ATM News TV

ATM News TV Welcome to "ATM News Tv", an online based news portal. send your story/news to our inbox or email us at : [email protected]

24/04/2025

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ ও গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে আসেন লন্ডন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জানাব এমডি জামাল উদ্দিন চৌধুরী আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস এম জমির উদ্দিন চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের পরিচালক রেজাউল করিম ইঞ্জিনিয়ার সুকান্ত বড়ুয়া পুরো কয়লা বিদ্যুৎ ঘুরে ঘুরে দেখান।

24/04/2025

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ পরিদর্শনে আসেন লন্ডন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জানাব এমডি জামাল উদ্দিন চৌধুরী আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস এম জমির উদ্দিন চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের পরিচালক রেজাউল করিম ইঞ্জিনিয়ার সুকান্ত বড়ুয়া পুরো কয়লা বিদ্যুৎ ঘুরে ঘুরে দেখান।

24/04/2025

চকরিয়া পৌরবাসীর গর্বিত সন্তান লন্ডন প্রবাসী লন্ডন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জবাব এম ডি জামাল উদ্দিন চৌধুরী । আপনার হাত ধরেই এগিয়ে যাবে স্বপ্নের পৌরসভা। আপনার জন্য শুভকামনা রইল চকরিয়া পৌরবাসীর পক্ষ থেকে।

চকরিয়া পৌরবাসীর গর্বিত সন্তান লন্ডন প্রবাসী লন্ডন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জবাব এম ডি জামাল উদ্দিন চৌধুরী । আপনার হাত ধ...
24/04/2025

চকরিয়া পৌরবাসীর গর্বিত সন্তান লন্ডন প্রবাসী লন্ডন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জবাব এম ডি জামাল উদ্দিন চৌধুরী । আপনার হাত ধরেই এগিয়ে যাবে স্বপ্নের পৌরসভা। আপনার জন্য শুভকামনা রইল চকরিয়া পৌরবাসীর পক্ষ থেকে।

17/04/2025

ভ্রমণ পিপাসুদের জন্য সুন্দর একটি জায়গা

দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দাবি বন্দরনগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি জান...
17/04/2025

দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দাবি বন্দরনগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

17/04/2025

ঢাকা বারিধারা জে ব্লকে ফার্নিচার এর সমাহার দেখতে পাচ্ছেন।

সময়ের প্রবাহে একটি বছর ঘুরে এসে মুসলিম বিশ্বের দ্বারপ্রান্তে রহমত, মাগফিরাত ও নাজাতের অমূল্য সওগাত নিয়ে পবিত্র মাহে রমজা...
24/02/2025

সময়ের প্রবাহে একটি বছর ঘুরে এসে মুসলিম বিশ্বের দ্বারপ্রান্তে রহমত, মাগফিরাত ও নাজাতের অমূল্য সওগাত নিয়ে পবিত্র মাহে রমজানের শুভাগমন ঘটেছে। মাহে রমজান আমাদের মাঝে এসেছে তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মসংযম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের ফুলের সৌন্দর্য ও ইস্পাতের দৃঢ় চেতনা নিয়ে। নানা কারণে ও তাৎপর্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।

রমজান রোজার মাস, পবিত্র কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, বদর যুদ্ধের মাস, তারাবিহ, কুরআন তিলাওয়াত, ইতেকাফ, দান-খয়রাতসহ অন্যান্য ইবাদত-বন্দেগির মাস। ত্যাগ-তিতিক্ষা, সংযম, সমবেদনা ও সহমর্মিতার বার্তাবাহী এই মাস রমজান। রহমত (অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (জাহান্নাম থেকে মুক্তি) এর মাস রমজান।

এটিম নিউজ টিভির পক্ষ হতে সকলকে জানায় "পবিত্র রমজান মাস" এর পবিত্র মোবারকবাদ এবং শুভেচ্ছে।। সকলের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যত কামনা করছি।।

Schedule Ramadan 2025 | Download Here : https://drive.google.com/file/d/1JRSnp3h9yYoXcyPBxD-05HbS8mT47ITB/view?usp=drivesdk

"সারাদেশে গ্রেফতার ১,৩০৮ জন"     |     ( রবিবার   |   ফেব্রুয়ারী ০৯, ২০২৫ ) সারাদেশে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনা করে ...
09/02/2025

"সারাদেশে গ্রেফতার ১,৩০৮ জন" | ( রবিবার | ফেব্রুয়ারী ০৯, ২০২৫ )

সারাদেশে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রো এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জ এলাকায় এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার গতকাল সারাদেশে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনার সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে শনিবার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

" পূর্ব লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা: ৬ জন নিহত "     |     ( রবিবার, ফেব্রুয়ারী ০৯, ২০২৫ )ঢাকা, ৯ ফেব্রুয়ারি: ...
09/02/2025

" পূর্ব লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা: ৬ জন নিহত " | ( রবিবার, ফেব্রুয়ারী ০৯, ২০২৫ )

ঢাকা, ৯ ফেব্রুয়ারি: যুদ্ধবিরতির লঙ্ঘন করে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এতে অন্তত ৬ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় ইসরায়েলি বাহিনী একটি ড্রোন হামলা করে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ ছিল। তাদের দাবি, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ২৬ জানুয়ারি শেষ হয়। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।

এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে। ইসরায়েলের দাবি, চুক্তিটি লেবাননের দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

" চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না নিলেও বাংলাদেশকে খরচ দিতে হবে "    |    ( রবিবার  |  ফেব্রুয়ারী ০৯, ২০২৫ ) ২০১৭ সালে ভারতের ...
09/02/2025

" চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না নিলেও বাংলাদেশকে খরচ দিতে হবে " | ( রবিবার | ফেব্রুয়ারী ০৯, ২০২৫ )

২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রহে আদানি গ্রুপের সাথে ১৪৯৮ মেগাওয়াটের বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশ। তৎকালীন আওয়ামী লীগ সরকার অত্যন্ত গোপনীয় বজায় রেখে এই চুক্তিটি সই করে।

চুক্তিতে বলা হয়, ন্যূনতম চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না নিলেও বাংলাদেশকে খরচ দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে যে মানের কয়লাই ব্যবহার করা হোক না কেন, আন্তর্জাতিক দর অনুযায়ী ভালো মানের দাম পরিশোধ করতে হবে। এছাড়া ভারত অংশের সঞ্চালন লাইনের পুরো খরচও বাংলাদেশ বহন করবে বলে উল্লেখ করা হয়।

চুক্তিটি পর্যালোচনা করে দেখা যায়, এতে দেশের স্বার্থবিরোধী অসংখ্য ধারা রয়েছে। হাইকোর্টের নির্দেশনায় গঠিত পর্যালোচনা কমিটি চুক্তিটির বৈধতা নিয়ে তদন্ত করছে। চলতি মাসের মধ্যেই তাদের প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।

পর্যালোচনা কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জানান, চুক্তিটির পুরো সুবিধা আদানি গ্রুপ ভোগ করছে। সরকার একতরফাভাবে এটি বাতিল করতে পারে, তবে এটি বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলবে।

সাধারণ জনগণ অসম এই চুক্তিটি বাতিলের দাবি জানিয়ে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিটি আর্থিক বা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হয়ে থাকতে পারে।

জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, প্রথম সালিশে হয়তো হারার সম্ভাবনা আছে, তবে আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে। সেখানে চুক্তির অনিয়মের প্রমাণ দিলে জেতার সম্ভাবনা রয়েছে।

ড. জাহিদ হোসেন জানান, যদি চুক্তির পেছনে দুর্নীতি প্রমাণ করা যায়, তবে পরিস্থিতি বদলে যাবে। তবে প্রমাণগুলো আদালতের গ্রহণযোগ্য হতে হবে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ সভাপতি অধ্যাপক শামসুল আলম বলেন, সরকারের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

অন্য চুক্তিগুলোতে বিল পরিশোধে বিলম্ব হলে ১৫ শতাংশ সুদ দেয়ার শর্ত না থাকলেও আদানির চুক্তিতে তা রয়েছে। সেই শর্ত কাজে লাগিয়ে চক্রবৃদ্ধি হারে সুদ দাবি করছে গ্রুপটি।

Address

Dhaka
4700

Telephone

+8801670349102

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATM News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATM News TV:

Share