02/07/2023
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহি নয়না পরিবারের পারিবারিক সংগঠন "নয়না পরিবার ট্রাষ্ট" এর ঈদ পরবর্তী মিলন মেলার আয়োজন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীলের লক্ষে নতুন কমিটি অনুমোদন সম্পন্ন:
গতকাল রাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নয়না পরিবার ট্রাষ্ট কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী মু্ক্ত আলোচনা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও অন্যান্য বিষয় ভিত্তি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন ট্রাষ্টের সম্মানীত সভাপতি জনাব হাসান মুরাদ আনাচ এবং সঞ্চালনায় ছিলের অত্র ট্রাষ্টের সাধারণ সম্পাদক জনাব নেজাম উদ্দিন শাওন। প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিবারের গর্ব, অত্র ট্রাষ্টের সম্মানিত উপদেষ্টা, চৌফলদন্ডী ইউনিয়নের অভিভাবক জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান। উক্ত বৈঠকে ট্রাষ্টের সাংগঠনিক কার্যক্রম গতিশীলের লক্ষে উপস্থিত সকলের মধ্যে উম্মূক্ত আলোচনা, মতামত ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত ছিলেন জনাব শাহাজাহান মনির (প্রধান উপদেষ্টা), নুরুল আবছার, নুরুল হামিদ, মোজাফফর আহমদ, মোহাম্মদ শহিদুল্লাহ, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, মিজানুর রহমান, জিয়াবুল হক রাসেল, আমান উল্লাহ জমান, শাহিন উদ্দিন, এহেছান উল্লাহ, মেজবাহ উদ্দিন রুবেল, জহিরুল হক লোটাস, জুবাইর মাহমুদ, এড: মনির আজাদ জুয়েল, নাছির উদ্দিন লিমন, জহির রায়হান, মোহাম্মদ সোহেল, নেজাম উদ্দিন শাওন, জামশেদুল ইসলাম, ইসমাম হোছাইন, নাছের উদ্দিন, মোহাম্মদ জুসেফ, সিরাজুল মোস্তফা তুহিন, আলিফ নুর লিপনান, সায়েম মোহাম্মদ ফাহিম, মাহিম বিন হেলাল।
সকলের সর্বসম্মতিক্রমে আগামী ০১(এক) বছরের জন্য অনুমোদিত কমিটি:
উপদেষ্টা মণ্ডলীবৃন্দ: ১. বীর মুক্তিযোদ্ধা এড আবুল কালাম আজাদ, ২. নুরুন নবী, ৩. শাহাজাহান মুনির, ৪. জিয়াবুল হক রাসেল, ৫. রাশেদুল কবির।
পরিচালনা কমিটি: ১. জনাব হাসান মুরাদ আনাচ (সভাপতি), ২. জনাব নেজাম উদ্দিন (সাধারণ সম্পাদক) ৩. জনাব হেলাল উদ্দিন (সাংগঠনিক সম্পাদক) ০৪. মেজবাহ উদ্দিন রুবেল(সাংগঠনিক সম্পাদক -২), ০৫. জনাব ইসমাম হোছাইন (প্রচার সম্পাদক), ০৬. জনাব জামশেদুল ইসলাম (দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক), ০৭. জনাব এনাম উল্লাহ (প্রবাসী ও যোগাযোগ বিষয়ক সম্পাদক)।
নির্বাহী সদস্যবৃন্দ: রায়হান উদ্দীন, জুবাইর মাহমুদ, মোহাম্মদ শিমুল হোছাইন ।