18/12/2024
বিষয়ঃ কাকে বিয়ে করবেন?
ইমাম গাযালী রহ লেখেন :
অভিজ্ঞজন বলেছেন, ধনী মেয়েকে বিয়ে করলে ৫ টি বিষয় অনিবার্য :
১ : মোহরানার উচ্চহার।
২ : বাসরঘরে গড়িমসি।
৩ : খেদমত না পাওয়া।
৪ : ব্যয়ভারের আধিক্য।
৫ : তালাকদানে অক্ষমতা।
(এখানে বিবি খাদিজা (রাঃ) বিবেচ্য নয়। কারন তার মত মেয়ে পাওয়া যায়নি কখনো, যাবেও না)
তিনি আরো বলেন,
৪ টি ক্ষেত্রে স্ত্রী স্বামীর নিচে (কম) থাকা চাই। নইলে বউয়ের অবজ্ঞার পাত্র হতে হবে।
১ : বয়স।
২ : উচ্চতা।
৩ : সম্পদ।
৪ : বংশমর্যাদা।
আর ৪ ক্ষেত্রে হতে হবে স্ত্রী- স্বামীর উপরে :
১ : সৌন্দর্য।
২ : শিষ্টাচার।
৩ : তাকওয়া-পরহেযগারি।
৪ : স্বভাব-চরিত্র।
সুত্রঃ ইহ্ইয়াউ উলূমিদ্দীন। খণ্ড : ৩, পৃষ্ঠা : ৯৩। ফাজায়েলে সাদাকাত।
Follow Sūnnah
Join Ya Ummati