KF MEDIA

KF MEDIA Hi, This is MEDIA. I'm a blogger I've a YouTube channel please follow me.
(1)

13/10/2025

আজকে হতভাগা দিবস😀

13/10/2025

তুমি আসবা বলে অপেক্ষাকৃত।

13/10/2025
13/10/2025

আইডি কার্ড করতে এত ভুল কেমনে করে কম্পিউটার অপারেটরেরা?

13/10/2025

মনটা যে উরু উরু করে এ ব্যাথা জানাই তোমাকে তুমি শুধু ব্যাস্ত দেখাও কাছে ডাকো না আমাকে।
😀😀😀😀

13/10/2025

সেফুদা আমাদের মাঝে ফিরে আসতেছে😀😀😀

13/10/2025

Good Morning

13/10/2025

সকাল সকাল রো*হি*ঙ্গার বা**ল ছিড়ার জন্য চলে যেতে হচ্ছে😁

কি একটা লাইফ😀😀

ভালো কাজ করতে গেলে বাধা❌ আসবেই। সমাজ বিনির্মাণের কাজে যারা এগিয়ে আসে, তাদেরকেই সবাই দোষারোপ করতে থাকে।অন্যায়ের বিরুদ্ধে ...
12/10/2025

ভালো কাজ করতে গেলে বাধা❌ আসবেই।

সমাজ বিনির্মাণের কাজে যারা এগিয়ে আসে, তাদেরকেই সবাই দোষারোপ করতে থাকে।
অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বলে,
নিজে কি খুব ভালো?

ভালো কিছু করতে গেলে বলে, তুমি কি খুব সাধু!
আসলে মানুষ ভালো কাজের প্রশংসা করতে জানে না, বরং ত্রুটি খুঁজতে বেশি ভালোবাসে।

কেন এমন হয়?
কারণ মানুষের অন্তরে শয়তান ঘুরে বেড়ায়।
যখন কেউ ভালো কিছু করতে চায়, তখন শয়তান চুপ করে থাকে না।
সে মানুষের মনের মধ্যে ঢুকে সন্দেহ জাগায়, অন্যদের মুখ দিয়ে কটূ কথা বলায়, আর চেষ্টা করে যেন সেই মানুষটা হতাশ হয়ে যায়, থেমে যায়।😎

আমি অনেক সময় ভেবেছি ভালো কাজ করতে গিয়ে এত দোষ, এত বাধা, এত কথা কেন শুনতে হয়!
তারপর বুঝেছি, এটাই তো আসল পরীক্ষা।☝️
যেখানে অন্যরা কটূ কথা বলে, সেখানে যারা স্থির থাকে, তারাই আসলে সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনের যোদ্ধা।💪

ভালো কাজের পথে চলা মানেই লড়াই
নিজের দুর্বলতার সঙ্গে, অন্যের ভুল বোঝাবুঝির সঙ্গে, আর সমাজের চোখ রাঙানির সঙ্গে।
তবুও আমি থামব না। কারণ আমি জানি,
যে পথে আলোর সন্ধান মেলে, সে পথে কাঁটা থাকবেই।👍

তুমি যদি সত্যি কিছু ভালো করতে চাও, মনে রেখো☝️
মানুষ প্রথমে হাসবে, পরে সন্দেহ করবে,
আর শেষে তোমার কাজটাই তাদের মুখ বন্ধ করবে।

তাই অভিযোগে কান দিও না, মনোবল হারিয়ো না।
ভালো কাজের প্রতিটি পদক্ষেপেই আছে একেকটি সওয়াব, একেকটি আলো।💥

KF MEDIA

12/10/2025

১৫ বছরের রাজা,
২০ বছরের সাজা,
পাতি নেতারা এত লাফালাফি করছো কি জন্য, তুর অস্তিত্ব খুজে পাবি।

12/10/2025

শুভ দিনের শুরু🌼

Address

Cox's Bazar
4750

Alerts

Be the first to know and let us send you an email when KF MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KF MEDIA:

Share