অদৃশ্য মানব

অদৃশ্য মানব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অদৃশ্য মানব, Media/News Company, Moheshkhali Pourashva, Moheshkhali Cox'sBaza, Cox's Bazar.

বেইমান কখনো অনুতপ্ত হয় না!
21/06/2025

বেইমান কখনো অনুতপ্ত হয় না!

এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচ...
20/06/2025

এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।"

এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।

ধরুন, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা।

তারা ভাবল, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না!

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।

আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে।

উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registant against this Drugs in the subcontinent'' অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম।

টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা।

রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin, Cefixime, Cefuroxime অথবা Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।

চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

“৫টি আপেল ২ জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে —কিন্তু শর্ত হলো, আপেল কাটা যাবে না!”
19/06/2025

“৫টি আপেল ২ জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে —
কিন্তু শর্ত হলো, আপেল কাটা যাবে না!”

18/06/2025

বাবাদের ক্ষ-ম-তা থাকলে হয়তো সন্তানকে জান্নাতেও বেড়াতে নিয়ে যেত 🙂
18/06/2025

বাবাদের ক্ষ-ম-তা থাকলে হয়তো সন্তানকে জান্নাতেও বেড়াতে নিয়ে যেত 🙂

17/06/2025

আল্লাহর দেওয়া অপরূপ সৌন্দর্য্যের লিলাভূমি

কিছু রাস্তা তোমাকে একাই চলতে হবে,না থাকবে তোমার পরিবার,না থাকবে তোমার বন্ধু,শুধু থাকবে তুমি আর তোমার ছায়া।       " এটাই...
17/06/2025

কিছু রাস্তা
তোমাকে একাই চলতে হবে,
না থাকবে তোমার পরিবার,
না থাকবে তোমার বন্ধু,
শুধু থাকবে তুমি আর তোমার ছায়া।

" এটাই জীবন " 😔🥀

তুমি বল,আমার সালাত, আমার কু*রবানি, আমার জীবন ও মৃ*ত্যু সবই আল্লাহর জন্য।(সূরা আন'আম : ১৬২)
16/06/2025

তুমি বল,
আমার সালাত, আমার কু*রবানি, আমার জীবন ও মৃ*ত্যু সবই আল্লাহর জন্য।

(সূরা আন'আম : ১৬২)

কেউ রাতে টিপে ,কেউ গভীর রাতে টিপে কেউ দিনে টিপে ,কেউ সকালে টিপে প্রশ্ন হল কি টিপে
14/06/2025

কেউ রাতে টিপে ,কেউ গভীর রাতে টিপে কেউ দিনে টিপে ,কেউ সকালে টিপে

প্রশ্ন হল কি টিপে

04/06/2025
📘 Excel-এর আরও ১০০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)১. Alt → মেনু অপশন সক্রিয় করে কীবোর্ডে ন্যাভিগেট করার সুযো...
03/06/2025

📘 Excel-এর আরও ১০০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)

১. Alt → মেনু অপশন সক্রিয় করে কীবোর্ডে ন্যাভিগেট করার সুযোগ দেয়।
২. Alt + F → ফাইল মেনু খুলবে।
৩. Alt + E → এডিট মেনু খুলবে (পুরাতন সংস্করণে)।
৪. Alt + V → ভিউ মেনু খুলবে।
৫. Ctrl + Shift + F → ফন্ট পরিবর্তনের অপশন খুলবে।
৬. Ctrl + Shift + P → ফন্ট সাইজ পরিবর্তন অপশন।
৭. Ctrl + Shift + > → ফন্ট সাইজ বাড়াবে।
৮. Ctrl + Shift + < → ফন্ট সাইজ কমাবে।
৯. Ctrl + B → সিলেক্ট করা লেখা Bold করবে।
১০. Ctrl + I → Italic করবে।

১১. Ctrl + U → Underline করবে।
১২. Ctrl + 5 → স্ট্রাইকথ্রু প্রয়োগ করবে।
১৩. Ctrl + Shift + & → বর্ডার অ্যাপ্লাই করবে।
১৪. Ctrl + Shift + _ → বর্ডার রিমুভ করবে।
১৫. Ctrl + T → টেবিল তৈরি করবে নির্বাচিত ডেটা দিয়ে।
১৬. Ctrl + N → নতুন Excel ফাইল খুলবে।
১৭. Ctrl + O → বিদ্যমান ফাইল ওপেন করবে।
১৮. Ctrl + S → বর্তমান ফাইল সেভ করবে।
১৯. Ctrl + P → প্রিন্ট অপশন খুলবে।
২০. Ctrl + F → ফাইন্ড অপশন চালু করবে।

২১. Ctrl + H → ফাইন্ড ও রিপ্লেস উইন্ডো খুলবে।
২২. Ctrl + G → নির্দিষ্ট সেলে দ্রুত যাবে।
২৩. Ctrl + Z → পূর্ববর্তী কাজ Undo করবে।
২৪. Ctrl + Y → Undo করা কাজ Redo করবে।
২৫. Ctrl + Arrow Twice → তথ্যের শেষে এবং এক্সেলের শেষ সীমায় যাবে।
২৬. Ctrl + Shift + "*" → নির্বাচিত ডেটার চারপাশের এলাকা সিলেক্ট করবে।
২৭. Ctrl + Alt + L → রিফ্রেশ ফিল্টার ডেটা।
২৮. Ctrl + Shift + Tab → পূর্ববর্তী এক্সেল উইন্ডোতে যাবে।
২৯. Ctrl + W → বর্তমান উইন্ডো বন্ধ করবে।
৩০. Ctrl + F4 → Excel ফাইল বন্ধ করবে।

৩১. Alt + F4 → সম্পূর্ণ Excel অ্যাপ্লিকেশন বন্ধ করবে।
৩২. F1 → সাহায্য (Help) উইন্ডো খুলবে।
৩৩. F7 → বানান পরীক্ষা চালাবে।
৩৪. F11 → চার্ট তৈরি করবে নির্বাচিত ডেটা থেকে।
৩৫. Ctrl + Alt + F1 → নতুন ওয়ার্কবুক খুলবে।
৩৬. Shift + F2 → সেলের জন্য নোট (Comment) যোগ করবে।
৩৭. Shift + Delete → নির্বাচিত রো/কলাম দ্রুত কেটে দেবে।
৩৮. Ctrl + Insert → কপি (Copy)।
৩৯. Shift + Insert → পেস্ট (Paste)।
৪০. Shift + F3 → ফাংশন ইনসার্ট ডায়ালগ খুলবে।

৪১. Ctrl + Shift + ~ → জেনারেল ফরম্যাটে ফিরিয়ে আনবে।
৪২. Ctrl + Shift + & → বর্ডার অ্যাপ্লাই করবে (Repetition Avoid)।
৪৩. Ctrl + Shift + - → বর্ডার রিমুভ করবে।
৪৪. Ctrl + Alt + T → Table Design অপশন চালু করবে।
৪৫. Ctrl + Shift + E → ফ্ল্যাশ ফিল চালু হবে (Excel 2013+)।
৪৬. Alt + F8 → Macro চালু বা তৈরি করবে।
৪৭. Alt + F11 → VBA Editor খুলবে।
৪৮. Ctrl + ` → ফর্মুলা মোড চালু/বন্ধ (রিপিট এড়ানো হয়েছে)।
৪৯. Ctrl + Shift + " → উপরের সেলের মান কপি (রিপিট এড়ানো হয়েছে)।
৫০. Ctrl + Alt + Shift + F9 → সমস্ত ফর্মুলা পুনরায় ক্যালকুলেট করবে।

৫১. Alt + H + D + R → রো ডিলিট করবে।
৫২. Alt + H + D + C → কলাম ডিলিট করবে।
৫৩. Alt + H + D + S → সেল ডিলিট অপশন চালু করবে।
৫৪. Alt + H + I + R → নতুন রো ইনসার্ট করবে।
৫৫. Alt + H + I + C → নতুন কলাম ইনসার্ট করবে।
৫৬. Alt + W + F + F → ফ্রিজ প্যান চালু/বন্ধ করবে।
৫৭. Alt + W + S → স্প্লিট অপশন চালু করবে।
৫৮. Alt + W + L → গ্রিডলাইন চালু/বন্ধ করবে।
৫৯. Alt + A + R → Remove Duplicates অপশন চালু করবে।
৬০. Alt + A + G → Group অপশন চালু করবে।

৬১. Alt + A + U → Ungroup অপশন চালু করবে।
৬২. Alt + A + V → Data Validation চালু করবে।
৬৩. Alt + D + F + F → অটো ফিল্টার চালু/বন্ধ।
৬৪. Ctrl + Alt + Shift + S → Sort অপশন চালু।
৬৫. Ctrl + Alt + Shift + V → Paste Values Only।
৬৬. Ctrl + Shift + ↑ + ↓ → বড় রেঞ্জ একসাথে সিলেক্ট করবে।
৬৭. Ctrl + Shift + ← + → → কলাম রেঞ্জ সিলেক্ট করবে।
৬৮. Ctrl + Alt + Shift + T → Table থেকে টোটাল যোগ করবে।
৬৯. Ctrl + Shift + Enter → Array ফর্মুলা ইনপুট করবে।
৭০. Ctrl + Backspace → সক্রিয় সেলটিকে স্ক্রল করবে।

৭১. Ctrl + End → সর্বশেষ ব্যবহারকৃত সেলে যাবে।
৭২. Ctrl + Home → A1 সেলে যাবে।
৭৩. Ctrl + Shift + End → ডেটা শেষ পর্যন্ত সিলেক্ট করবে।
৭৪. Ctrl + Shift + Home → শুরু থেকে বর্তমান সেল পর্যন্ত সিলেক্ট।
৭৫. Ctrl + Alt + K → Conditional Formatting চালু।
৭৬. Alt + H + L → Data Validation থেকে Drop-down list।
৭৭. Alt + R + C → Protect Sheet অপশন।
৭৮. Alt + R + P → Protect Workbook।
৭৯. Alt + H + M + U → Merge করে Uncenter করবে।
৮০. Alt + H + H → সেল Fill Color দিবে।

৮১. Alt + P + S + P → Page Setup অপশন।
৮২. Alt + P + O → Page Orientation পরিবর্তন।
৮৩. Alt + P + M → Margins পরিবর্তন।
৮৪. Alt + P + A → স্কেল টু ফিট অপশন।
৮৫. Alt + P + B → Page Break প্রিভিউ।
৮৬. Alt + N + S + H → Histogram চার্ট।
৮৭. Alt + N + D → Doughnut চার্ট।
৮৮. Alt + N + Q → Combo Chart।
৮৯. Alt + N + F → Funnel Chart।
৯০. Ctrl + E → Flash Fill চালু (Excel 2013+)।

৯১. Ctrl + Alt + = → SUM ফাংশন Insert।
৯২. Ctrl + Alt + Shift + T → Table Tools চালু।
৯৩. Ctrl + Alt + Shift + M → Comment Pane চালু।
৯৪. Alt + W + I → Page Break Insert।
৯৫. Ctrl + Shift + ^ → Scientific Format (রিপিট এড়ানো হয়েছে)।
৯৬. Alt + Shift + Right Arrow → Group তৈরি।
৯৭. Alt + Shift + Left Arrow → Ungroup তৈরি।
৯৮. Alt + D + L → Data Validation ডায়ালগ।
৯৯. Alt + Shift + F1 → নতুন Worksheet ইনসার্ট।
১০০. Ctrl + Shift + K → Pivot Table রিফ্রেশ।

✅ আপনার কতটি শর্টকাট জানা ছিল? কমেন্টে লিখে জানান!
📥 শেয়ার করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে!
✍️ আরও শর্টকাট পেতে লিখুন "Excel Shortcut"।

“এই গরমে পানিতে বসে গাছপাড়া  ডাব খাওয়াও একটা  শিল্প “বিঃ দ্রঃ :  ছবিতে ডাবটি খেয়ে শরীর টা ঠান্ডা করেছে পরিমনি আর আশপাশের...
03/06/2025

“এই গরমে পানিতে বসে গাছপাড়া ডাব খাওয়াও একটা শিল্প “
বিঃ দ্রঃ : ছবিতে ডাবটি খেয়ে শরীর টা ঠান্ডা করেছে পরিমনি আর আশপাশের পরিবেশটা .. 🔥

Address

Moheshkhali Pourashva, Moheshkhali Cox'sBaza
Cox's Bazar
4710

Website

Alerts

Be the first to know and let us send you an email when অদৃশ্য মানব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share