Life is everything'

Life is everything' নিজ পরিবর্তনের মাধ্যমে সমষ্টিগত পরিবর্তনের সূচনা ঘটে(সুমন)

ব্যর্থ তোমাদের বলিদান!হে বীর মুক্তিযোদ্ধা। 😭
16/12/2024

ব্যর্থ তোমাদের বলিদান!হে বীর মুক্তিযোদ্ধা। 😭

06/12/2024

এই কোন বাংলাদেশ? 😭!

19/11/2024

'ইউনুস সাহেব" বলল নাকি 'আল জাজিরা" বলল নির্বাচন হতে ৩থেকে ৪ বছর সময় লাগতে পারে।দূর থেকে শুনছি তো ঠিক মত বুঝতে পারিনি কে বলল।😁😁😁😁😁বিএনপি😜🤣🫣🙄😁😁😇😇😇

19/11/2024

'হিরু আলম" ও তো দেশের নাগরিক।😜🤣🫣🙄🥴😊

18/11/2024

সিন্ডিকেট নাই দেশে, আলুর কেজি কিন্তু ৭০টাকা।😜🤣🫣

দুটো ছবি। একটা বাংলাদেশের। আরেকটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, টাইমস স্কয়ারের। দুটি দেশেই সনাতনীরা সংখ্যালঘু। শুধু একদেশে উন...
07/10/2024

দুটো ছবি। একটা বাংলাদেশের। আরেকটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, টাইমস স্কয়ারের। দুটি দেশেই সনাতনীরা সংখ্যালঘু। শুধু একদেশে উন্মুক্ত ময়দানে নির্ভয়ে দেবী বিগ্রহ রাখা যায়, অন্যদেশে যায়না।

05/10/2024

https://us06web.zoom.us/j/84271721580?pwd=x2LY88GA5rHMmV7bync31kXNyYW0rX.1

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

"-তোমার মধ্যে বিষ নেই,, তাই তুমি অত্যন্ত দূর্বল।" সাপ ইঁদুরকে ফিসফিস করে বললো।"-যার মধ্যে যতো বিষ রয়েছে,, পৃথিবীতে সে তত...
15/09/2024

"-তোমার মধ্যে বিষ নেই,, তাই তুমি অত্যন্ত দূর্বল।"
সাপ ইঁদুরকে ফিসফিস করে বললো।

"-যার মধ্যে যতো বিষ রয়েছে,, পৃথিবীতে সে ততো সম্মান পেয়ে থাকে।"

"-বিষ থাকলে,, তবেই ক্ষমতা দখল করতে পারবে। মনে রেখো,, তোমার বিষ তোমার জন্য অমৃত স্বরূপ।"

ইঁদুর মনোযোগ সহকারে শুনে চলেছে।

-"তোমার মধ্যে বিষ থাকতে হবে। তবেই তুমি সম্মান পাবে। তবেই তোমাকে সকলে ভয় করবে।"

সাপ মোহময়ী সুরে বলে চলেছে।

বিষয়টি ইঁদুর অনুধাবন করে,, সে বুঝতে পারে,, বিষ নাহলে জীবন অপূর্ণ।

-"তাহলে আমার কি করা উচিত ?"
নিরীহ ইঁদুর প্রশ্ন করে।

-"একেবারে সহজ উপায়.....তোমার অন্তরে বিষ তৈরী করতে হবে।"

- "সে নাহয় হলো। কিন্তু,, নিজের ভিতরে বিষ তৈরী করবো কিভাবে?"

ইঁদুর অতি-উৎসাহী হয়ে পড়ে। যেভাবেই হোক বিষ তৈরী করতে হবে।

-"তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি!"
সাপ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে।

-" কিভাবে ?"

-" তুমি চাইলে আমার কাছ হতে বিষ নিতে পারো।আমি তোমাকে বিষ দিতে প্রস্তত।"

শক্তি-ক্ষমতা-সম্মানের জন্য লালায়িত ইঁদুর তৎক্ষণাৎ রাজী হয়ে পড়ে। সাপ ইঁদুরের সম্মতি দেখে মনে মনে হেসে ওঠে।

এরপর ইঁদুরের সম্মতিক্রমে তার শরীরে সাপ নিজের বিষ ছড়িয়ে দেয়। রক্তের সঙ্গে মিশ্রিত বিষ,, ইঁদুরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। যন্ত্রণায় সে কাতরাতে থাকে। তার পুরো শরীর বিষের কারনে নীল হয়ে পড়ে। ইঁদুর চিরতরে শান্ত হয়ে গেলো।

ইঁদুরের ডেডবডি মুখে নিয়ে সাপ জনসভার দিকে এগিয়ে চলে। সেখানে হাজার হাজার সাপ অপেক্ষা করে চলেছে। সকলে মিলে সাপকে হর্ষ-উল্লাসে স্বাগত জানাতে থাকে।

ইঁদুরের ডেডবডি দেখে সমস্ত সাপ আনন্দিত,, সম্মিলিত ভাবে আকাশ বাতাস মুখরিত হয়ে পড়েছে সাপেদের শ্লোগানে।

সভা শুরু হলো।

-" বন্ধুগণ ,, আমার প্রিয় বন্ধুগণ ।"
সমস্ত সাপ মনোযোগ সহকারে শুনে চলেছে।। চারিদিক নিস্তব্ধ,, কোথাও কোনো শোরগোল নেই।

-"বন্ধুরা ,, আমি যেভাবে আপনাদের কাছে কথা দিয়েছি,, ঠিক সেভাবেই নিজের কার্য সম্পন্ন করেছি।"

ইঁদুরের ডেডবডি সকলের উদ্দেশ্যে দেখিয়ে বলে - "দেখুন,, রেজাল্ট আপনাদের সামনে। কেউ অস্বীকার করতে পারবেন না।"

সমস্ত সাপ ফোঁস ফোঁস করে তাকে সমর্থন জানিয়ে দিলো।

সাপ বলতে থাকে - "বন্ধুরা ,, আমরা আগে থেকেই অনেক বদনাম হয়ে রয়েছি। নতুন করে আর বদনামের ভাগীদার হতে চাইছি না। দেখুন বন্ধুরা ,, আমি এই কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করেছি।"

-- "আমার উপরে কেউ দোষারোপ করতে পারবে না। কারণ,, ইঁদুর নিজেই আমার কাছে বিষ চেয়েছে,, আমি তার চাহিদা পুরণ করে দিয়েছি।"

একথা বলে সাপ নিজের লকলকে জিভ বের করে নানারকম অঙ্গভঙ্গি করতে থাকে।

সমস্ত সাপ দীর্ঘক্ষণ ধরে ফোঁস ফোঁস শব্দে তাকে সম্মতি জানিয়ে চলে।

-"বন্ধুরা ,, প্রথমে লক্ষ্যবস্তুর হৃদয় বিষাক্ত করে তুলতে হবে।"

- "সেই বিষ ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছে যাবে। মস্তিষ্ক হতে শিরায় শিরায় বিষ ছড়িয়ে পড়বে। সে অস্থির হয়ে উঠবে।"

সমস্ত সাপের দল মনোযোগ সহকারে শুনে চলেছে।

- "আমরা স্বপ্ন এবং ভয়,, দুটো হাতিয়ার একসাথে প্রয়োগ করে যাবো। "ভালো দিনের স্বপ্ন দেখাতে হবে,, সঙ্গে সঙ্গে " ভয়ঙ্কর বিপদের " ভয় দেখিয়ে যেতে হবে।"

-"বিভিন্ন সময়ে বিভিন্ন নন-ইস্যু গুলো,, ইস্যু হিসেবে তুলে ধরতে হবে। যাতে তারা আসল ইস্যু হতে মুখ ফিরিয়ে রাখতে পারে।"

সাপ নিজের মুখে ইঁদুরের ডেডবডি তুলে নিয়ে বলে - "দেখুন,, কিভাবে স্বেচ্ছায় সে আমাদের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। কিভাবে সে নিজের শরীর নীল করে ফেলেছে।"

সমস্ত সাপ ইঁদুরের নীল রঙের মৃতদেহ দেখে উৎফুল্ল হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে অজানা এক রোমাঞ্চ অনুভব করতে থাকে।

সাপ বলে চলেছে - "বিষ ভরতে থাকুন। বিষাক্ত করে দিন সমস্ত শরীর। কিন্তু,, গণতান্ত্রিক পদ্ধতিতে,, উপদেশের ছলে,, শান্তির পক্রিয়ার মাধ্যমে। ধীরে ধীরে,, একটু একটু করে বিষ ভরে দিন......"

-" দেখবেন,, উপদেশ উন্মাদনা হয়ে উঠবে। এভাবেই আমাদের নিজের নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। দেখবেন,, গোটা দেশ সর্পময় হয়ে উঠেছে। সেদিন অত্যন্ত সন্নিকটে,, যেদিন দেশের মধ্যে কেবলমাত্র সাপ ছাড়া অন্য কিছু থাকবে না।"

এক বৃদ্ধ সাপ উত্তেজিত হয়ে ফোঁস ফোঁস করে বলে - "বুঝেছি,, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র-কে খতম করে,, সাপের রাজ্য সাপত্ব কায়েম করতে হবে।"

-'মুরুব্বী ঠিক বলেছেন। আমিও ঠিক এটাই বোঝাতে চাইছি।"
সাপ সম্মতির সুরে মাথা নেড়ে বলে।

দ্বিমত পোষণকারী এক যুবক সাপ উঠে বললো - "দেখুন,, ইঁদুর মায়াজালে ফেঁসে গেছে,, কিন্তু,, সকলে এভাবে ফেঁসে যাবে তার গ্যারান্টি কোথায় ??"

-"ভেরী গুড কোয়েশ্চন।।"
একথা বলে সাপ বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পড়ে।

এরপর মাথা ঝাঁকিয়ে বলে - "যতক্ষণ নিজেদের মধ্যে আধিপত্যবাদের অনুভূতি বিরাজমান থাকবে,, ততক্ষণ কোনো সমস্যা হবে বলে মনে করছি না। বর্তমান সময় আমাদের জন্য এক গোল্ডেন-পিরিয়ড। বর্তমান সময়ে সবাই একে অপরের উপর আধিপত্য কায়েম করতে চাইছে।। আমাদের সুযোগ কাজে লাগিয়ে,, এগিয়ে যেতে হবে।"

এই কথা শুনে সমস্ত সাপের মধ্যে খুশীর লহর বয়ে গেলো।

-"বন্ধুগণ ,, কেবলমাত্র গর্ব বিক্রি করতে হবে। শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখিয়ে যেতে হবে। শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন তাদের ধ্বংস করে দেবে। একদিন সবাই ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রথম টার্গেট হলো ইঁদুর। আপাতত ইঁদুর শেষ করতে হবে। আমরা ছুঁচো,, নেউল,, বেঁজী,, গোসাপ,, ব্যাঙ,, বিচ্ছু,, সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব। প্রথম টার্গেট শেষ হলে দ্বিতীয়,, তারপর তৃতীয়,, চতুর্থ,, পঞ্চম,, এভাবে সকলকে শেষ করে দেবো।"

চারিদিকে হর্ষধ্বনিতে উত্তাল গোটা সর্পসভা। সবাই সাপের নামে ধন্য ধন্য করে চলেছে।

সাপের স্বপ্ন,, সর্পরাজ্য গঠন করা। যে রাজ্যে বিষহীন ছোটজাতের সাপের কোনো জায়গা থাকবে না। কেবলমাত্র বেশকিছু বিষধর সাপ নিজেদের রাজত্ব,, নিজেদের প্রভুত্ব কায়েম রেখে যাবে। যেখানে অন্য কারো জায়গা থাকবে না।

সর্বসম্মতিক্রমে সাপেদের নেতা নির্বাচিত হয়ে গেলো। বড়ো ফুলের মালা পরে,, ইঁদুর মারা বুদ্ধিমান সাপ বলে ওঠে -
"বন্ধুগণ, পথ দেখিয়ে দিলাম,, আর বসে থাকা চলবে না। এখনই কাজে লেগে যেতে হবে।গণতান্ত্রিক পদ্ধতিতে,, গণতন্ত্র হত্যা করার কাজ।
Collected. যে মনীষী এই গদ্যটা লিখছে তাঁর সাইকোলজি দারুণ কাজ করে।এই লেখার মর্ম দুই -এক বছরের মধ্যে বুঝতে পারবে সেই দেশের ইদুর সমাজ।😥

https://s.daraz.com.bd/s.3D9E
11/09/2024

https://s.daraz.com.bd/s.3D9E

I found this great deal on Daraz! Check it out! Product Name: Men's Stylish & Fashionable Trendy Good Looking Long Sleeve Formal Shirt Product Price: ৳790 Discount Price: ৳240

K9 wirless microphone. Price : 700takaOnly one pieces available. Voice quality roughly. Not too good and not too bed.
10/09/2024

K9 wirless microphone.
Price : 700taka
Only one pieces available.
Voice quality roughly. Not too good and not too bed.

রবীন্দ্রনাথ, যাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা পবিত্র পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠেনি। এমনই প্রতিভা ওই কবির, তাঁকে ব...
05/09/2024

রবীন্দ্রনাথ, যাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা পবিত্র পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠেনি। এমনই প্রতিভা ওই কবির, তাঁকে বেতার থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয় জুড়ে বাজেন; তাঁকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয়ের কাব্যগ্রন্থে মুদ্রিত হয়ে যান; তাঁকে বঙ্গভবন থেকে বাদ দেওয়া হলে তিনি সমগ্র বঙ্গদেশ দখল করেন; তাঁর একটি সঙ্গীত নিষিদ্ধ হলে তিনি জাতীয় সঙ্গীত হয়ে ওঠেন।

প্রতিক্রিয়াশীল নষ্টরা অনেক লড়াই করেছে তাঁর সাথে, পেরে ওঠে নি; তাঁকে মাটি থেকে বহিষ্কার করা হলে তিনি আকাশ হয়ে ওঠেন; জীবন থেকে তাঁকে নির্বাসিত করা হলে তিনি রাজত্ব প্রতিষ্ঠা করেন জাতির স্বপ্নালোকে। নষ্টরা তাকে মুছে ফেলার চেষ্টা করেছে আপ্রাণ। যদিও তিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা, তবুও তিনি জাতীয় কবি নন; তাঁর নামে ঢাকায় একটি রাস্তাও নেই; সংস্থা তো নেইই। তাতে কিছু যায় আসে নি তাঁর; দশকে দশকে বহু একনায়ক মিশে যাবে মাটিতে। তিনি বেঁচে থাকবেন বাঙলায় ও বিশ্বে।

–হুমায়ুন আজাদ
জলপাই রঙের অন্ধকার


ছবির স্থান ও সময়কাল : লন্ডন, ১৯২৬

জীবনের প্রথম যাত্রা 👍
05/09/2024

জীবনের প্রথম যাত্রা 👍

নোবেলজয়ী লেখক রাডইয়ার্ড কিপলিংয়ের কবিতা,,,, 'If'‘   বা  'যদি’ শিরোনামের কবিতাটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় কবিতার একটি যা...
17/08/2024

নোবেলজয়ী লেখক রাডইয়ার্ড কিপলিংয়ের কবিতা,,,,

'If'‘ বা 'যদি’ শিরোনামের কবিতাটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় কবিতার একটি যা তিনি ১৮৯৫ সালে লিখেছিলেন। আর প্রথম প্রকাশ করেছিলেন ১৯১০ সালে। কবিতাটি তিনি লিখেছিলেন নিজের ছেলের জন্য। একজন মানুষকে জীবনের উত্থান-পতনে কী করতে হবে না-হবে, তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে এই কবিতায়। চমকপ্রদ বিষয় হলো, পুরো কবিতা একটি বাক্যে লেখা। এই পরামর্শ আমি আমার সন্তানকে দিতে চাই, সন্তানতুল্যদের দিতে চাই, সবচেয়ে বড় কথা, আমি আমার নিজেকে দিতে চাই। সমালোচকদের সমালোচনায় বিচলিত হওয়া যাবে না, পাল্টা সমালোচনায় মত্ত হওয়া যাবে না, কিন্তু সমালোচনা করতে দিতে হবে। জয়-পরাজয় দুটোতেই অবিচল থাকতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত হার না-মানা লড়াই করে যেতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি কথাটি বোধ হয় এই-

একটি মিনিটে আছে ৬০টি সেকেন্ড। ৬০ সেকেন্ডের প্রতিটি সেকেন্ড দৌড়াচ্ছে। ৬০ সেকেন্ডে দৌড়ে বহু দূর যাওয়া যায়। আবার একটি সেকেন্ডও আমার জন্য অপেক্ষা করে না। চলে যায়। মহামূল্যবান একটি করে সেকেন্ড। আমি যেন সময় অপচয় না করি। আমি যেন কাজ করি। সময় ক্ষমাহীন।



[ যদি ]

যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তখন
যখন সবাই মাথা গরম করে দোষারোপ করছে তোমাকেই,

যদি তুমি নিজের ওপরে আস্থা রাখতে পারো তখন, যখন সবাই তোমার ব্যাপারে সন্দিহান, আবার অন্যদের সন্দেহ করার জায়গাটাও দাও;
যদি তুমি অপেক্ষা করতে পারো, আর অপেক্ষা করতে গিয়ে ক্লান্ত হয়ে না পড়ো;
যদি তোমাকে নিয়ে যখন মিথ্যা কথা বলা হচ্ছে, তখন নিজে মিথ্যা কথা না বলো,
যখন তোমাকে ঘৃণা করা হচ্ছে, তখনো তুমি ঘৃণার পথ বেছে না নাও;
অবশ্য তখনো তোমাকে অতিরিক্ত ভালো সাজতে হবে না, খুব জ্ঞানীর মতো কথা বলতে হবে না:

যদি তুমি স্বপ্ন দেখতে পারো, কিন্তু স্বপ্নকে তোমার প্রভু বানিয়ে না ফেলো,
যদি তুমি চিন্তা করতে পারো, কিন্তু চিন্তাকেই তোমার লক্ষ্য বানিয়ে না ফেলো,
যদি তুমি ‘বিজয়’ আর ‘বিপর্যয়’—এই দুইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারো,
আর যদি তুমি এই দুই প্রতারককেই একইভাবে গ্রহণ করতে পারো;

যদি তুমি সহ্য করতে পারো তখন, যখন তোমার বলা সত্য কথাকে বিকৃত করে অসাধু লোকেরা বোকা মানুষদের জন্য ফাঁদ বানায়;
অথবা তুমি যে জিনিসগুলোর জন্য জীবন দিয়ে দিয়েছ, সেগুলোকে যদি তুমি ভেঙে যেতে দেখো, আর যদি তুমি সামনে-পেছনে ঝুঁকে পড়ে ক্ষয়ে যাওয়া হাতিয়ার দিয়ে আবার সেগুলোকে গড়ে তুলতে পারো:

যদি তুমি তোমার বিজয়গুলোকে এলোমেলো করে রাখতে পারো
আর সেসব নিয়ে বাজি খেলে সব হারিয়ে আবারও নতুন করে শুরু করতে পারো,
আর হারটা নিয়ে একটা কথাও ব্যয় না করো,
যদি তুমি তোমার হৃৎপিণ্ড, স্নায়ু আর পেশিকে তোমার পালা চলে যাওয়ার অনেক পরেও কাজ করতে বাধ্য করতে পারো, তখনো...
যখন তোমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই কেবল ইচ্ছাশক্তি ছাড়া, যা বলছে ‌‘লেগে থাকো’:

যদি তুমি সাধারণ মানুষের সঙ্গে চলার সময়ও তোমার বিনয় ধরে রাখতে পারো
আর রাজাধিরাজের সঙ্গে চলার সময়ও সাদাসিধে ভাবটা হারিয়ে না ফেলো,
যদি শত্রু কিংবা সহৃদয় বন্ধুও তোমাকে আঘাত দিতে না পারে,
যদি সব মানুষ তোমার ওপরে নির্ভর করে, কিন্তু কেউই খুব বেশি নির্ভরশীল হয়ে না পড়ে,
যদি তুমি ক্ষমাহীন একটা মিনিটকে ভরে তুলতে পারো ষাট সেকেন্ডের দৌড়ের সমান মর্যাদায়,
তাহলে
তাহলে এই পৃথিবী তোমার, এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমার;
এবং তারও চেয়ে বড় কথা, তুমি হয়ে উঠবে একজন মানুষ, পুত্র আমার।

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

14/08/2024

আমাদের কে ক্ষমা কর। কারণ আমরা মীর জাফরের জাত।😭😥😰

With Sujoyneel – I just got recognised as one of their top fans! 🎉
09/08/2024

With Sujoyneel – I just got recognised as one of their top fans! 🎉

03/08/2024

একদিকে আলোচনা।
অন্য দিকে গুলি চালা!😰😭😥
কেন?কেন?কেন?কেন?
আজকের কুমিল্লা। 😥😭😰😰😭😥

যদি "জাতির পিতাকে' ভালবেসে থাকি, এই কথা অমান্য করা যাবে না।।।💪আগে দাবি তারপর বৈঠক।
24/07/2024

যদি "জাতির পিতাকে' ভালবেসে থাকি, এই কথা অমান্য করা যাবে না।।।💪আগে দাবি তারপর বৈঠক।

24/07/2024

আমি "৫২'দেখিনি "২৪'😭দেখেছি।

Address

Hospital Road
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life is everything' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share