The Cox Mirror-TCM

The Cox Mirror-TCM Social , Political , Entertainment , Economic News

06/09/2025
06/09/2025

উদ্ধার হলেন রো'হিঙ্গাদের হাতে অপ'হৃত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মাহাবুব খালেদ

06/09/2025

কক্সবাজারে রোহিঙ্গাদের হাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক অপহৃত

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মাহাবুব খালেদকে রোহিঙ্গারা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার সময় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাপলা চত্বর এলাকা থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী মাহাবুব খালেদকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

দলীয় নেতারা জানিয়েছেন, “একজন রাজনৈতিক নেতাকে এভাবে অপহরণ করা শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলার জন্য ভয়াবহ সংকেত।”

এ ঘটনার দ্রুত তদন্ত ও নিখোঁজ নেতাকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য কক্সবাজার জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।

নেপোলিয়নের উক্তি আজ কতটা প্রাসঙ্গিক?—মা নাকি বুয়া, কে গড়বে শিক্ষিত জাতি?------------------------------------- #সম্পাদকীয়...
06/09/2025

নেপোলিয়নের উক্তি আজ কতটা প্রাসঙ্গিক?—মা নাকি বুয়া, কে গড়বে শিক্ষিত জাতি?
-------------------------------------
#সম্পাদকীয়
--------

#নেপোলিয়ন বলেছিলেন—
“আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো।”
কিন্তু পুঁজিবাদী সমাজে আজ মায়ের সেই ভূমিকা ক্রমেই সংকুচিত। উচ্চশিক্ষিত নারীরা কর্পোরেট হাউস বা ব্যাংকে সারাদিন কাটাচ্ছেন, সন্তান বড় হচ্ছে বুয়ার কাছে।

প্রশ্ন হলো—শিক্ষিত মা থাকলেও যদি সন্তান মায়ের ছায়া থেকে বঞ্চিত হয়, তবে নেপোলিয়নের স্বপ্ন বাস্তবায়িত হবে কিভাবে?
বুয়া কখনো মায়ের বিকল্প হতে পারে না। কারণ, মায়ের ভালোবাসা ও ত্যাগ কোনো পারিশ্রমিকভিত্তিক কর্মীর হাতে আসতে পারে না।

ইসলাম মায়ের মর্যাদাকে জান্নাতের সমান উচ্চতায় বসিয়েছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“ #জান্নাত মায়ের পায়ের নিচে।”
অতএব, জাতি গড়তে হলে মাতৃত্বকে অগ্রাধিকার দিতে হবে।

সমাধান পুঁজিবাদী ব্যবস্থায় নয়, ইসলামী সমাজব্যবস্থায়। যেখানে নারীকে কেবল আয়ের যন্ত্র নয়, বরং সন্তান লালনের প্রকৃত দায়িত্বশীল হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

#শিক্ষিত জাতির ভিত্তি একমাত্র মা।
#বুয়া নয়, কেবল মায়ের হাতেই গড়ে উঠবে সোনার মানুষ।

#শিক্ষিতমা #শিক্ষিতজাতি #নেপোলিয়নউক্তি #ইসলামওমাতৃত্ব #পুঁজিবাদীসমাজ #মায়েরভূমিকা #মাতৃত্বেরগুরুত্ব #জাতিগঠনেরমূল #মায়েরপায়েরনিচেইজান্নাত #মাতৃত্ববনামকর্পোরেট

‘আপত্তিকর ইঙ্গিত’ বিতর্কে চরম ক্ষোভ: হাটহাজারীতে ছাত্রদল নেতা আরিয়ান ইব্রাহীমকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের আলামত-----...
06/09/2025

‘আপত্তিকর ইঙ্গিত’ বিতর্কে চরম ক্ষোভ: হাটহাজারীতে ছাত্রদল নেতা আরিয়ান ইব্রাহীমকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের আলামত
------------------------------------
নিজস্ব প্রতিবেদক
-------------
#চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা #আরিয়ান ইব্রাহীমের বিরুদ্ধে হাটহাজারীতে জশনে জুলুস উপলক্ষে র‌্যালিতে উস্কানিমূলক আচরণের অভিযোগ উঠেছে।

#স্থানীয় সূত্র জানায়, শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জুলুস #হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় আরিয়ান ইব্রাহীম মাদ্রাসার দিকে আঙুল তুলে আপত্তিকর ইঙ্গিত দেন। এতে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে।

#অভিযোগ করা হচ্ছে, তার এ আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং হাজারো মাদ্রাসা শিক্ষার্থীর মনে ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, এ ধরনের কাজ মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হতে পারে।

এ ঘটনার পর হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত আরিয়ান ইব্রাহীম কিংবা তার সংগঠনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

#হাটহাজারী #জশনে_জুলুস #ছাত্রদল #আরিয়ান_ইব্রাহীম #ধর্মীয়_অনুভূতিতে_আঘাত #মাদ্রাসা #চট্টগ্রাম #উস্কানিমূলক_আচরণ #দাঙ্গা_উস্কানি #আইনি_ব্যবস্থা

টেকনাফে জনপ্রিয় "আইএনসি" বীজ: স্বাদে নেশা, স্বাস্থ্যে ভয়াবহ ঝুঁকি!------------------------------------টেকনাফ সংবাদদাতা--...
05/09/2025

টেকনাফে জনপ্রিয় "আইএনসি" বীজ: স্বাদে নেশা, স্বাস্থ্যে ভয়াবহ ঝুঁকি!
------------------------------------

টেকনাফ সংবাদদাতা
---------------

কক্সবাজারের টেকনাফে "আইএনসি" নামে পরিচিত এক ধরনের বীজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কয়েক বছর আগে প্রতিপিস ১-২ টাকায় বিক্রি হলেও বর্তমানে এর দাম বেড়ে দাঁড়িয়েছে ২০-৩০ টাকায়। স্থানীয়দের কাছে এটি এখন নেশার মতো অভ্যাসে পরিণত হয়েছে।

তবে চিকিৎসকরা সতর্ক করেছেন, এটি মূলত ফল নয়; বরং জ্যাংকল বা ডিজ্যাংকল নামের এক প্রকার বীজ। এতে থাকা রাসায়নিক উপাদান শরীরের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

#সম্ভাব্য ঝুঁকি
চিকিৎসক ডা. সাফায়েত জামিল সাইফুল জানান, এই বীজে প্রচুর পরিমাণে ডিজ্যাংকলিক এসিড থাকে, যা—
কিডনিতে পাথর (Renal Stone) তৈরি করে।
প্রস্রাবে জ্বালাপোড়া, ইনফেকশন ও রক্ত আসার ঝুঁকি বাড়ায়।
একিউট রেনাল ফেইলিউরের কারণ হতে পারে।
শরীরে বিষক্রিয়া ঘটিয়ে পেট ব্যথা, বমি ও কোমর ব্যথা সৃষ্টি করে।
অতিরিক্ত সেবনে রেনাল ফেইলিউর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

#চিকিৎসকের পরামর্শ
বীজটি অতিরিক্ত সিদ্ধ করে খেতে হবে।
অল্প পরিমাণে খাওয়াই নিরাপদ।
যাদের কিডনি বা প্রস্রাবজনিত সমস্যা আগে থেকেই আছে, তাদের এ বীজ একেবারেই এড়িয়ে চলা উচিত।

#স্থানীয়ভাবে "আইএনসি" জনপ্রিয় হলেও চিকিৎসকদের পরামর্শ হলো—সাময়িক স্বাদের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য এটি থেকে সাবধান থাকা জরুরি।

#টেকনাফ #আইএনসি #বীজ #কক্সবাজার #স্বাস্থ্যঝুঁকি #নেশা #কিডনিরোগ #বাংলাদেশ #হেলথঅ্যালার্ট #ট্রেন্ডিং

প্রবাসীদের জন্য সুবর্ণ সুযোগ!নিরাপত্তার সহিত প্রবাসীদের জন্য বিদেশ গমনের আস্থার প্রতিষ্ঠান 'অলিয়াবাদ ট্যুরস্ এন্ড ট্রাভে...
01/09/2025

প্রবাসীদের জন্য সুবর্ণ সুযোগ!
নিরাপত্তার সহিত প্রবাসীদের জন্য বিদেশ গমনের আস্থার প্রতিষ্ঠান 'অলিয়াবাদ ট্যুরস্ এন্ড ট্রাভেলস্"
হজ্জ ও ওমরাহ বুকিং এবং সৌদি আরব,মালেশিয়া,অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ও কাজের ভিসার জন্য এখনই যোগাযোগ করুন।
01815862049 /01581663550

স্থান:নাফ নিউ মার্কেট (২য় তলা)অলিয়াবাদ,শাপলা চত্বর,টেকনাফ পৌরসভা।

#

পটিয়ায় বগি রেখে চট্টগ্রাম চলে গেল পর্যটক এক্সপ্রেসনিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী একটি ট...
01/09/2025

পটিয়ায় বগি রেখে চট্টগ্রাম চলে গেল পর্যটক এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের বগি রেখেই চট্টগ্রামে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল পথের পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।

জানা গেছে, কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় পৌছালে ইঞ্জিনের হুইচ পাইপ ভেঙে ইঞ্জিন ও সকল বগি আলাদা হয়ে যায়। এসময় চালক বগি রেখেই ইঞ্জিন নিয়ে চট্টগ্রাম ফিরে যায়। ট্রেনটি লাইনচ্যুত হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল জানান, পর্যটক এক্সপ্রেসের ট্রেনটি রাতে কমলমুন্সির হাট স্টেশন এলাকায় পৌছালে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি ও ইঞ্জিন আলাদা হয়ে যায়। সাপোর্ট ইঞ্জিন চট্টগ্রাম থেকে পটিয়ার উদ্দ্যোশে বের হয়েছে। সাপোর্ট ইঞ্জিন এলেই যাত্রীদের নিরাপদে পৌছানো হবে।

29/08/2025

টেকনাফ পৌরসভায় ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত।
-------------------------------------

মন্জুর বিন কারীম : টেকনাফ প্রতিনিধি
---------------------------

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া আয়েশা ছিদ্দিকা মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) টেকনাফ পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের হাতপাখা প্রতীকের কেন্দ্রীয় প্রার্থী মুফতি নুরুল বশর আজিজী। এ সময় তিনি ইসলামী আন্দোলনের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।

সম্মেলনে আইএবি টেকনাফ উপজেলা দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা নুরুল ইসলাম এবং সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন হযরত মাওলা আমিরুল মুস্তাফা। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাশেম ও মাওলানা মুক্তার হোসাইন। জয়েন্ট সেক্রেটারি হয়েছেন হাফেজ মাওলানা সামিউল ইসলাম।

বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা আহমদ বিন শফি, মাওলানা রাফি বিন শফি, হাফেজ মাওলানা আশরাফ, মাওলানা সালা উদ্দিনসহ আরও অনেকে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল কবির ও খাইরুল বশর।

সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

#টেকনাফ #ইসলামীআন্দোলনবাংলাদেশ #আইএবি #টেকনাফপৌরসভা #পৌরসম্মেলন #টেকনাফ #হাতপাখা #নতুনকমিটি #ইসলামীরাজনীতি #রাজনীতিখবর

হ্নীলা ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তরের কার্যালয় উদ্বোধন
29/08/2025

হ্নীলা ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তরের কার্যালয় উদ্বোধন

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cox Mirror-TCM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share