11/04/2025
মার্চ ফর গাজা — একতা, ঈমান ও মানবতার ডাক
আগামীকাল, শনিবার ১২ এপ্রিল ২০২৫, বিকাল ৩টায়, ঢাকার শাহবাগ থেকে শুরু হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশ — মার্চ ফর গাজা।
এই সমাবেশে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, খেলোয়াড়, ছাত্র-শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ — দল-মত নির্বিশেষে।
একজন মুসলিম হিসেবে, এক্ষণে আমাদের ঈমানী দায়িত্ব হলো এই যুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা। আল্লাহ তাআলা বলেন:
"তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না।"
(সূরা আলে ইমরান: ১০৩)
আমাদের পথ, মত, মাজহাব যাই হোক না কেন, আমরা একটিই পরিচয়ে ঐক্যবদ্ধ — আমরা মুসলিম। আর মুসলিম উম্মাহর ওপর চলছে এক নির্মম গণহত্যা। ফিলিস্তিনে যা ঘটছে, তা কেবল ফিলিস্তিনিদের নয় — আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধ।
আল্লাহ বলেন:
"তোমরা উত্তম জাতি, মানুষের কল্যাণে নিযুক্ত; তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো।"
(সূরা আলে ইমরান: ১১০)
যদি সরাসরি যুদ্ধ করতে না পারি, তাহলে অন্তত তাদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে — এটাই আমাদের ঈমানের দাবি।
তাই আসুন, সকলে মিলিত হই এই মহাসমাবেশে। আপনার উপস্থিতিই হবে এক প্রতিবাদ, এক প্রতিরোধ, এক প্রেরণা।
যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না, তারা অন্তত দোআ ও সমর্থনের মাধ্যমে এই উদ্যোগকে সফল করার চেষ্টা করুন।
গাজার জন্য, উম্মাহর জন্য, ঈমানের জন্য —
চলুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, এক হই গাজার পক্ষে।