। পিতা মৃত ...
29/09/2021

গতকাল রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার-মিনাবাজারের মাঝামাঝি এলাকায় অজ্ঞানাবস্থায় পাওয়া ছেলেটির নাম নুরুল আমীন। পিতা মৃত আবুল কাশেম। তার বাড়ি হ্নীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফুলের ডেইলে। এবং সে আমার নিকট প্রতিবেশী। ভিকটিমের ছোট ভাইয়ের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে, তার শ্বশুরবাড়ির লোকজন ৭ দিন ধরে তাকে আটকে রেখে গতরাতে হাত, চোখ ও মুখে কাপড় বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। সে এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
দোয়া করি ছোট ভাই নুরুল আমীন দ্রুত সেরে উঠুক। কারা কারা এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদের অতিদ্রুত বিচারের আওতায় আনবার দাবি জানাচ্ছি।

05/09/2021

১২ সেপ্টেম্বর থেকে এইচএসসি, এসএসসি ও পঞ্চম শ্রেণির ক্লাস সপ্তাহে ৬ দিন ও অন্যান্য ক্লাসসমূহে সপ্তাহে ১ দিন করে ক্লাস হবে।

সুত্রঃ--শিক্ষামন্ত্রী

27/07/2021

কক্সবাজার জেলা আবারো একটা দুর্যোগের মুখোমুখি। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, সাগর তীরবর্তী এবং নিচু এলাকা ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। অনেকের ঘরবাড়ি, বসতভিটা ডুবে গিয়েছে।
বাংলাদেশ সরকারের দুর্যোগ মন্ত্রণালয় আশা করি প্রয়োজনীয় ব্যবস্থা করবে দুর্যোগ পরবর্তী কার্যক্রমে।

এ দুর্যোগে যা করবেন:
১। দুর্যোগপ্রবণ এলাকায় সম্ভাব্য কী কী রিস্ক আছে তা চিহ্নিত করুন। রিস্কগুলো এড়িয়ে চলবার চেষ্টা করুন। অনেকরকম রিস্ক থাকতে পারে। যেমন-
#পানিতে ডুবে যাওয়া
# পাহাড়ধস
# বিষাক্ত পোকামাকড়, সাপ বা অন্যান্য প্রাণীর উৎপাত
#ইলেক্টিক শক
# গাছ পড়ে যাওয়া
২। পাহাড়ি টিলা বা নরম বালুময় পাহাড়ের পাশে বা কিনারায় ঘর হলে অন্য জায়গায় স্থানান্তরিত হোন।
৩। পাহাড়ি ঢলপ্রবণ এলাকা পরিহার করে নিকটস্থ আশ্রয়ের খোঁজ করুন।
৪। পানিতে ডুবে যাওয়া এলাকা পরিহার করুন।
৫। বিশুদ্ধ খাবার পানি সাথে রাখুন। সাথে কিছু শুকনো খাবারও।
৬। পরিবারে সকল সদস্য একসাথে থাকুন। নিশ্চিত করুন আপনার পরিবারের অসুস্থ, বৃদ্ধ কিংবা শিশুটি আপনার সাথেই আছে। বন্যায় শিশু বা বিশেষ পারসোনাল যারা অক্ষম তারা ২ মিনিটের কম সময়ে ডুবে মারা যেতে পারেন।
৭। আপনার নিকটস্থ প্রতিবেশী বা সাগর তীরবর্তী, কিংবা নিম্নভূমিতে বসবাস করা আত্মীয় স্বজনের খোঁজ রাখুন।
৮। লাইট কিংবা চলাচলের জন্যে স্টোরেজ সম্পন্ন আলো সাথে রাখুন।
৯। সঠিক সংবাদ তথ্য আক্রান্ত ব্যক্তিকে প্রদান করুন।

১০। সহায়তা কাজে সাহায্য করুন।

১১। আপনার বিছানাপত্র, আশপাশ দেখে চলাফেরা করবেন। বিষাক্ত পোকামাকড় কিংবা সাপ আপনার ঘরে আশ্রয় নিয়েছে কিনা নিশ্চিত করুন।

যা যা করবেন না।
১। প্যানিক তৈরি করবেন না।
২। আক্রান্ত ব্যক্তিকে কোন ভুল /অর্ধ সংবাদ বা তথ্য প্রদান করবেন না
৩। দুর্যোগ দেখতে ঝুঁকি চিহ্নিত এলাকায় যাতায়াত করবেন না।
৪। অপরিষ্কার পানি পান করবেন না।
৫। আশ্রয়ের নামে যে কেউ প্রতারণা করতে পারে তাই আপনার শিশু, কিশোরী কিংবা মহিলারদের একা কারো কাছে রেখে দিবেন না।
৬। সম্পদ রক্ষা করতে গিয়ে নিজের পরিবারের বা অন্যকারো জীবন ঝুঁকির মুখে ফেলবেন না।

যে কোন জরুরি সহায়তার যথাযথ কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং এলাকার বিশ্বস্ত মানুষের কাছে যান।

আসুন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।

সহায়তা কাজে এবং সবসময় স্বাস্থ্য প্রটোকল মেনে চলুন।

বি:দ্র: রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। তাদের জন্যে প্রতি ২০ হাজার মানুষের জন্যে একজন সিআইসি, একজন এসিস্ট্যান্ট সিআইসি এবং ২০টা এনজিও কার্যক্রম চালাবে।
সুতরাং আমাদের নিজেদিকে নজর ফেরানো বেশি জরুরি।

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনার পত্রিকায়!আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'বুয়েন্স এইরেস টাইমস'-এ প্রকাশিত...
10/07/2021

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল নিয়ে মারামারির খবর আর্জেন্টিনার পত্রিকায়!

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'বুয়েন্স এইরেস টাইমস'-এ প্রকাশিত সেই সংবাদের স্ক্রিনশট।
গত দুই বছর ধরেই দেশের অন্যতম আলোচিত বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা। এর পেছনে মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার অবদান বেশি। সামান্য বিষয় নিয়ে নিয়মিতই জেলাটিতে বহু মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার ৬ জুলাই কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। যাতে ৪ জন আহত হয়।

আশ্চর্যজনক হলেও সত্য, ওই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'বুয়েন্স এইরেস টাইমস'-এ। সেই সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, 'বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি'। উল্লেখ্য, রবিবারের ফাইনাল ঘিরে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে 'বুয়েন্স এইরেস টাইমস'-এ পুলিশের এই সতর্ক অবস্থানটির কথাই তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, 'কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগনের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যায়। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন।'

01/03/2021

Address

Cox's Bazar

Telephone

+8801622942878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Druho Tv দ্রোহ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Druho Tv দ্রোহ টিভি:

Share