01/12/2024
পেকুয়ায় বিদ্যুতের মেইন লাইন থেকে চোরাই পথে বিদ্যুৎ ব্যবহার, মিটার,মটর ও তাঁর জব্দ
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের মেইন লাইন থেকে চোরাই পথে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। খবর পেয়ে মিটার,মটর ও তাঁর জব্দ করেছে পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিস।
(৩০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া আজমগীর প্রকাশ আজু ঘরের সামনে বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়া মিটার, মটর ও তার জব্দ করা হয়েছে।
পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যান আব্দুল আজিজ ও আব্দুল্লাহ আল মামুন গিয়ে অবৈধভাবে নেওয়া সংযোগ বিচ্ছিন্ন করেন সংযোগে ব্যবহার হওয়া মালামাল আফিসে নিয়ে যান।
এ অবৈধ সংযোগের মাধ্যমে টেকপাড়া বড়ঘোনা নামক মৎস্য ঘের থেকে পানি সরানোর কাজে ব্যবহার করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কয়দিন থেকে স্থানীয় জাহাঙ্গীর আলমের মিটারের সংযোগ দেওয়া পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে সরাসরি সংযোগ নিয়ে পানি সরানোর মটরে সংযোগ দিয়ে আসছেন বড়ঘোনা নামক মৎস্য ঘেরের মালিকরা। এঘেরের মালিকরা হলেন, চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার মৃত আবুল হোসেনের পুত্র হাজ্বী ছাবের আহমদ, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরীর পাড়া এালাকার মৃত মফিজুর রহমানের ছেলে শহিদুল ইসলাম চৌধুরী, টেকপাড়া এলাকার মৃত কালামিয়ার পুত্র আক্তার আহমদ,পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার নুরুজ্জমার পুত্র জমির উদ্দীন।
স্থানীয় নাবাব শরীফ,আবু সুফিয়ান,সাইফুল ইসলামরা বলেন, পূর্ব উজানটিয়া টেকপাড়া পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধভাবে সরাসরি সংযোগ নিয়ে পানি সরানোর মটরে সংযোগ দিয়ে আসছেন বড়ঘোনা মৎস্য ঘেরের মালিক চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার মৃত আবুল হোসেনের পুত্র হাজ্বী ছাবের আহমদ, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরীর পাড়া এালাকার মৃত মফিজুর রহমানের ছেলে শহিদুল ইসলাম চৌধুরী, টেকপাড়া এলাকার মৃত কালামিয়ার পুত্র আক্তার আহমদ,পশ্চিম বড় ভেওলা দরবেশ কাটা এলাকার নুরুজ্জমার পুত্র জমির উদ্দীন। তারা অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ চোরির সাথে জড়িত। গতকাল রাতে অফিসের লোক গিয়ে তাদের অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে। পল্লী বিদ্যুৎ অফিস তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।