24news pekua

24news pekua আপনার এলাকায় ঘটে যাওয়া খবর এবং বিজ্ঞাপন দিন

01/12/2024

পেকুয়ায় বিদ্যুতের মেইন লাইন থেকে চোরাই পথে বিদ্যুৎ ব্যবহার, মিটার,মটর ও তাঁর জব্দ

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের মেইন লাইন থেকে চোরাই পথে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। খবর পেয়ে মিটার,মটর ও তাঁর জব্দ করেছে পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিস।

(৩০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া আজমগীর প্রকাশ আজু ঘরের সামনে বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়া মিটার, মটর ও তার জব্দ করা হয়েছে।
পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যান আব্দুল আজিজ ও আব্দুল্লাহ আল মামুন গিয়ে অবৈধভাবে নেওয়া সংযোগ বিচ্ছিন্ন করেন সংযোগে ব্যবহার হওয়া মালামাল আফিসে নিয়ে যান।

এ অবৈধ সংযোগের মাধ্যমে টেকপাড়া বড়ঘোনা নামক মৎস্য ঘের থেকে পানি সরানোর কাজে ব্যবহার করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কয়দিন থেকে স্থানীয় জাহাঙ্গীর আলমের মিটারের সংযোগ দেওয়া পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে সরাসরি সংযোগ নিয়ে পানি সরানোর মটরে সংযোগ দিয়ে আসছেন বড়ঘোনা নামক মৎস্য ঘেরের মালিকরা। এঘেরের মালিকরা হলেন, চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার মৃত আবুল হোসেনের পুত্র হাজ্বী ছাবের আহমদ, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরীর পাড়া এালাকার মৃত মফিজুর রহমানের ছেলে শহিদুল ইসলাম চৌধুরী, টেকপাড়া এলাকার মৃত কালামিয়ার পুত্র আক্তার আহমদ,পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার নুরুজ্জমার পুত্র জমির উদ্দীন।

স্থানীয় নাবাব শরীফ,আবু সুফিয়ান,সাইফুল ইসলামরা বলেন, পূর্ব উজানটিয়া টেকপাড়া পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধভাবে সরাসরি সংযোগ নিয়ে পানি সরানোর মটরে সংযোগ দিয়ে আসছেন বড়ঘোনা মৎস্য ঘেরের মালিক চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার মৃত আবুল হোসেনের পুত্র হাজ্বী ছাবের আহমদ, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরীর পাড়া এালাকার মৃত মফিজুর রহমানের ছেলে শহিদুল ইসলাম চৌধুরী, টেকপাড়া এলাকার মৃত কালামিয়ার পুত্র আক্তার আহমদ,পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার নুরুজ্জমার পুত্র জমির উদ্দীন। তারা অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ চোরির সাথে জড়িত। গতকাল রাতে অফিসের লোক গিয়ে তাদের অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে। পল্লী বিদ্যুৎ অফিস তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

20/11/2024

পেকুয়ায় রাতে ব্যবসায়ীর লবণ মাঠ দখলের চেষ্টা

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় রাতের অন্ধকারে ব্যবসায়ীর লবণ মাঠ দখল সকালে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

( ১৯নভেম্বর ) ভোর ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চেরাংঘোনা এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নতুনঘোনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে জামাল উদ্দীন লুৎফা ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দীন, শফিউল আলম, জামাল উদ্দীন লুৎফার ছেলে মনির উদ্দীন ও এহেছানের নেতৃত্বে
মগনামা ইউনিয়নের মটকাভাংগা এলাকার হাজ্বী আব্দুল মোতালেবের ছেলে মামুন উদ্দীনের মগনামা মৌজার ১৯০৮ খাতিয়ানের ৪০শতক জায়গায় ভোর ৪টার দিকে গিয়ে বাঁধ দিয়ে লবণ মাঠ দখল করে।সকালে মামুনের চাষা মটকাভাংগার হেলাল উদ্দীন সহ মামুন ওকানে গেলে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। লুৎফা গংয়ের লোকজন হেলাল উদ্দীনকে হামলা করে। তিনি পেকুয়ার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন।
জায়গার মালিক মামুন উদ্দীন বলেন,আমার দীর্ঘদিনের খতিয়ানভুক্ত ৪০ শতক জায়গা জামাল উদ্দীন লুৎফা ও তার ভাই কামাল মেম্বার, শফিউল আলম,লুৎফার ছেলে মনির উদ্দীন ও এহেছান গতরাত ৪টার দিকে বাঁধ দিয়ে দখল করে রাখে আমার সকালে গিয়ে দেখি তারা লাটি ও লোহার রড,কিরিচ দিয়ে একদল সন্ত্রাসী নিয়ে মহড়া দেয়।আমার চাষা হেলাল উদ্দীন গেলে তাকে হামলা করে।জামাল উদ্দীন লুৎফার ছেলে জয়নাল সকালে ঘটনাস্থলে যায়নি। এখানে লোকজন দেখেছে সে বাজার থেকে মাছ নিয়ে বাড়ীতে ঢুকেছে। ঘর থেকে বের হওয়ার সময় হাত কাটা সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে।তাকে নাকি মারধর করেছে। অথচ জয়নাল ঘটনাস্থলে যায়নি নিজের হাত নিজে কেটে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।লুৎফা ভূয়া কবলা বানিয়ে আমার জায়গা দখল করেছে।
এর আগেও আমার সাথে ঝগড়া করেছে। আমি আদালাতে মামলা করেছি। আমি দেশবাসী ও প্রশাসনকে অনুরোধ করব যেন সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য বের হয়।
আহত হেলাল উদ্দীন বলেন,আমি দীর্ঘদিন থেকে মামুনের জায়গা চাষ করে আসছি। এই জায়গা আমার চাষেছিল। কোন ঝামেলা হয়নি। রাত ৪টার দিকে গিয়ে ঐজায়গায় বাঁধ দিয়ে দখল করে। আমি সকালে দেখতে গেলে তারা আমাকে হামলা করে।আমি একটি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছি। জয়নাল ঘটনাস্থলে না গিয়ে নিজের হাত নিজে কেটেছে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য, আমি প্রশাসনকে অনুরোধ করছি যেন সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা বের হয়।

এবিষয়ে জামাল উদ্দীন লুৎফার মোবাইলে সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

19/11/2024

পেকুয়ায় রাতে ব্যবসায়ীর লবণ মাঠ দখলের চেষ্টা

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় রাতের অন্ধকারে ব্যবসায়ীর লবণ মাঠ দখল সকালে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

(১৯ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চেরাংঘোনা এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নতুনঘোনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে জামাল উদ্দীন লুৎফা ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দীন, শফিউল আলম, জামাল উদ্দীন লুৎফার ছেলে মনির উদ্দীন ও এহেছানের নেতৃত্বে
মগনামা ইউনিয়নের মটকাভাংগা এলাকার হাজ্বী আব্দুল মোতালেবের ছেলে মামুন উদ্দীনের মগনামা মৌজার ১০০৮ খাতিয়ানের ৪০শতক জায়গায় ভোর ৪টার দিকে গিয়ে বাঁধ দিয়ে লবণ মাঠ দখল করে।সকালে মামুনের চাষা মটকাভাংগার হেলাল উদ্দীন সহ মামুন ওকানে গেলে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। লুৎফা গংয়ের লোকজন হেলাল উদ্দীনে হামলা করে। তিঁনি পেকুয়ার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন।
জায়গার মালিক মামুন উদ্দীন বলেন,আমার দীর্ঘদিনের খতিয়ানভুক্ত ৪০ শতক জায়গা জামাল উদ্দীন লুৎফা ও তার ভাই কামাল মেম্বার, শফিউল আলম,লুৎফার ছেলে মনির উদ্দীন ও এহেছান গতরাত ৪টার দিকে বাঁধ দিয়ে দখল করে রাখে আমার সকালে গিয়ে দেখি তারা লাটি ও লোহার রড,কিরিচ দিয়ে একদল সন্ত্রাসী নিয়ে মহড়া দেয়।আমার চাষা হেলাল উদ্দীন গেলে তাকে হামলা করে।জামাল উদ্দীন লুৎফার ছেলে জয়নাল সকালে ঘটনাস্থলে যায়নি। এখানে লোকজন দেখেছে সে বাজার থেকে মাছ নিয়ে বাড়ীতে ঢুকেছে ঘর থেকে বের হওয়ার সময় হাত কাটা সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে।তাকে নাকি মারধর করেছে। অথচ জয়নাল ঘটনাস্থলে যায়নি নিজের হাত নিজে কেটে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।লুৎফা ভূয়া কবলা বানিয়ে আমার জায়গা দখল করেছে।
এর আগেও আমার সাথে ঝগড়া করেছে। আমি আদালাতে মামলা করেছি। আমি দেশবাসী ও প্রশাসনকে অনুরোধ করব যেন সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য বের হয়।
আহত হেলাল উদ্দীন বলেন,আমি দীর্ঘদিন থেকে মামুনের জায়গা চাষ করে আসছি। এই জায়গা আমার চাষেছিল। কোন ঝামেলা হয়নি। রাত ৪টার দিকে গিয়ে ঐজায়গায় বাঁধ দিয়ে দখল করে। আমি সকালে দেখতে গেলে তারা আমাকে হামলা করে।আমি একটি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছি। জয়নাল ঘটনাস্থলে না গিয়ে নিজের হাত নিজে কেটেছে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য, আমি প্রশাসনকে অনুরোধ করছি যেন সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা বের হয়।

এবিষয়ে জামাল উদ্দীন লুৎফার মোবাইলে সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

03/07/2024

পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নিয়ে একটি সুন্দর গান।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জনাব, মোহাম্মদ ফোরকানসম্মানসূচক আজিবন সদস্য, পেকুয়া সাংবাদিক সমিতি (পেসাস)
16/06/2024

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
জনাব, মোহাম্মদ ফোরকান
সম্মানসূচক আজিবন সদস্য, পেকুয়া সাংবাদিক সমিতি (পেসাস)

07/06/2024

পেকুয়া চৌমুহনী পশ্চিম পাশে মদুমাজির কবরস্থানের পাশে দুই গ্রুপের সাথে জায়গা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি।

06/06/2024

পেকুয়া উপজেলার নব-নির্বাচিত জনপ্রতিনিধি ও
বারবাকিয়া ইউনিয়নের গুণীজনদের সংবর্ধনা গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠান।
◾সভাপতিত্ত করেন,
জনাব, এম নাসির উদ্দীন
সভাপতি, বারবাকিয়া মানব কল্যাণ সংস্থা

◾ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব, সেফায়েত আজিজ রাজু
নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পেকুয়া উপজেলা

◾বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব, মাহাবুল করিম মাহাবু
নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যান,পেকুয়া উপজেলা
▪️আয়োজনে: বারবাকিয়া মানব কল্যাণ সংস্থা

22/05/2024

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব, মহাবুল করিম মাহবু ভাইয়ের তালা মার্কার বিজয় হাওয়াই সমর্থকদের আনন্দ মিছিল।

21/05/2024

শিলখালী জারুলবনিয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে একজনের মৃ*ত্যু।

21/05/2024

রাজাখালি, বারবাকিয়া, টৈটং, পেকুয়া, তালা মার্কা এগিয়ে।

19/05/2024

মাহবুল করিম মাহাবু ভাইয়ের তালা মার্কার সমর্থনে জঙ্গ মিছিল।

Address

Pekua Cox's Bazar
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when 24news pekua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24news pekua:

Share