
16/07/2023
সকলের কাছে অনুরোধ রইলো এই ভাইকে ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত করে সর্বস্তরের জনগনের সেবা করার সুযোগ দানের! এই হলো তরুণ সমাজের আইডল! আর অসহায় গরীব দুঃখী মানুষের অতি আপনজন, অন্যায়ের বিরোধি লড়াইয়ের সাহসী পুরুষ!
আপনাদের ভালোবাসা হলো ওনার কাছে জীবনের শ্রেষ্ঠতম পাওয়া! তাই কাছে টেনে রাখুন আপনাদের পাশে! অসহায় সময়ের পরম বন্ধু! হীরাকে কখনোই কাচঁ ভেবে ভুল করবেন না! হীরা হলো অমূল্য রতন তাই রাখবেন আপনাদের সেবা করার জন্য! আপনাদের ভালোবাসাই হলো পরম আশীর্বাদ!