ভব ঘুরে

ভব ঘুরে ভব ঘুরে

🚀 MS Excel-এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ) শিখে রাখুন, সময় বাঁচবে! কাজে লাগবে ১০০%!১️⃣ Ctrl + Arrow Ke...
12/07/2025

🚀 MS Excel-এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ) শিখে রাখুন, সময় বাঁচবে! কাজে লাগবে ১০০%!
১️⃣ Ctrl + Arrow Key → তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত চলে যাবে।
২️⃣ Ctrl + Shift + Arrow Key → তথ্যসহ একাধিক সেল একসাথে সিলেক্ট হবে।
৩️⃣ Ctrl + Page Up/Page Down → এক ওয়ার্কশিট থেকে অন্য ওয়ার্কশিটে দ্রুত যাওয়া যাবে।
৪️⃣ Ctrl + ` (Grave Accent) → সেলে ফর্মুলা থাকলে তা দৃশ্যমান হবে।
৫️⃣ Ctrl + Shift + “+” → নতুন সেল, রো বা কলাম যুক্ত করবে।



🧹 ডিলিট, হাইড ও আনহাইড:

৬️⃣ Ctrl + “-” → নির্বাচিত সেল/রো/কলাম ডিলিট করবে।
৭️⃣ Ctrl + 9 → নির্বাচিত রো হাইড করে ফেলবে।
৮️⃣ Ctrl + 0 → নির্বাচিত কলাম হাইড করে ফেলবে।
৯️⃣ Ctrl + Shift + ( → হাইড করা রো আনহাইড হবে।
🔟 Ctrl + Shift + ) → হাইড করা কলাম আনহাইড হবে।



➕ গাণিতিক ও ডেটা ইনপুট:

1️⃣1️⃣ Alt + = → AutoSum দিয়ে সংখ্যার যোগফল বের করবে।
1️⃣2️⃣ F2 → সেল এডিট করার জন্য সরাসরি কার্সর যাবে।
1️⃣3️⃣ Shift + Space → পুরো রো সিলেক্ট হবে।
1️⃣4️⃣ Ctrl + Space → পুরো কলাম সিলেক্ট হবে।
1️⃣5️⃣ Ctrl + Shift + L → ফিল্টার চালু/বন্ধ করবে।



📅 তারিখ, সময় ও ফরম্যাটিং:

1️⃣6️⃣ Ctrl + ; → বর্তমান তারিখ সেলে যোগ করবে।
1️⃣7️⃣ Ctrl + Shift + : → বর্তমান সময় সেলে ইনসার্ট করবে।
1️⃣8️⃣ Ctrl + 1 → Format Cells ডায়ালগ খুলবে।
1️⃣9️⃣ Ctrl + K → হাইপারলিংক যুক্ত করার অপশন আসবে।
2️⃣0️⃣ Ctrl + Shift + “ → উপরের সেলের মান নিচের সেলে কপি হবে।



🔄 ডেটা রিপ্লিকেশন ও এন্ট্রি:

2️⃣1️⃣ Ctrl + D → উপরের সেলের ডেটা নিচে কপি করবে।
2️⃣2️⃣ Ctrl + R → বাম পাশের ডেটা ডানে কপি করবে।
2️⃣3️⃣ Alt + Enter → একই সেলে নতুন লাইন তৈরি হবে।
2️⃣4️⃣ F4 → ফর্মুলায় সেল রেফারেন্স ($) লক/আনলক করবে।
2️⃣5️⃣ Shift + F11 → নতুন একটি ওয়ার্কশিট তৈরি করবে।



🪟 উইন্ডো ও ওয়ার্কবুক নিয়ন্ত্রণ:

2️⃣6️⃣ Ctrl + Tab → এক্সেলের এক উইন্ডো থেকে আরেকটিতে যাবে।
2️⃣7️⃣ Ctrl + Shift + Tab → পূর্বের উইন্ডোতে ফিরে যাবে।
2️⃣8️⃣ Ctrl + Shift + $ → Currency ফরম্যাটে রূপান্তর।
2️⃣9️⃣ Ctrl + Shift + % → Percent ফরম্যাট প্রয়োগ করবে।
3️⃣0️⃣ Ctrl + Shift + # → Date ফরম্যাট প্রয়োগ করবে।



📊 ডেটা ফরম্যাট ও প্রেজেন্টেশন:

3️⃣1️⃣ Ctrl + Shift + @ → Time ফরম্যাট প্রয়োগ।
3️⃣2️⃣ Ctrl + Shift + ^ → Scientific ফরম্যাট প্রয়োগ।
3️⃣3️⃣ Ctrl + Shift + ! → সাধারণ সংখ্যা ফরম্যাট প্রয়োগ।
3️⃣4️⃣ Ctrl + Alt + V → Paste Special এর জন্য ডায়ালগ খুলবে।
3️⃣5️⃣ Ctrl + Shift + U → ফর্মুলা বার বড়/ছোট করবে।



⚙️ এক্সেল টুলস ও অপশন:

3️⃣6️⃣ Ctrl + Q → Quick Analysis টুল চালু হবে।
3️⃣7️⃣ Alt + H + O + I → কলামের প্রস্থ অটো ফিট হবে।
3️⃣8️⃣ Alt + H + O + A → রো উচ্চতা অটো ফিট হবে।
3️⃣9️⃣ Alt + H + M + C → সেল Merge এবং Center হবে।
4️⃣0️⃣ Alt + H + B → বর্ডার যুক্ত করবে।



🎨 ফর্মুলা, ফন্ট ও চার্ট:

4️⃣1️⃣ Alt + H + F + C → ফন্ট কালার পরিবর্তন করবে।
4️⃣2️⃣ Alt + A + T → টেক্সট টু কলাম অপশন চালু।
4️⃣3️⃣ Alt + N + V → Pivot Table যুক্ত হবে।
4️⃣4️⃣ Alt + N + C → Column Chart যুক্ত করবে।
4️⃣5️⃣ Alt + M + R → রিসেন্ট ব্যবহৃত ফাংশন দেখাবে।



🔍 উন্নত কার্যক্রম ও হিসাব:

4️⃣6️⃣ Alt + M + F → Insert Function ডায়ালগ খুলবে।
4️⃣7️⃣ Ctrl + Shift + ↑/↓ → একসাথে অনেক রো সিলেক্ট হবে।
4️⃣8️⃣ Ctrl + Shift + Tab → পূর্বের ওয়ার্কবুক ট্যাবে যাবে।
4️⃣9️⃣ Ctrl + Alt + F9 → সব ফর্মুলা নতুন করে হিসাব করবে।
5️⃣0️⃣ Esc → যেকোনো চলমান কাজ বা কমান্ড বন্ধ করবে।



🛎️ পোস্টের শেষে যুক্ত করার মতো লাইন:

🔔 আপনার কতটি শর্টকাট আগে থেকেই জানা ছিল? নিচে কমেন্টে লিখুন!
💾 পোস্টটি শেয়ার করে রাখুন, কাজে লাগবে নিশ্চিত!
📚 এমন আরও শর্টকাট পেতে কমেন্ট করুন — “Shortcut” লিখে।

09/07/2025
একজন অজ্ঞাত মহিলাকে বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় পাওয়া গেছে। তিনি নিজের নাম, ঠিকানা কিংবা কোনো মোবাইল ...
03/07/2025

একজন অজ্ঞাত মহিলাকে বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় পাওয়া গেছে। তিনি নিজের নাম, ঠিকানা কিংবা কোনো মোবাইল নম্বর কিছুই ঠিকভাবে বলতে পারছেন না। তার আচরণ ও কথাবার্তা থেকে ধারণা করা যাচ্ছে, হয়তো তিনি মানসিকভাবে অসুস্থ।

মহিলাকে কতক্ষণ সেখানে নিরাপদে রাখা যাবে, তা নিশ্চিত নয়। তাই দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। যদি কেউ তাকে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

মানবিক দিক বিবেচনায় সবাইকে অনুরোধ, পোস্টটি শেয়ার করে মহিলাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগে সহযোগিতা করুন।

23/06/2025

ইরা/নের মি/সা/ইল হাম/লাতে বাংলাদেশী এক তরুণ যুবকের মৃ/ত্যু।
ছবি কমেন্টে..…

23/06/2025

সকল মধ্যপ্রাচ্যেরের প্রবাসী ভাই বোনদের কে অনুরোধ আপনারা যে যে দেশেই আছেন সেখানে আশেপাশে কোন আমেরিকান মিলিটারি বেইজ থাকলে সেই এরিয়া এড়িয়ে চলুন।

23/06/2025

সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

23/06/2025

বাহরাইন এর Air Space যে কোন সময় বন্ধ ঘোষণা করতে পারে।

তাদের ATC থেকে সকল দেশে বার্তা পাঠিয়েছে তাদের দেশের দিকে আগত Flight গুলো Delay করার জন্য।

23/06/2025

কাতারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নোটঃ কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

23/06/2025

নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান।

23/06/2025

কাতার দাবী করেছে তারা ইরান আমেরিকার মিলিটারি বেইজ এ মারা মিসাইল সফল ভাবে Intercept করেছে।

23/06/2025

সৌদি আরবের বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান Takeoff করতে দেখা গেছে।

18/06/2025

রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম!🙃
অপরপাশ থেকে দেখি বউ আমার দিকে তাকিয়ে আছে।😒
বিয়ের সবে মাত্র ৭ দিন হলো।
বউকে বললাম তুমি কি ফেসবুক চালাও?
বউ- হ্যাঁ অনেক আগে থেকেই চালাই।

আমার ফোনটা তার হাতে দিয়ে বললাম তোমার আইডি সার্চ দিয়ে বের করো দুজনে ফ্রেন্ড হই তারপর Got a Married ষ্ট্যাটাস দেই।😊

ওরে সর্বনাস,, ফ্রেন্ড হতে গিয়ে দেখি আমরা ২০১৫ সাল থেকে একে অপরের ফ্রেন্ড লিষ্টে আছি। এ দেখে বউ আমার দিকে আমি বউয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি বললাম যাইহোক বাদ দাও মাঝে মাঝে হয় এরকম।😐

"অথচ বাসর রাতে তার কাছে কতো ভালোই না সাজলাম"। সালার ইমেজটাই নষ্ট হয়ে গেলো। আর রিলেশনশিপ ষ্ট্যাটাস দেওয়া হলো না। বউয়ের মনটা কেমন জানি খারাপ হয়ে গেলো, জানিনা কেন! দুজনেই ঘুমিয়ে গেলাম।😜

বিকেলে ফ্রেন্ডদের সাথে গেলাম আড্ডা দিতে। তাদের সাথে গল্প করছি সিগারেট খাচ্ছি আর ফেসবুক নিউজফিড স্ক্রল করতেছি, এর মধ্যেই ম্যাসেঞ্জারে পটাং শব্দে চ্যাট হ্যাডে চোখ পড়তেই দেখলাম বউয়ের ম্যাসেজ🙄

বলতেছে, কোথায় আছো বাসায় আসবা কখন? রিপ্লাই দিলাম একটু পরেই আসতেছি।
রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে দুজনে গল্প করতেছি আর অনুভব করতেছি বউয়ের মনটা কেমন জানি ভারী ভারী লাগতেছে। 😴

আমি জিগাইলাম কি হইছে?
বউ তার ফোন টা আমার হাতে দিয়ে বলল এসব কি?😒

ফোনটা হাতে নিয়ে দেখি টিনের চালে কাক আমিতো অবাক। ২০১৫ সালে তারে ম্যাসেঞ্জারে অনেক ম্যাসেজ দিয়েছিলাম পটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম সব ম্যাসেজ দেখাচ্ছে।😥

অথচ তার সাথে যাবতীয় ম্যাসেজ এর Conversation আমার ওখানে থেকে সেই কবেই ডিলেট করেছিলাম আমার নিজেরই কিছু মনে নাই।
বউ আমার হাত থেকে আমার ফোন টা নিয়ে ম্যাসেঞ্জার ঘাটাঘাটি শুরু করে দিলো😔

১ ঘন্টা পর কিছু না পেয়ে বলে আমার সাথে যেমন কথা বলার সব Conversation ডিলেট করে দিয়েছো, বিয়ের আগে আরো যতো মাইয়ার সাথে Conversation ছিলো সব ডিলেট করে দিয়েছো?😒

এই বলে ফোন টা আমার দিকে ছুঁড়ে মা'রে আর ফোন টা আমার নাকে এসে লাগে, অনুভব করলাম নাকে কিছু বের হচ্ছে হাত দিয়ে মুছে লাইট জ্বালিয়ে দেখি🙄

প্রচুর র'ক্ত বের হচ্ছে র'*ক্ত দেখে আমি আগে থেকেই ভয় পাই, র'ক্ত দেখা মাত্রই আল্লাহ গো বলে চিৎকার করে উঠে বসে পড়ি।😓

আমার চি*ৎকার শুনে রুমমেট ৩ জন লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে কি হইছে কি হইছে?
এ দুঃস্বপ্নের কথা কি আর রুমমেট কে বলা যায়!😐
আই এম তো হতাশ 🥴
Page: Taobah—التوبه

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভব ঘুরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share