MK Media

MK Media সব ধরণের আপডেট নিউজ পেতে আমাদের সাথে যুক্ত হউন।

25/08/2025

বিয়ের দিনে কি আর দেব তোমায় উপহার?

17/08/2025

কোন মাটিতে তৈরী তুমি মা 🥰🥰🥰🥰

১৯৭৫ সালের এই দিনে ঘাতকের নির্মম বুলেটে ঝরে পড়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার প্রায় সমগ্র পরিবার।স...
14/08/2025

১৯৭৫ সালের এই দিনে ঘাতকের নির্মম বুলেটে ঝরে পড়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার প্রায় সমগ্র পরিবার।
স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছর পরই এলো সেই অন্ধকার ভোর, যখন মুক্ত বাংলার স্বপ্নদ্রষ্টা নির্মমভাবে নিঃশেষ হলেন।

১৫ই আগস্ট শুধু একটি তারিখ নয়—এটি আমাদের জাতীয় শোক, জাতীয় লজ্জা, এবং জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়।

আজ আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করার অঙ্গীকার করি—
➡ বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করবো।
➡ স্বাধীনতার চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবো।
➡ বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের মুখে অটল থাকবো।

"বঙ্গবন্ধু তুমি ছিলে, আছো, এবং থাকবে—বাংলার প্রাণের ধ্বনি হয়ে।" 💚❤️

#১৫ইআগস্ট #বঙ্গবন্ধু #শোকেরমাস #বাংলাদেশ #মুজিবআমারঅস্তিত্ব

14/08/2025

ড. মোহাম্মদ ইউনূস নিজের জন্য কিছুই করে না।।।।

ডঃ মুহাম্মদ ইউনুস ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পর কয়েকটি বড় প্রতিশ্রুতি ও ঘোষণা দিয়েছিলেন, যেগুলো এখনো ...
14/08/2025

ডঃ মুহাম্মদ ইউনুস ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পর কয়েকটি বড় প্রতিশ্রুতি ও ঘোষণা দিয়েছিলেন, যেগুলো এখনো পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি বা থেমে গেছে। প্রধান কয়েকটি হলো—

---

# # # 1️⃣ দ্রুত নির্বাচন আয়োজন

* **বক্তব্য:** দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, স্বল্প সময়ের মধ্যে “স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক” জাতীয় নির্বাচন দেবেন।
* **বাস্তবতা:** ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত নির্বাচন হয়নি, বরং সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক অচলাবস্থার অজুহাতে সময় বাড়ানো হয়েছে।

---

# # # 2️⃣ বড় প্রশাসনিক ও বিচারব্যবস্থার সংস্কার

* **বক্তব্য:** শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, বিচারব্যবস্থা ও প্রশাসনে “দ্রুত ও দৃশ্যমান” সংস্কার হবে।
* **বাস্তবতা:** কিছু খসড়া প্রস্তাব ও আলোচনা হলেও, বাস্তব সংস্কারের দৃশ্যমান ফল এখনো পাওয়া যায়নি।

---

# # # 3️⃣ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

* **বক্তব্য:** দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও ক্ষমতাবান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং “কেউ ছাড় পাবে না” বলে ঘোষণা করেছিলেন।
* **বাস্তবতা:** এখনো পর্যন্ত বড় ধরনের দুর্নীতির মামলায় কোনো চূড়ান্ত ব্যবস্থা হয়নি; তদন্ত প্রক্রিয়া ধীর।

---

# # # 4️⃣ তরুণ ও শিক্ষার্থীদের সরাসরি রাজনৈতিক অংশগ্রহণ

* **বক্তব্য:** ছাত্র-জনতার “নতুন রাজনীতি” তৈরির সুযোগ দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
* **বাস্তবতা:** আনুষ্ঠানিকভাবে কোনো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সরকারের সহায়তায় গঠিত হয়নি; ছাত্র সংগঠনগুলো আগের দ্বন্দ্বেই আছে।

---

# # # 5️⃣ জাতীয় ঐক্য গড়ে তোলা

* **বক্তব্য:** রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এবং পেশাজীবীদের নিয়ে সর্বজনীন ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করবেন।
* **বাস্তবতা:** কয়েকটি বৈঠক ও আলোচনা হলেও, দীর্ঘমেয়াদী ঐকমত্য হয়নি; বড় দলগুলোর মধ্যে বিভাজন রয়ে গেছে।

কী আর সংস্কার আশা করা যায়?

14/08/2025

বিএনপির মাহফিল 🤣🤣

14/08/2025

কিছু বঝতেছেন???? জনগণ শুধু মাইর খাওয়ার পার্টি

মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার কর্তৃক থানার ওসিকে অশালীন হুমকি দেওয়ার ঘটনায়, তার বিএনপির সকল দলীয় পদ স্থগিত করার সিদ...
14/08/2025

মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার কর্তৃক থানার ওসিকে অশালীন হুমকি দেওয়ার ঘটনায়, তার বিএনপির সকল দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 # # **০৫ আগস্ট ২০২৪ – জুন ২০২৫ Murder Case Filed (FIR)****(Police Headquarters ডেটা ও নির্ভরযোগ্য সংবাদসূত্র অনুযায়ী)**...
10/08/2025

# # **০৫ আগস্ট ২০২৪ – জুন ২০২৫ Murder Case Filed (FIR)**

**(Police Headquarters ডেটা ও নির্ভরযোগ্য সংবাদসূত্র অনুযায়ী)**

| মাস | Murder Case Filed (FIRs) |
| ------------ | ------------------------ |
| **Aug 2024** | 618 |
| **Sep 2024** | 583 |
| **Oct 2024** | 399 |
| **Nov 2024** | 337 |
| **Dec 2024** | 204 |
| **Jan 2025** | 294 |
| **Feb 2025** | 300 |
| **Mar 2025** | 316 |
| **Apr 2025** | 338 |
| **May 2025** | 341 |
| **Jun 2025** | 344 |

| **মোট** | **4,074** মামলা |

> সূত্র: Prothom Alo, New Age, The Daily Star—সবগুলিতে পুলিশ সদর দফতরের মাসিক ক্রাইম ডেটা উদ্ধৃত।

---

# # # **নিষ্পত্তি ও চলমান অবস্থা**

* এই সময়কালের **4,074 মামলার বেশিরভাগই এখনও তদন্ত বা বিচারাধীন**।
* কয়েকটি মামলায় চার্জশীট জমা পড়েছে (যেমন PHQ-এর হিসাবে ১৯টি বড় মামলার চার্জশীট সম্পন্ন হয়েছে)।
* **নিষ্পত্তি হওয়া মামলা অল্প** — কারণ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া সময়সাপেক্ষ।

---

# # # **ফাঁসি ও যাবজ্জীবন সাজা**

* জাতীয়ভাবে মোট কয়টিতে ফাঁসি বা যাবজ্জীবন হয়েছে — এমন পূর্ণাঙ্গ সংখ্যা প্রকাশিত হয়নি।
* তবে কয়েকটি হাই-প্রোফাইল কেসে এই সময়ে সাজা হয়েছে (যেমন Abrar Fahad ও Major Sinha মামলা)।

#ভালবাসি #বাংলাদেশ

তার নাম শফিউল আলম, যদিওবা জাহাঙ্গীরের হওয়া মেম্বার সে ক্ষমতার জোরে কেড়ে নিয়েছিলো।তখন আশেক উল্লাহ রফিকের পিছনে ঘুরে ঘুরে ...
10/08/2025

তার নাম শফিউল আলম, যদিওবা জাহাঙ্গীরের হওয়া মেম্বার সে ক্ষমতার জোরে কেড়ে নিয়েছিলো।
তখন আশেক উল্লাহ রফিকের পিছনে ঘুরে ঘুরে তার নাম ব্যবহার করে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করার জন্য ছাতা ধরতো আওয়ামী লীগকে পুঁজি করে।

বর্তমান আলমগীর ফরিদের পিএস বললেই চলে–

যেহেতু বর্তমান সময়ে বিএনপির ক্ষমতা ব্যবহার করে মানুষকে হুমকি-দমকি চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্যারাবন দখল করে, মানুষকে জিম্মি করে ঘরবাড়ি লুটপাট তার নেশায় পরিণত হয়েছে। তার অতীত আরেকটি রেকর্ড, হাবিবুল্লাহ কুখ্যাত সন্ত্রাসীর ক্যাডার বাহিনীর ক্যাডার ছিলো। দিনদুপুরে অস্ত্র নিয়ে এদিক-সেদিক যায়তো, এদের কারণে মহেশখালী আজ অশান্ত পরিবেশে সৃষ্টি হয়েছে।

সচেতন মহলের উচিৎ, এদের থেকে মানুষকে সাবধান থাকতে হবে।

#আজ #ও #নাম

09/08/2025

জামায়াতের উৎপত্তি কোথায়???

09/08/2025

সীলটা কোথায় মারবেন? 🤣🤣

Address

Bara Maheshkhali, Maheshkhali
Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when MK Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MK Media:

Share