16/10/2025
চাকসুতেও শিবিরের ভূমিধস জয়। কেন্দ্রীয় সংসদে ২৬ পদের ২৪টিতেই জয় পেয়েছে শিবিরের সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। বাকি একটিতে ছাত্রদলের প্যানেল থেকে ও আরেকটিতে জিতেছে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী।
ভিপি
Ibrahim Roni (৭৯৮৩ ভোট)
কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় ৪৩৭৪ ভোট।
জিএস
সাঈদ বিন হাবিব (৮০৩১)
কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন ২৭১৪ ভোট।
এজিএস
Ayobur Rahman Tawfick (৭০১৪ ভোট, ছাত্রদল প্যানেল)
কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না ৫০৪৫ ভোট।
খেলাধুলা ও ক্রীড়া- মো. শাহ আলম
সহ-খেলাধুলা ও ক্রীড়া - তামান্না মাহবুব প্রীতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল)
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা- হারেজ মাতব্বর (৫৩২২)
সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা- জিহাদ হোসাইন (৬৭৮১)
দপ্তর- আব্দুল্লাহ আল নোমান (৩২৫৮)। কাছাকাছি প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব ৩২৩৬ ভোট।
সহ-দপ্তর- জান্নাতুল আদন নুসরাত (৬৯৮২)
ছাত্রী কল্যাণ- নাহিমা আক্তার দ্বীপা (৬১৬৫)
সহ-ছাত্রী কল্যাণ- জান্নাতুল ফেরদৌস রিতা (৫৯৩৬)
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি- মো. মাহবুবুর রহমান (৬১২৮)
গবেষণা ও উদ্ভাবন- তানভীর আঞ্জুম শোভন (৫৬২২)
সমাজসেবা ও পরিবেশ- তাহসিনা রহমান (৬২২৭)
স্বাস্থ্য- আফনান হোসাইন ইমরান (৫০১১)
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন- মো. মোনায়েম শরীফ (৪৮৬৯)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক- মেহেদী হাসান সোহান (৪৯৮৭)
যোগাযোগ ও আবাসন- মো. ইসহাক ভূঞা (৫৬৬৩)
সহ-যোগাযোগ ও আবাসন- ওবায়দুল সালমান (৫০০০+)
আইন ও মানবাধিকার- ফজলে রাব্বি তৌহিদ (৭৩৭৩)
পাঠাগার ও ক্যাফেটেরিয়া- মাসুম বিল্লাহ (৬৫৮৫)
নির্বাহী সদস্য
১. জান্নাতুল ফেরদৌস সানজিদা (৬১১৫)
২. আদনান শরীফ (৪৭৮৯)
৩. আকাশ দাশ (৪৪১৫)
৪. সালমান ফারসী (৪৪১২)
৫. মো. সোহানুর রহমান (৪৩১২)