Cox's Bazar crush and confession

Cox's Bazar crush and confession আপনার ভালোবাসা মানুষকে confession দেন। না বলা ভালোবাসা, এখন বলে দেন।
একবার পোষ্ট করলে, পরে আর ডিলিট করা সম্ভব না, পোষ্ট একবার গ্রহণ যোগ্য বিবেচিত হবে,,

30/06/2025

গতকাল পরিচিত এক ছোট ব্রর সাথে দেখা হলো। জামালখান মোরে অবস্থিত এক শাউয়ার এজেন্সির কপি সুপারভাইজার সে। আফশোস করে বললো, বস, আইডিয়া পাইতেসি না৷ তাই পনেরো হাজার টাকার মাল খাইসি একটা দুইশো টাকা দামের টয়লেট ক্লিনারের টিভিসি'র স্ক্রিপ্ট লেখার লাইগা...

Confession no 150To: Subah ( আমার না বলা ভালো লাগা)From: নিরব একজন**"তোমাকে প্রথম দেখি কলেজের করিডোরে — সাদা-কালো ইউনিফর...
25/06/2025

Confession no 150

To: Subah ( আমার না বলা ভালো লাগা)
From: নিরব একজন

**"তোমাকে প্রথম দেখি কলেজের করিডোরে — সাদা-কালো ইউনিফর্মে, চোখে এক ধরনের নির্ভার ভাব। সেদিনটা আজো চোখে ভাসে। চারপাশে কত শত মুখ ছিল, কিন্তু জানো, আমার চোখ শুধু তোমাকেই খুঁজে নিয়েছিল। হয়তো সেটা প্রথম দেখায় ভালো লাগা ছিল না — বরং ছিল একটা অদ্ভুত টান, যা বোঝাতে পারি না।
তারপর দিন কেটে গেল। রুটিন অনুযায়ী ক্লাসে যাওয়া, ল্যাবে কাজ— সব কিছুর মাঝেই তুমি আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে গেলে। কোনোদিন ক্লাসে তোমাকে দেখেছি বইয়ে মুখ গুঁজে বসে থাকতে, কোনোদিন ক্যাম্পাসের বান্ধুবিদের সাথে ফুচকা খেতে, গ্যালারিতে বসে থাকতে, তুমি আর তোমার চঞ্চল চেহারাটাই বুকের মধ্যে হালকা কাঁপন তুলেছে।
তুমি কোনোদিন জানোনি — কেউ একজন ছিল, যে শুধু তোমার জন্য কলেজে যেতে ভালোবাসত। কেউ একজন ছিল, যে লাইব্রেরিতে যেতো তোমায় দেখার ছুতো খুঁজতে, অথচ সাহস করে কোনোদিন কথাটুকু বলেনি।
কলেজের পদ্মা গ্রুপে তোমার নাম অনেকবার খুজেছি। রুল মুখস্ত ছিলো তোমার। কিন্তু পাইনি তোমার নাম। তোমার ছবিখানা তোমার বান্ধুবির আইডি থেকে নিয়ে রেখেছিলাম। প্রিন্ট টা এখনো আমার বইয়ের ভাজে আছে। এরপর মাত্র কদিন আগে তোমার নাম সহ আইডি চোখে পড়ে। দেখেই কেমন চোখটা জুড়িয়ে গেলো। সারা কলেজ যাকে আড়ালে ভালোবেসেছি তাকে আজ জানিয়ে দিচ্ছি কারণ সামনে কোথায় যাব জানিনা কিন্তু তোমার প্রতি ভালোবাসা এখনো আগের মতোই আছে।
একবার অহিদ স্যারের ক্লাসে তোমাকে মঞ্চে নিয়ে গিয়ে স্যার প্রশ্ন করেছিলো। তোমার বলা প্রথম বাক্য আর কন্ঠের প্রেমে পড়তে এক মুহুর্ত ও লাগেনি। সেই থেকে তোমার কথার ধরণ শিখতে লাগলাম। কথার ভাবভঙ্গি থেকে শব্দ সব তোমার মতো করাতেই ভালো লাগতো।
তুমি হয়তো কখনো খেয়াল করোনি, কিন্তু আমি খেয়াল রেখেছি — তুমি কী রঙের চুড়ি পরো, তোমার খালি চোখের চশমাটা কেমন, ক্লাসে কোন বেঞ্চে বসতে তুমি পছন্দ করো, এমনকি বৃষ্টি হলে তোমার কেমন হাসিখুশি ভাব, এসব ছোট ছোট জিনিস আমায় অন্যরকম করে তুলেছিল। লাইব্রেরিতে তোমার সাহিত্য আর উপন্যাসের ভালোবাসা তোমার বই বাছাই দেখেই বুঝে গিয়েছিলাম। তখন থেকে নিজেকেই খুজে নিলাম এক সাহিত্যপ্রেমী রূপে। আজকের সব লিখন তার কিছু উদাহরণ। ☺️।
সময়ের ঢেউ চলে গেছে, কলেজ শেষ, জীবন নতুন দিকে এগিয়ে গেছে,কয়দিনে অনেক পরিশ্রমের বিনিময়ে পাওয়া পাবলিক জীবন শুরু হবে। জানিনা তুমি কোথায় আছো কি করছো। কিন্তু আজও যখন একা থাকি, বা হঠাৎ বৃষ্টি পড়ে — তোমার কথা খুব মনে পড়ে। মনে পড়ে সেই কলেজ বিল্ডিং, সেই করিডোর, আর সবচেয়ে বেশি — তোমার সেই নির্ভার চোখজোড়া।
তুমি এখন কোথায় আছো জানি না। কারও জীবনে সুখ হয়ে গেছো কিনা, জানি না। শুধু এটা জানিয়ে দিলাম কোনো এক ছেলেমানুষ এখনো তোমাকে ভালোবাসে — নিঃশব্দে, নিরবে… ঠিক সেই প্রথম দিনের মতো করে।
তুমি থাকো ভালো, আর যদি কোনো একদিন এই কথাগুলো তোমার কানে পৌঁছে যায়, তাহলে জেনে রেখো — ভালোবাসা সবসময় প্রকাশ পায় না, অনেক সময় তা মনে গেঁথে থাকে, চিরকাল।ঠিক যেমন তুমি আমার মনে গেঁথে আছো চিরদিন"💝
কখনো সম্ভব হলে দেখা করার অনুরোধ দিলাম। চা এর সাথে কিছু আড্ডা জমুক।❣️

23/06/2025

আস্তে আস্তে চেইনটা খুলে
হাতটা ভিতরে ঢুকিয়ে দিয়ে
বইটা বের করে পড়তে বস!
সামনে পরিক্ষা।

17/06/2025

HSC BATCH

confession 149Dear jamaii(toki),Bhalo achen? Obosshoi bhalo thakben, erokom handsome chele bhalo na theke pare naki👀. Ja...
16/06/2025

confession 149

Dear jamaii(toki),
Bhalo achen? Obosshoi bhalo thakben, erokom handsome chele bhalo na theke pare naki👀. Jai hok, dekhechilam tomake high school e, ekhon tumi onk boro hoye gecho. Amio onk boro hoye gechi, kintu amar bhalobasha ta thik ager moto, chotto nadush nudush tokir jonno ekhono ache. Hoyto amra classmates. Hoyto tumi chinoi nah amake, tate ki? Ami toh jani tomake.
I've got my biggest crush on you!
Er age confession deinai, tai janina hocche kina, but whatever! The thing is i love youu❤️

08/06/2025

গরুর মাংসের সাথে আবার ' মদ ' খাইস না

06/06/2025

যারা গাঞ্জা খেয়ে সবার সামনে পাগলামি করে, এরা মুলত ভন্ড গাঞ্জুটে। গাজা খেলে বরং মানুষ বেশি আত্মসম্মান বোধি হয়ে যাই। কারো কাছে ছোট হবার মতো কাজ করে না।🌸

Crush & Confession no 148হয়তো তুমি বুঝে গেছো… হেয়ার কাট করতে গিয়ে হঠাৎ তোমাকে প্রথম দেখি। তোমার লাল ওড়নায় মুখটা ছিল...
03/06/2025

Crush & Confession no 148

হয়তো তুমি বুঝে গেছো… হেয়ার কাট করতে গিয়ে হঠাৎ তোমাকে প্রথম দেখি। তোমার লাল ওড়নায় মুখটা ছিলো শান্ত, কিন্তু চোখে ছিলো একধরনের দৃঢ়তা। আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হয়নি… হয়তো সময়, হয়তো পরিস্থিতি।

তোমার ছবি এখনো আমার ফোনে আছে, বারবার দেখি… জানি হয়তো এটা বলা উচিৎ না, কিন্তু বলতেই হলো — আমি এখনো তোমাকে খুঁজছি। যদি তুমি কখনো এটা দেখো, যদি বুঝো আমি সেই লোকটা যে হেয়ার কাট করতে এসে তোমার দিকে চেয়ে ছিলো — প্লিজ একটা ছোট্ট ইঙ্গিত দিও। কারণ আমি এখন শুধু তোমাকে আবার একবার দেখতে চাই… কথা বলতে চাই… জানাতে চাই, তুমি আমার দিনটা বদলে দিয়েছিলে।

– এক অচেনা পরিচিত ❤️

02/06/2025

আলবদর লালবদর একাকার অবস্থা।
এই তুমি কে, আমি কে? লালবদর, আলবদর।

28/05/2025

আরেকবার কারেন্ট অফ করলে লোডশেডিং এর আঙ্কেলটা গে......×

27/05/2025

একের অধিক বয়ফ্রেন্ডবিহীন জীবন
আর আগুন ছাড়া ব্রি সেবন -
একই কথা

গতমাসে বাম্বল ডেটে গিয়ে আমার বস ধরা খেয়েছেন। এরপর থেকে তিনি খুব সাবধান। যাবতীয় ডেটে আমাকে সাথে নিয়ে যান। প্রথম আধঘণ্টা আ...
27/05/2025

গতমাসে বাম্বল ডেটে গিয়ে আমার বস ধরা খেয়েছেন। এরপর থেকে তিনি খুব সাবধান। যাবতীয় ডেটে আমাকে সাথে নিয়ে যান। প্রথম আধঘণ্টা আমাকে টেবিলে নিয়েই কথা বলেন। কারণ, পরিচিত কেউ দেখে ফেললে যেন বলতে পারেন যে এটা একটা অফিসিয়াল মিটিং কিংবা ইন্টারভিউ ছিলো।

আজ সকালে অফিসে ঢুকে এক কাপ কফিও খেতে পারিনি, বস প্রায় টেনে নিয়ে গাড়িতে বসিয়ে বললেন, চলেন, আজকে অনেক হট একটা মেয়ে আসবে।

আমি জিজ্ঞেস করলাম, বস, ওয়ার্কিং ডে’র সকাল নয়টায় কেউ ডেট করে?

উনি বললেন, কলেজ শুরু হয় আটটায়। ও কলেজ বাংক করে আসছে। বিকেল পর্যন্ত কোথায় বসে থাকবে?

হ্যাপিনেস ক্যাফেতে ঢুকে কলেজ ইউনিফর্ম পরিহিত মেয়ে খুঁজছিলাম। তারপর আবিষ্কার করলাম, আমি একটা চোদু। বসের ডেট কলেজ ইউনিফর্ম পরে আসেনি। তারপর ভাবলাম, চেঞ্জ করলো কোথায়? সেটারও উত্তর পেলাম একটু ভেবেই। যা পরেছে, সেটা পকেটে নিয়েই ঘোরা সম্ভব। কোনো এক ওয়াশরুমে ঢুকে পাল্টে ফেলা কোন ব্যাপারই না।

ডেটের প্রথম আধঘণ্টায় অনেককিছু জেনে ফেললাম। ওর বয়ফ্রেন্ড অনেক পজেসিভ। বসের কথা জানলে সমস্যা আছে। তাই রাতে ফোন দেওয়া যাবে না। উইকএন্ডে দেখা করতে চাইলে ঝামেলা হবে। উইকডেতে সর্বোচ্চ দুই দিন তিন ঘণ্টা করে সময় দিতে পারবে সে। কিছুক্ষণ পর বস চোখ দিয়ে ইশারা করলেন আমাকে। আমি কফি নিয়ে বাইরে এসে সিগারেট ধরালাম। ঠিক তখন খুব ল্যাবা-ছ্যাবা কাপড় পরিহিত এক তরুণ এসে জিজ্ঞেস করলো, ভাই, ভেতরে কি ইন্টারভিউ হচ্ছে?

পরবর্তী পাঁচ মিনিট সেই ছেলের সাথে কথা হলো। বাড়ি রাজারহাট। বুয়েটের সেকেন্ড ইয়ারে পড়ে। ওর গার্লফ্রেন্ডকে ইন্টারভিউ দিতে নিয়ে এসে অপেক্ষা করছে। আমি সিগারেট সাধলাম। বললো, সিগারেট খাই না।

জিজ্ঞেস করলাম, কতদিনের প্রেম?

মুচকি হেসে বললো, চার মাস।

খারাপ লাগলো। তাই জিজ্ঞেস করলাম, কফি খাবেন?

বললো, না। আমি চা-কফিও খাই না।

আমি বুঝতে পারলাম, এই ছেলের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে হোগাম্রা খাওয়া।

Address

Bangladesh
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar crush and confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share