রশিদ নগর নিউজ

রশিদ নগর নিউজ একটি অরাজনৈতিক মিডিয়া।

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিষিদ্ধ 🚫
16/05/2025

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিষিদ্ধ 🚫

সুপ্রিয় কক্সবাজারবাসীআসসালামু আলাইকুমআপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের সময়, শ্রম ও ভোগান্তি এড়াতে পুলি...
15/05/2025

সুপ্রিয় কক্সবাজারবাসী

আসসালামু আলাইকুম

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের সময়, শ্রম ও ভোগান্তি এড়াতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক অদ্য ১৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ থেকে কক্সবাজার জেলার সকল থানা কর্তৃক সব ধরনের জিডি অনলাইনে আবেদন গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনারা থানায় না গিয়ে ঘরে বসেই ম্যানুয়ালে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে সকল ধরনের জিডি'র আবেদন করতে পারবেন।

প্রিয় মহোদয়,আসসালামু আলাইকুম, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ সকলের অবগতির ...
27/02/2025

প্রিয় মহোদয়,
আসসালামু আলাইকুম,
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ সকলের অবগতির জন্য লিফলেট আকারে কিছু বার্তা প্রেরণ করেছেন। সংযুক্ত বার্তাটি আপনার এলাকায় প্রত্যেক মসজিদের ঈমাম সাহেবের হাতে পৌঁছে দিবেন এবং খুতবার আগে বা বয়ানের সময় উক্ত লিফলেটটি সকল মুসল্লীদের উদ্দেশ্যে পাঠ করে শুনানোর অনুরোধ করবেন। এছাড়া আপনার পরিচিত সকলের নিকট সরবরাহ করে পড়তে বলবেন। আপনার দ্বারা সামান্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হলে অন্য একটি পরিবার আলোকিত হবে।
ধন্যবাদান্তে
জেনারেল ম্যানেজার
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

রামু উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে রেজিষ্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার সময়সূচির বিজ্ঞপ্তি।  বিস্...
11/02/2025

রামু উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে রেজিষ্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার সময়সূচির বিজ্ঞপ্তি।

বিস্তারিত কমেন্টে ...

08/01/2025

মর্মান্তিক💔
চট্টগ্রামের বাঁশখালী ট্রাকের ধা'ক্কা'য় উঁ'ড়ে গেলো বৃদ্ধ😭
আমাদের আরো সচেতন হওয়া দরকার।

জনস্বার্থে পোস্ট :- ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইংসারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বাড়ি, ...
08/01/2025

জনস্বার্থে পোস্ট :-
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত
বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......
০১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
০২। শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
০৩। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
০৪। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
০৫। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
০৭। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়),
০৮। ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
০৯। দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০ । বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)
Collected

🔥Breaking News || এসএসসির রুটিন প্রকাশ ! ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।◾পরীক্ষাসমূহ ১০/০৪/২০২৫ তারিখ...
12/12/2024

🔥Breaking News || এসএসসির রুটিন প্রকাশ !
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
◾পরীক্ষাসমূহ ১০/০৪/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।

দুইদিন ব্যাপি...ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথমদিন.......আয়োজনেঃ হামির পাড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ। সকলের...
11/12/2024

দুইদিন ব্যাপি...
ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথমদিন.......
আয়োজনেঃ হামির পাড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিলো।

রশিদ নগর জীকু মেম্বার এর বাড়ির সামনে রেল ক্রসিং এ রেল ও মোটরসাইকেল এর সংঘর্ষে কাহাতিয়া পাড়ার মো :হোছন এর ছেলে ওয়াহিদ ও আ...
07/11/2024

রশিদ নগর জীকু মেম্বার এর বাড়ির সামনে রেল ক্রসিং এ রেল ও মোটরসাইকেল এর সংঘর্ষে কাহাতিয়া পাড়ার মো :হোছন এর ছেলে ওয়াহিদ ও আব্দু মজিদ এর ছেলে মো: হোছন(প্রকাশ মাছন) ঘটনা স্থলে মারা গেছেন।😭😭😭

ক্ষমতা ধরে রাখতে বর্তমান চেয়ারম্যানের হাতে রক্তাক্ত রশিদনগর
02/09/2024

ক্ষমতা ধরে রাখতে বর্তমান চেয়ারম্যানের হাতে রক্তাক্ত রশিদনগর

20/08/2024

ইউনিয়ন পরিষদে যারা কম্পিউটার অপারেটর আছে তাদের জন্য রুলস করা উচিৎ।তাদের ভূল হলে সেটি সংশোধন করা পুরা খরচ তার বহন করতে হবে।

আজ রাতেই শপথ গ্রহণ করবে।
08/08/2024

আজ রাতেই শপথ গ্রহণ করবে।

Address

রশিদনগর, রামু
Cox's Bazar
৪৭০০

Alerts

Be the first to know and let us send you an email when রশিদ নগর নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share