KF MEDIA

KF MEDIA Hi, This is MEDIA. I'm a blogger I've a YouTube channel please follow me.
(1)

08/11/2025

যাকে কোন দিন ছিনতাম না,
তার জন্য আজ কতো মায়া😢

শুভ সকাল🌼
08/11/2025

শুভ সকাল🌼

07/11/2025

তুমাকে কষ্ট দিয়েছি।
কিন্তু কষ্ট পাচ্ছি আমি।

ভালোবাসা এমন,কখনো উচ্ছ্বাসে উড়ে যায়, কখনো হঠাৎ ঝড় ওঠে;মারামারি হয় কথায়, রাগ লাগে নজরে, ভাঙ্গে ভাঙে মনে।তবু সব কিছুর মধ্য...
07/11/2025

ভালোবাসা এমন,
কখনো উচ্ছ্বাসে উড়ে যায়, কখনো হঠাৎ ঝড় ওঠে;
মারামারি হয় কথায়, রাগ লাগে নজরে, ভাঙ্গে ভাঙে মনে।
তবু সব কিছুর মধ্যে একটাই সত্য —
আমি দাঁড়িয়ে আছি তোমার পাশে, বারবার বলি: তোমাকে, তোমাকে ভালোবাসি।

ভালোবাসা দুর্বল নয়, তা নরম নয়—এটা কাঁদে, লড়ে, মেরামত করে, আবার বিশ্বাস করে।
রাগগুলো মুছে যাবে, কষ্টগুলো মিলিয়ে যাবে; না হলে কেন প্রতিবারই ফিরে আসে সেই অচেনা শান্তি — তোমার আ কাশা চোখে।
তাই রাগ থাকুক, তর্ক থাকুক, মুখের কোণে তীব্রতা থাকুক — আমি তোমাকে ভালোবাসি, আর তাই চাই খুশি থাকো।

জীবন কখনো সহজ নয়, সহজ করে নিতে হয়… জীবন আসলে কখনোই মসৃণ পথে চলে না। কখনো বাধা আসে, কখনো মন ভেঙে যায়, কখনো মানুষ বদলে ...
07/11/2025

জীবন কখনো সহজ নয়, সহজ করে নিতে হয়…

জীবন আসলে কখনোই মসৃণ পথে চলে না। কখনো বাধা আসে, কখনো মন ভেঙে যায়, কখনো মানুষ বদলে যায়। কিন্তু জীবন থেমে থাকে না চলতে থাকে তার নিজের ছন্দে।

আমরাই ঠিক করি, সেই ছন্দটা কেমন হবে। কেউ কষ্টে ভেঙে পড়ে, আবার কেউ সেই কষ্টকেই হাসিতে বদলে ফেলে। তাই তো বলে, জীবন কখনো সহজ নয়, সহজ করে নিতে হয়।

হয়তো সবকিছু আমাদের ইচ্ছেমতো হয় না, কিন্তু মনটা যদি শান্ত থাকে, চিন্তাগুলো যদি ইতিবাচক হয় তখনই কঠিন পথও সহজ মনে হয়।

নিজের ভেতরের শক্তিটাকে বিশ্বাস করো, জীবন তখনই সুন্দর হয়ে উঠবে। 💫

#জীবন #ইতিবাচকতা #প্রেরণা ালো_থাকুক

ভালোবাসলে কি মানুষ কষ্ট পায়?হ্যাঁ, ভালোবাসলে মানুষ কষ্ট পায়,  কিন্তু কেন পায়, সেটা নির্ভর করে ভালোবাসার গভীরতা আর প্রত্য...
06/11/2025

ভালোবাসলে কি মানুষ কষ্ট পায়?
হ্যাঁ, ভালোবাসলে মানুষ কষ্ট পায়, কিন্তু কেন পায়, সেটা নির্ভর করে ভালোবাসার গভীরতা আর প্রত্যাশার উপর।

ভালোবাসা আসলে এক ধরনের আবেগের বিনিয়োগ। যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন তার প্রতি আমাদের আশা, ভরসা, স্বপ্ন সব কিছু জড়িয়ে যায়। যদি সেই মানুষটা দূরে চলে যায়, অবহেলা করে, বা সময় না দেয়, তখন সেই আবেগই কষ্টে রূপ নেয়।

তবে সব কষ্ট খারাপ না। অনেক সময় এই কষ্টই প্রমাণ করে যে ভালোবাসাটা সত্যি ছিল। 🌹

কেউ একবার বলেছিল,
“যে ভালোবাসে, সে কষ্ট পায় না, সে অনুভব করে, বেঁচে থাকে।

06/11/2025

দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুনে শ্রেষ্ঠ ।

হৃদয়ের ঠিকানারোদেলা আর রিফাতের গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে দেখা, তারপর ধীরে ধীরে কথাবা...
06/11/2025

হৃদয়ের ঠিকানা

রোদেলা আর রিফাতের গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে দেখা, তারপর ধীরে ধীরে কথাবার্তা। রোদেলার হাসিটা ছিল এমন, যেটা একবার দেখলে মনে থেকে যায়। আর রিফাত? সে ছিল চুপচাপ, কিন্তু তার চোখে ছিল এক ধরনের নিশ্চুপ ভালোবাসা।

প্রথমদিকে তারা শুধু বন্ধু ছিল। নোট দেওয়া, প্রজেক্টে সাহায্য করা, ক্যান্টিনে একসাথে চা খাওয়া — সবকিছুই ছিল এক বন্ধুত্বের সীমার মধ্যে। কিন্তু একদিন বৃষ্টির দুপুরে, ক্লাস ফাঁকি দিয়ে দু’জন একসাথে বসেছিল ক্যাম্পাসের পুরোনো গাছটার নিচে। রোদেলা হালকা ভিজে গিয়েছিল, চুল থেকে পানি পড়ছিল টিপ টিপ করে। সেই মুহূর্তে রিফাতের মনে হয়েছিল— এই মেয়েটাকেই সে সারাজীবন আগলে রাখতে চায়।

সে দিন রিফাত কিছু বলেনি, শুধু মনে মনে প্রতিজ্ঞা করেছিল — “একদিন বলব, খুব সুন্দরভাবে বলব।”

সময় গড়িয়ে যায়। বিশ্ববিদ্যালয় শেষ হয়, জীবনের ব্যস্ততা বাড়ে। কিন্তু অনুভূতির রঙটা কখনো মলিন হয়নি। এক সন্ধ্যায়, নদীর ধারে দাঁড়িয়ে রিফাত বলেছিল,
“রোদেলা, আমি তোমার জন্য একটা ঠিকানা বানাতে চাই— যেখানে শুধু আমরা দুজন থাকবো, আমাদের ভালোবাসা থাকবে।”

রোদেলা একটু হাসল, বলল— “ঠিকানা শুধু বানালে হবে না রিফাত, সেটা যত্নে রাখতে হবে সারাজীবন।”

রিফাতের চোখে জল টলমল করছিল, বলল—
“তুমি থাকলেই যত্ন থাকবে, ভালোবাসা থাকবে, জীবন থাকবে।”

সেই দিন থেকেই তাদের ভালোবাসা পেয়েছিল এক চিরন্তন নাম—
‘হৃদয়ের ঠিকানা।’

Address

Cox's Bazar
4750

Alerts

Be the first to know and let us send you an email when KF MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KF MEDIA:

Share