ভব ঘুরে

ভব ঘুরে ভব ঘুরে

কোন কোন এলাকার দখল কোন কোন রাজার হাতে ছিল? ব্রিটিশরা ভারতের পুরো দখল নেওয়ার আগে ১৭৬৪ সালে  ? ১৭৬৪ সাল ভারতের ইতিহাসে অত...
21/10/2025

কোন কোন এলাকার দখল কোন কোন রাজার হাতে ছিল? ব্রিটিশরা ভারতের পুরো দখল নেওয়ার আগে ১৭৬৪ সালে ?
১৭৬৪ সাল ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর — বিশেষ করে বক্সারের যুদ্ধএর কারণে। এই সময় ভারতে একদিকে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল, অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল। নিচে ১৭৬৪ সালে ভারতের প্রধান রাজারা ও তাদের রাজ্য বা অঞ্চলগুলোর বর্ণনা দেওয়া হলো 👇
---
🏰 উত্তর ভারত
1. শাহ আলম দ্বিতীয় (Mughal Emperor)

রাজধানী: দিল্লি (তবে কার্যত শক্তি কম)

নিয়ন্ত্রণাধীন অঞ্চল: নামমাত্রভাবে উত্তর ভারত, কিন্তু আসল শাসন বিভিন্ন নবাব ও রাজাদের হাতে ছিল।

2. শুজাউদ্দৌলা (Shuja-ud-Daula)

পদবী: আওধ (অযোধ্যা/লখনউ) নবাব

অঞ্চল: পূর্ব উত্তর প্রদেশ, লখনউ, ফৈজাবাদ

বক্সারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে।

3. মির কাসিম (Mir Qasim)

পদবী: বাংলা-বিহারের নবাব (প্রাক্তন নবাব)

অঞ্চল: বিহার ও বাংলা (পূর্বতন নবাবি এলাকা)

১৭৬৪ সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু পরাজিত হন।
---
🌾 পূর্ব ভারত

4. বাংলা (Bengal)

নবাব: নামমাত্র মির কাসিম (পরে মির জাফরকে ব্রিটিশরা পুনঃনিয়োগ করে)

অঞ্চল: বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ও বিহারের কিছু অংশ

বাস্তব ক্ষমতা: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে
---
🐘 মধ্য ও পশ্চিম ভারত

5. মরাঠা সাম্রাজ্য (Maratha Empire)

পেশওয়া: মাধবরাও প্রথম (Madhav Rao I)

রাজধানী: পুনে

অঞ্চল: মহারাষ্ট্র, মধ্য ভারত, গুজরাটের কিছু অংশ, ও দক্ষিণের কিছু এলাকা

এই সময় মরাঠারা আবার শক্তি ফিরে পাচ্ছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) পর।
6. রাজপুত রাজ্যগুলি

প্রধান রাজ্য: জয়পুর, যোধপুর, উদয়পুর, বিকানির ইত্যাদি

শাসক: রাজপুত রাজারা (স্বাধীন কিন্তু মুঘল প্রভাবাধীন)

অঞ্চল: বর্তমান রাজস্থান
---
🌄 দক্ষিণ ভারত

7. মাইসোর রাজ্য (Mysore Kingdom)

রাজা: হায়দার আলি (Hyder Ali)

অঞ্চল: কর্ণাটক, মাইসোর, মাদুরাইয়ের কিছু অংশ

শক্তিশালী সামরিক নেতা, পরে ইংরেজদের বড় প্রতিদ্বন্দ্বী হন।
8. নিজাম (Hyderabad Nizam)

শাসক: নিজাম আলী খান (Nizam Ali Khan)

অঞ্চল: হায়দরাবাদ, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশের কিছু অংশ
9. ত্রাবাঙ্কোর (Travancore Kingdom)

রাজা: মার্থান্ড ভার্মা (পরে ধর্ম রাজা)

অঞ্চল: দক্ষিণ কেরালা

শক্তিশালী ও স্বাধীন রাজ্য ছিল।
---
⚔️ মূল ঐতিহাসিক প্রেক্ষাপট (১৭৬৪ সালের ঘটনা)

বক্সারের যুদ্ধ (Battle of Buxar):
লড়াই হয় মির কাসিম (বাংলা), শুজাউদ্দৌলা (আওধ), ও শাহ আলম দ্বিতীয় (মুঘল সম্রাট) বনাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
➤ ফলাফল: ব্রিটিশ বিজয়।
➤ পরিণাম: ১৭৬৫ সালে আল্লাহাবাদ চুক্তি অনুযায়ী ব্রিটিশরা বাংলা, বিহার ও উড়িষ্যার “দেওয়ানি অধিকার” (রাজস্ব আদায়ের অধিকার) পায়।

📡 ২৫ পয়সা কলরেট + মেয়াদবিহীন ইন্টারনেট!দীর্ঘ সময় পর চমকপ্রদ অফার নিয়ে আবার ফিরছে সিটিসেল!প্রশ্ন হলো – এই অফার দিয়ে ক...
16/10/2025

📡 ২৫ পয়সা কলরেট + মেয়াদবিহীন ইন্টারনেট!
দীর্ঘ সময় পর চমকপ্রদ অফার নিয়ে আবার ফিরছে সিটিসেল!

প্রশ্ন হলো – এই অফার দিয়ে কি সিটিসেল বাজারে টিকে থাকতে পারবে? 🤔

05/10/2025

(১) রকেটে চড়ছিলেন ১৯৯০
(২) ইংলেন্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেস্ট টিচার ১৯৯০
(৩) জাতীয় ফুটবলার ১৯৯০
(৪) ইংল্যান্ড মসজিদের খতিব ১৯৯০
(৫) রানীর বাসায় দাওয়াত ১৯৯০
(৬) মসজিদের ইমাম ইন্টারভিউ ১৯৯০
(৭) ভারত গিয়ে পাদ্রির সাথে তর্কে ফাস্ট হয়ে ছিলেন ১৯৯০
(৮) আমেরিকায় কুরআন প্রতিযোগিতা ১৯৯০
(৯) আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে ছিল ১৯৯০
(১০) ব্যাটমিন্টনের শিরোপা জয়ী ১৯৯o
(১১)ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে ১৯৯০
১৯৯০ সাল কে আন্তর্জাতিক রকেট দিবস হিসেবে পালন করা হোক!

চাপাবাজী উপদেষ্টা ৯০ তে জন্ম ৯০ তে মৃত্যু, সালার চাপাবাজী তে ফেসবুকে আসতে পারি না। 😂😂😂😂😂😂

21/09/2025

গণভোট চলছে
জাতীয় সংসদ নির্বাচনে পি আর পদ্ধতিতে হোক আপনি কি চান-হ্যাঁ/না

আগামীর প্রধানমন্ত্রী কাকে চান?
13/09/2025

আগামীর প্রধানমন্ত্রী কাকে চান?

আফা।🐸
07/09/2025

আফা।🐸

নূর নবী ( সাঃ) এর নগন্য এই উম্মতের ছোট্টো  প্রশ্ন, উনারা কি আসলেই আওলাদে রাসূল? প্রায় প্রতিবছর এইসময়ে উনারা বাংলাদেশে আস...
05/09/2025

নূর নবী ( সাঃ) এর নগন্য এই উম্মতের ছোট্টো প্রশ্ন, উনারা কি আসলেই আওলাদে রাসূল? প্রায় প্রতিবছর এইসময়ে উনারা বাংলাদেশে আসেন। তাদের নিজ দেশে এদিন কোন কর্মসূচিতে উপস্থিত থাকতে হয় না তাদের?

আরেকটা বিষয়, নবীজির মহব্বতে মিছিল করতে কষ্ট করে বাংলাদেশে আসতে পারেন। আরেকটু কষ্ট করে দাড়িটুকু রাখতে পারেন না?

নবীজির এক অবুঝ উম্মতের এ প্রশ্নখানা তাদের কোন অনুসারীর মনে জাগ্রত হয় না?

জবাবে তারা কী বলেন?

(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

এইডা কে বানাইল?
04/09/2025

এইডা কে বানাইল?

02/09/2025

আপনি সেই না...🙄
যে কারেন্ট আর ইন্টারনেট না থাকলে গ্যালারির ছবি আর ভিডিও দেখেন। তাও ফোন ছাড়েন না!😂

02/09/2025
02/09/2025

স্নাতক পাস ছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নয়, গেজেট প্রকাশ

এই হলো আওলাদে রাসূল
02/09/2025

এই হলো আওলাদে রাসূল

Address

Chittagong
Cox's Bazar
4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভব ঘুরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share