তাকওয়া মিডিয়া

তাকওয়া মিডিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাকওয়া মিডিয়া, Digital creator, Cox's Bazar.

কাকারা উলামা ত্বোলাবার দীপ্তপ্রাণ সংগঠন " কাকারা নুরুল হিদায়া পাঠাগার,'র ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ...
18/06/2025

কাকারা উলামা ত্বোলাবার দীপ্তপ্রাণ সংগঠন " কাকারা নুরুল হিদায়া পাঠাগার,'র ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌟

💠 আহবায়ক: মাওলানা জাহেদ বিন শহীদ
💠 সদস্য সচিব: মুহাম্মদ মোর্শেদুল ইসলাম

নতুন দায়িত্বপ্রাপ্তদের জন্য রইল শুভকামনা—
“সত্যের সন্ধানে, জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক চারদিকে।”

#কাকারা_নুরুল_হিদায়া_পাঠাগার #নতুন_কমিটি #তাক‌ওয়া_মিডিয়া #জ্ঞানই_শক্তি #সত্যের_সন্ধানে

08/05/2025

মা'হাদ আল-হিদায়া চকরিয়া'র বার্ষিক মাহফিলে সমাপনী অধিবেশনে কোরআন তেলাওয়াত করছেন---

হাফেজ মুহাম্মদ মোর্শেদুল ইসলাম
সদস্য, আল-হিদায়া ফাউন্ডেশন।

চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন আল হিদায়া ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পরিচালিত মা'হাদ আল-হিদায়া চকরিয়া র বার্ষিক সভা...
02/05/2025

চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন
আল হিদায়া ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পরিচালিত
মা'হাদ আল-হিদায়া চকরিয়া র বার্ষিক সভা চলমান।

চোখ রাখুন তাকওয়া মিডিয়ায়...
02/05/2025

চোখ রাখুন তাকওয়া মিডিয়ায়...

প্রাণপ্রিয় দ্বীনি বিদ্যাপীঠ — “ মা'হাদ আল-হিদায়া চকরিয়া”।যেখানে তাওহিদের আলো আর নবুয়তের শিক্ষা হৃদয়ে ধারণ করেএকদল নিবে...
30/04/2025

প্রাণপ্রিয় দ্বীনি বিদ্যাপীঠ — “ মা'হাদ আল-হিদায়া চকরিয়া”।
যেখানে তাওহিদের আলো আর নবুয়তের শিক্ষা হৃদয়ে ধারণ করে
একদল নিবেদিতপ্রাণ তরুণ উলামায়ে কেরাম গড়ে তুলেছেন এক দীপ্তিময় আলোর মিনার—
“মা'হাদ আল-হিদায়া চকরিয়া”।
এই প্রতিষ্ঠান শুধু একটি মাদ্রাসা নয়, বরং তা এক আশার আলো,
একটি পথনির্দেশক দীপ্ত যাত্রা— অবহেলিত সমাজের হৃদয়ের গহীনে যার জাগরণ।

মেধা, শ্রম, অর্থ ও দুআর সমন্বয়ে
যার ভিত্তি গড়া হয়েছে আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের খেদমতের পবিত্র উদ্দেশ্যে।
আজ তা পরিণত হয়েছে এক পরিপূর্ণ দ্বীনি মারকাজে,
যেখানে গড়ে উঠবে আলেমে দ্বীন, হাফেজে কুরআন ও আদর্শ ইসলামী প্রজন্ম।

আমরা মা'হাদের তরুণ সৈনিকরা,
আপনাদের দোয়া ও সহমর্মিতাকে সঙ্গী করে আল্লাহর রাহে এ দীপ্ত পথচলায় অবিচল।
আপনাদের আন্তরিক ভালোবাসা, দোয়া ও অংশগ্রহণের মাধ্যমে
ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান ছড়িয়ে দেবে দ্বীনের আলো আরও বহু দূর পর্যন্ত।

এই পবিত্র যাত্রার এক অপূর্ব মুহূর্তে,
আগামী ০২ মে ২০২৫, শুক্রবার,
আমাদের প্রিয় মা'হাদ আল-হিদায়ার কুরআনের বাগানে,
আপনাকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো বিশেষ আমন্ত্রণ।

এসে অংশ নিন কুরআনের খুশবুতে ভরপুর একটি আলোকিত আয়োজনে,
হোন সাক্ষী এক নতুন সূর্যোদয়ের।

---দোয়া কামণায়---
মুহাম্মদ মোর্শেদুল ইসলাম
পরিচালক
তাক‌ওয়া মিডিয়া

11/04/2025

মার্চ ফর গাজা — একতা, ঈমান ও মানবতার ডাক

আগামীকাল, শনিবার ১২ এপ্রিল ২০২৫, বিকাল ৩টায়, ঢাকার শাহবাগ থেকে শুরু হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশ — মার্চ ফর গাজা।

এই সমাবেশে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, খেলোয়াড়, ছাত্র-শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ — দল-মত নির্বিশেষে।

একজন মুসলিম হিসেবে, এক্ষণে আমাদের ঈমানী দায়িত্ব হলো এই যুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা। আল্লাহ তাআলা বলেন:
"তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না।"
(সূরা আলে ইমরান: ১০৩)

আমাদের পথ, মত, মাজহাব যাই হোক না কেন, আমরা একটিই পরিচয়ে ঐক্যবদ্ধ — আমরা মুসলিম। আর মুসলিম উম্মাহর ওপর চলছে এক নির্মম গণহত্যা। ফিলিস্তিনে যা ঘটছে, তা কেবল ফিলিস্তিনিদের নয় — আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধ।

আল্লাহ বলেন:
"তোমরা উত্তম জাতি, মানুষের কল্যাণে নিযুক্ত; তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো।"
(সূরা আলে ইমরান: ১১০)

যদি সরাসরি যুদ্ধ করতে না পারি, তাহলে অন্তত তাদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে — এটাই আমাদের ঈমানের দাবি।

তাই আসুন, সকলে মিলিত হই এই মহাসমাবেশে। আপনার উপস্থিতিই হবে এক প্রতিবাদ, এক প্রতিরোধ, এক প্রেরণা।

যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না, তারা অন্তত দোআ ও সমর্থনের মাধ্যমে এই উদ্যোগকে সফল করার চেষ্টা করুন।

গাজার জন্য, উম্মাহর জন্য, ঈমানের জন্য —
চলুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, এক হই গাজার পক্ষে।

27/03/2025

আজকে উত্তর কাঞ্চনা ফকির পাড়া শাহী জামে মসজিদের ফোরকানিয়ায় অনুষ্ঠিত হয় হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা।
ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স এর একাংশ।♥️

19/03/2025

তারাবির নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত ♥️
(১১তম তারাবীহ )

_হাফেজ মুহাম্মদ মোর্শেদুল ইসলাম
( Mohammad Morshedul Islam )

📌 ফকির পাড়া শাহী জামে মসজিদ
উত্তর কাঞ্চনা, সাতকানিয়া, চট্টগ্রাম।

11/03/2025

সুমধুর কন্ঠে এশার নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত ♥️

মাওলানা মুফতি আজিম সাহেব হাফি.
ইমাম ও খতিব
ফকির পাড়া শাহী জামে মসজিদ
উত্তর কাঞ্চনা, সাতকানিয়া, চট্টগ্রাম।

11/03/2025

তারাবির নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত ♥️
(১০ তম তারাবীহ )
সূরা ইবরাহীম

_হাফেজ মুহাম্মদ তামিম ইকবাল

📌 ফকির পাড়া শাহী জামে মসজিদ
উত্তর কাঞ্চনা, ফুলতলা, সাতকানিয়া, চট্টগ্রাম।

11/03/2025

তারাবির নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত ♥️
(১০ তম তারাবীহ )
সূরা ইউসুফ ৫৩-৮৪ নং আয়াত

_হাফেজ মুহাম্মদ মোর্শেদুল ইসলাম
( Mohammad Morshedul Islam )

📌 ফকির পাড়া শাহী জামে মসজিদ
উত্তর কাঞ্চনা, ফুলতলা, সাতকানিয়া, চট্টগ্রাম।

Address

Cox's Bazar
4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাকওয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share