X News এক্স নিউজ

X News এক্স নিউজ সত্যের সাথে আপোসহীন পথচলা নতুন আঙ্গিনায় মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম " এক্স নিউজ"

উখিয়া জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন মেম্বারকে রাতে তুলে নিয়ে  জবাই কর...
08/07/2025

উখিয়া জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন মেম্বারকে রাতে তুলে নিয়ে জবাই করে হত্যা করেছেন বলেন স্থানীয় সুত্রে জানা জায়।

06/07/2025

সাথে থাকুন

শুভ জম্মদিনের শুভেচ্ছা। অনলাইন সংবাদমাধ্যম  (X News এক্স নিউজ ) এর সম্পাদক ও প্রকাশক আলমগীর আলম নিসা'র জম্মদিন শুভেচ্ছা।
20/06/2025

শুভ জম্মদিনের শুভেচ্ছা।

অনলাইন সংবাদমাধ্যম (X News এক্স নিউজ ) এর সম্পাদক ও প্রকাশক আলমগীর আলম নিসা'র জম্মদিন শুভেচ্ছা।

20/06/2025

টেকনাফ সী-বিচ পয়েন্টে ২ জেলের সংঘর্ষে একজন জেলের মৃ’ত্যু

20/06/2025

ই'য়াবা মা'মলায় সাত বছরের সা'জাপ্রাপ্ত আ'সামি টেকনাফের মাদক কারবারী বিএনপির নেতা আব্দুর রশীদ গ্রে'ফতার

ব্রেকিং নিউজ-টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার আলম পুলিশের হাতে আটক।
20/06/2025

ব্রেকিং নিউজ-

টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার আলম পুলিশের হাতে আটক।

20/06/2025

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম হলেও জন্মের পর মাত্র দুই দিনের ব্যবধানে মারা গেছে সবাই। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রবাসী রবিউল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. আরিফা মেহের রুমী ও ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার। সহকারী হিসেবে ছিলেন ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত।
জন্মের পর মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে প্রথম সন্তানের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার ভোররাত ও সকালে একে একে মৃত্যু হয় বাকি তিন নবজাতকেরও।

পরিবারের পক্ষ থেকে ইয়াছমিনের আত্মীয় আবুল ফয়সাল ফাহিম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “একসঙ্গে চারটি প্রাণের আগমন আমাদের পরিবারের জন্য ছিল এক স্বপ্নের মতো। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকলো না। আমরা শোকাহত।”

মা ইয়াছমিন আক্তার বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় ব্যাপক শোক ও বিষাদের ছায়া ফেলেছে। স্থানীয়রা এই মৃত্যুকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নবজাতকেরদের পিতাপ্রবাসী রবিউল আলম জানান, একজন পিতা হিসেবে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি ছিল যখন জানতে পারলাম, আমার স্ত্রী ইয়াছমিন চারটি সন্তানের মা হতে যাচ্ছে। সেই খবর আমাকে নতুন আশার আলো দেখিয়েছিল। আমি দূরে প্রবাসে থাকলেও হৃদয়ে সেই মুহূর্তগুলো বারবার জেগে উঠছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—যে আনন্দ আমাদের পরিবারে এসেছিল একসাথে, তা মাত্র দুই দিনের ব্যবধানে চিরতরে থেমে গেল।

20/06/2025

রামু থানা পুলিশের অভিযান : অ 'স্ত্র সহ কলিম ডাকাত আটক

20/06/2025

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ

20/06/2025

ক্ষে*প*না*স্ত্র ছুড়লেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ।

20/06/2025

কারাগারেই সেই ইডেন ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

20/06/2025

গাজায় শি'শু'দের উপর স'হিং'সতা, জাতিসংঘের কালো তালিকায় ই'স'রা'য়েলি বাহিনী

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when X News এক্স নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to X News এক্স নিউজ:

Share