চেরাগ টিভি

চেরাগ টিভি চেরাগ টিভি

23/10/2025

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সমসাময়িক উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত।

দেশে-বিদেশে মানবতার ফেরিওয়ালা শামসুল আলম মানবিক ফাউন্ডেশন--------------------------------------------------------------...
20/10/2025

দেশে-বিদেশে মানবতার ফেরিওয়ালা
শামসুল আলম মানবিক ফাউন্ডেশন
------------------------------------------------------------------------------
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার লেখা ও জনপ্রিয় কন্ঠ শিল্পি মান্না দের কণ্ঠে গাওয়া গানটি অনেকের কণ্ঠে শোনা গেলেও আসলে বাস্তবে আমরা কে কতটা মানুষের জন্য মানব সেবায় কাজ করতে পেরেছি এমন প্রশ্ন থেকেই যায়।

গায়কের কণ্ঠে গাওয়া এই গানটির বাস্তব রুপ দিয়েছে
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত পল্লী পোকখালী ইউপির পশ্চিম গোমাতলী গ্রামের সন্তান শামসুল আলম। তিনি পেশায় প্রবাসী ব্যবসায়ী। বাবা মৃত আবদুল করিম। ৩ কন্যা ২ পুত্র সন্তানের জনক তিনি। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে এসএসসি ও কলেজ থেকে পাড়ি জমান সৌদি আরবে। ছোটবেলা থেকেই শামসুল আলম ছিলেন নম্র-ভদ্র, বিনয়ী একজন মানুষ। পেশাগত কাজের ফাঁকে একটু সময় পেলেই তিনি আত্নমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন।

তিনি তার রোজগারের অর্ধেক ততা একাংশ অর্থ বিলিয়ে দেন অনাহারী অর্থহীন গরীব দুঃখী অসহায় হতদরিদ্র এতিম ভিখারি পথশিশুদের মাঝে। তিনি এ পর্যন্ত একাধারে বিনা স্বার্থে এলাকার সমাজের নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে সর্বদাই বিনয়ের সাথে সেবা প্রধান করে আসছেন। এলাকার মানুষের সেবাদান করার জন্য শামসুল আলম মানবিক ফাউন্ডেশন নামে একটি মানবিক সামাজিক কল্যাণকর সেবামূলক সংগঠন গড়ে তোলেন তিনি।

তাছাড়া যে সকল প্রবাসী প্রবাসে কাজ না থাকায় খাওয়া ও রুম ভাড়া দিতে সমস্যায় পড়ছেন তাদেরকে তিনি গোপনে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি দুনিয়াবি কোন স্বার্থের জন্য নয়, একমাত্র মালিকের সন্তুষ্টির জন্য, মহান প্রভুর নৈকট্য লাভের আশায় সেবা প্রধান করে থাকেন। তিনি একজন মানবিক সমাজসেবক। যার কারনে সৎ, সহজ, সরল, স্বভাবের নিরহংকারী ন্যায়নীতিবান পরোপকারী মানুষের ভালবাসার শ্রদ্ধার পাত্র।

ফাউন্ডেশনের ঈদগাঁও উপজেলা সমন্বয়কারী মোঃ শাহজান বলেন, প্রবাসী শামসুল আলম বাস্তবে মানবতার ফেরিওয়ালা ও মানবিক মানুষ। যার উছিলায় হতদরিদ্র পরিবারের মুখে হাসিফুটে। বর্তমানে তিনি উপজেলার অসহায় হতদরিদ্র, অর্থহীন অভাবী অনাহারী মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। গেলবার উপজেলা নির্বাচন করে তিনি সাধারণ মানুষের অকুন্ঠ সমর্থন পেয়েছেন। প্রকৃতপক্ষে তিনি একজন সমাজসেবক মানবিক সৎ ও সহজ সরল নিশ্বার্থ ব্যাক্তি। আমরা তাঁর মতো দানশীল ব্যক্তি দেখিনি। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লেখা হচ্ছে তা অনভিপ্রেত। এরপরও তিনি ঈদগাঁও উপজেলাবাসীর পাশে আছেন এবং থাকবেন সকলের মনিকোঠায়।

প্রবাসী দেলোয়ার হোসেন বলেন, সামশুল আলম ক্ষমতার অপব্যাবহার করে কিংবা সরকারের বরাদ্দের টাকায় রাজনীতি করেনি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা কিংবা সরকারি টিআর বা কাবিখা কিংবা বিচারের নামে টাকা জমা নিয়ে রাজনীতি করে তিনি সেবক হননি। যতটুকু সম্ভব নিজের অর্থ দিয়ে ঈদগাঁও উপজেলার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং উপজেলার সাধারণ জনতার হৃদয়ে স্থান পেয়েছেন। যতই মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানো হোক না কেন, দলমত নির্বিশেষে উপজেলার সাধারন মানুষ থেকে তাকে আলাদা করা যাবেনা।

মাওলানা ইয়াছিন হাবিব বলেন, আমার জানামতে তিনি একজন সৎ-ন্যায়নীতিবান ও নিরহংকারী মানুষ।
তিনি যখনি কোন এতীম অসহায় হতদরিদ্র গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান তখন তিনি নিঃস্বার্থভাবে সহযোগিতা করে থাকেন। তিনি একমাত্র মালিকের নৈকট্য লাভের জন্য দান করেন। তিনি অনেকদিন ধরে
অসহায় হতদরিদ্র দুঃখী মানুষ, মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান সহ দ্বীনি সকল কাজেই সবচেয়ে বেশি ভুমিকা রাখেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন সবসময়ই তাকে নেক হায়াত ও সুস্থ রাখেন, আর মানুষের পাশে দাঁড়িয়ে সর্বদাই সেবা করতে পারেন।

মানবতার কান্ডারী, রেমিট্যান্স যুদ্ধা সৌদি আরব প্রবাসী শামসুল আলম বলেন, আমার খুব ভাল লাগে এসব মানুষের সেবা করতে পেরে। যারা আমার কাছে আসে, আমি তাদেরকে হতাশ করি না। সাধ্যমতো সাহায্যে সহযোগিতা করার চেষ্টা করি। এতে আমার আত্না প্রশান্তি লাভ করে। মুলতঃ আমি দান সদকা-সাহায্য সহযোগিতা করে শান্তি পাই। ভবিষ্যতে ঈদগাঁও উপজেলার গরীব অসহায় মানুষের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান করতে সকলের সহযোগিতা চাই, ইনশাআল্লাহ।
সেলিম উদ্দিন, সভাপতি -ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব।
২০/১০/২০২৫ খ্রি.

19/10/2025

সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর সংবাদ সম্মেলন।
গুলশান থেকে সরাসরি....

18/10/2025

শিল্প এলাকা ইসলামপুরে লবণ বোঝাই ট্রাক উল্টে খাদে।

18/10/2025

খুটাখালীতে সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ মানুষ।

কিশলয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প
17/10/2025

কিশলয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

16/10/2025

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে সাবেক সংসদ লুৎফুর রহমান কাজল।

15/10/2025

ঈদগাঁওয়ে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের নানা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত।

13/10/2025

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় আগুনে পুড়ে ৩ বসতবাড়ি ছাই।

13/10/2025

৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র-
ঈদগাঁওয়ে ওঠান বৈঠক আলহাজ্ব লুৎফর রহমান কাজল।

12/10/2025

চৌফলদণ্ডী ইউনিয়ন বিএনপির ওঠান বৈঠকে জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সদর-রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

নারী উদ্যোক্তাদের ৩ দিনের পণ্য মেলা------------------------------------------------------------------------নারী উদ্যোক্ত...
12/10/2025

নারী উদ্যোক্তাদের ৩ দিনের পণ্য মেলা
------------------------------------------------------------------------
নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোসহ তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণ পাড়ায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) দুপুরে ক্ষুদ্র উদ্যোগ খুটাখালী আয়োজিত এ মেলা প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ফিরোজ আহমদ, ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মাওলানা শাহাব উদ্দিন আরমান, মোহাম্মদুল হক ও মোঃ ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বলেন, এ ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবেন। নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন।

প্রথমবারের মত আয়োজিত এ মেলায় ইউনিয়নের ডজনাধিক নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে। মেলায় থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের ১০টি স্টল বসছে। মেলার প্রথম দিন দেখা গেছে দর্শনার্থীদের ভিড়।

জান্নাত বস্ত্র বিতানের উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসা এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজের ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছে।

ক্ষুদ্র উদ্যোগ এর তসলিমা আকতার বলেন, আমি ৬ হাজার ১ শত টাকা দিয়ে প্রথম কাপড়ের ব্যবসা শুরু করেছিলাম। ৬ বছরে এখন আমার পুঁজি ৬০ হাজার টাকার ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়।

কেক হাউস খুটাখালীর ছালেহা জান্নাত বলেন, আমাদের নারীরা অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়েছেন। এর সংখ্যা দিন দিন বাড়ছে। নারীরা উৎসাহিত হচ্ছেন, বর্তমানে শতাধিক নারী এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। যাদের বেশিরভাগ নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত।
নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা বলেন, ৮ মাস পুর্বে ৩৫ হাজার টাকা নিয়ে প্রথম ব্যবসা শুরু করি। এখন আমার পুঁজি ৬০ হাজা টাকা। আমার হাউজে কর্মসংস্থান হয়েছে আরও ২ নারীর।

চুড়িওয়ালী দোকানের শিক্ষার্থী ইশরাত জামিল বৃষ্টি বলেন, ১ বছর ধরে অনলাইনে ব্যবসা শুরু করেছি। সফলতা পেয়েছি শতভাগ।
হাসিন কেক হাউসের হালিমা খতুন বলেন, তার নিজস্ব পার্লার রয়েছে। পাশাপাশি ৪ বছর ধরে ১ ছেলে নিয়ে শুরু করেছেন কেকের ব্যবসা। তার মুলধন ছিল ৭০ হাজার টাকা। বর্তমানে ৩ লাখ টাকা পুঁজি দাঁড়িয়েছে।

মেলায় আগত কয়েকজন দর্শনার্থী জানালেন, মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি।

চাকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, নারীদের এমন উদ্যোগ সত্যিই অনেক প্রশংনীয়। পাশাপাশি তাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। তারা যাতে কোনো রকম প্রতারিত না হয়, সে জন্য প্রশাসন তাদের সার্বিক সহযোগীতা করবে।
১২/১০/২০২৫ খ্রি.

Address

Eidgaon
Cox's Bazar
4702

Alerts

Be the first to know and let us send you an email when চেরাগ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চেরাগ টিভি:

Share

Category