Cox's Bazar crush and confession

Cox's Bazar crush and confession আপনার ভালোবাসা মানুষকে confession দেন। না বলা ভালোবাসা, এখন বলে দেন।
একবার পোষ্ট করলে, পরে আর ডিলিট করা সম্ভব না, পোষ্ট একবার গ্রহণ যোগ্য বিবেচিত হবে,,

20/10/2025

আশ্চর্য! মেয়েটা মোটা হয়ে গেল কেন?

20/10/2025

বিদেশ থেকে ফেরার পর আপনার ভাতিজা/ভাতিজি/ভাগ্নে/ভাগ্নিকে আইরিশ স্প্রিং/ইম্পেরিয়াল লেদার সাবান উপহার দিন।

29/09/2025

জীবনটা HedaTantra এর মতোই চলতেছে, অফিসে বসে তাস খেলি আর জীবনের একমাত্র লক্ষ্য হইছে দিপ্তীর বুয়েটিয়ান বয়ফ্রেন্ডের মতো পুটুম্রা খাওয়া৷ আবার সভাপতির মতো লোনলি।

confession no 151 প্রিয় তামিম,আশা করি ভালো আছো। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন খুব ভিলেন ভিলেন লাগছিল। পরবর্তীতে আর তেমনট...
19/09/2025

confession no 151

প্রিয় তামিম,
আশা করি ভালো আছো। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন খুব ভিলেন ভিলেন লাগছিল। পরবর্তীতে আর তেমনটা মনে হয়নি,তুমি যেন নরম তুলার মত নরম । আমি প্রায় সময় তোমাকে খুঁজে বেড়াতাম কলেজে। ভেবেছিলাম একদিন কথা বলেই বসবো। কিন্তু তোমার যে কিছু লেওড়া মার্কা ফ্রেন্ড আছে সেটা তো জানতাম না। সেদিন তোমার ফ্রেন্ডকে দেখার পর মনে হল, যদি আমি ওর ল্যাওড়া ভেঙে দিতে পারতাম। আমার আত্মাটা শান্তি পেত। এরপর কিছুদিন পর আমার এক বাইনচোদ মার্কা বন্ধু বলল তুমি নাকি সিঙ্গেল। এরপর আমার মনে আবার আসা জাগলো। একটা কথা মন থেকে বলতে চাই তামিম, কলেজ জীবনে অনেক মেয়ে দেখলেও তোমার মতো কাউকে ভালো লাগেনা। তুমি কি আমার হবে তামিম?

12/09/2025

মাঝে মাঝে শেষবারের মত একটা বিয়ে করে জীবনটাকে তছনছ করে দিতে ইচ্ছে করে।।

10/09/2025

এক বড় ভাই ফোন দিয়ে বললেন, বল ভাই।

আমি কইলাম, কি বলবো ভাই?

উনি রেগে গিয়ে বললেন, ফোন দিসিলি তুই৷ তাই কলব্যাক করলাম।

আমি সরি বলে ফোন রেখে দিলাম৷ ভাবলাম, চাপ চুপ লাইগা ভুলে কল গেসে মনেহয়। পরে চেক করে দেখি, মাঙ্গের নাতিরে জুলাইয়ের আঠাশ তারিখ ফোন দিসিলাম, ধরেনাই৷ আর শ্লা আজকে ফোন দিয়া ফাপর নিতেসে।

আমার মনেহচ্ছে, বাজারে নতুন কোন মাদক এসেছে। যা সেবনের পর মানুষ টাইম এবং স্পেস আউলায় ফেলে।

31/08/2025

সকাল সকাল আমার ভ্যাসলিন, নারিকেল তেল এবং লোশনের কৌটা খালি করল কে? একটা সাবান পর্যন্ত নাই।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

29/08/2025

আর কিছুক্ষণের মধ্যেই দেশজুড়ে পাগলা কুত্তার ন্যায় ভাবগাম্ভীর্য ও আদব বজায় রাখার মাধ্যমে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র শুক্রবার রাত

19/08/2025

রাত ১২ টার পর আপনার জুয়াড়ি বন্ধুদের বিকাশে ১০০/৩০০/৫০০ টাকা দেওয়া থেকে বিরত থাকুন।

17/08/2025

দুই নম্বর লাকি স্ট্রাইক ও গোল্ডলিফ সুইচের ফিডব্যাক জানাবেন প্লিজ৷

17/08/2025

সুখের যে করুণ অবস্থা,

গাঁজা ছাড়া হাসাই মুশকিল।

14/08/2025

পিয়ার্সিং করা নিপল খাইলে মনেহয় পয়সা চুষতেসি -_-

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar crush and confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share