Ukhiapratidin.com

Ukhiapratidin.com Ukhia Pratidin is the most read newspaper in Bangladesh. The online portal of Ukhia Pratidin is the most visited Bengali website in the world.

03/04/2023
কক্সবাজার পৌরসভা নির্বাচন জুন মাসের ১২ তারিখ
03/04/2023

কক্সবাজার পৌরসভা নির্বাচন জুন মাসের ১২ তারিখ

সিন্ডিকেটের কবলে হোপ ফাউন্ডেশন দূর্নীতি রন্দ্রে রন্দ্রে |নিজস্ব প্রতিবেদক। কক্সবাজার জেলায় কর্মরত "হোপ ফাউন্ডেশন" নামক এ...
02/04/2023

সিন্ডিকেটের কবলে হোপ ফাউন্ডেশন দূর্নীতি রন্দ্রে রন্দ্রে |

নিজস্ব প্রতিবেদক। কক্সবাজার জেলায় কর্মরত "হোপ ফাউন্ডেশন" নামক এনজিও সংস্থাটি স্বাস্থ্য খাতে ব্যাপক ভূমিকা রাখলেও ভেতরে ভেতরে যে দূর্নীতির শীর্ষ পর্যায়ে অবস্থান করছে তা উঠে এসেছে সম্প্রতি। সংস্থাটির বিষয়ে অনুসন্ধানে গিয়ে এমনই ভয়ংকর তথ্য বেরিয়ে এসেছে।

এ সংস্থাটির কর্ম এলাকা কক্সবাজার জেলায় গতো ৭ বছরে ধরে রোহিঙ্গা আসার পর থেকে ব্যাপক প্রসারে কাজ শুরু করে তারা। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক হাসপাতাল গড়ে তুলে বিদেশী দাতা গোষ্ঠীর আর্থিক অনুদান সংগ্রহ করে শুরু করে দূর্নীতি।

সংস্থার কর্ম পরিধি বাড়ানোর পাশাপাশি সংস্থার শীর্ষ স্থানীয় কর্তা ব্যক্তিরা শুরু করে নিয়োগ বাণিজ্য সহ, ঔষধ পত্র ও অন্যান্য সামগ্রী কেনার নামে লুটপাট। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জাহিদুজ্জামানের বাড়ী সিরাজগঞ্জ হওয়ায় ঐ এলাকা থেকে নিয়ে আসা হয় গন্ডায় গন্ডায় লোকজন, আর নিয়োগ দেয়া হয় প্রতিষ্টানটির বিভিন্ন স্থরে। অতচ সরকারী প্রজ্ঞাপনে সরাসরি উল্লেখ ছিলো রোহিঙ্গা ক্যাম্প সহ অত্র এলাকায় স্থানীয়দের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিতে হবে। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জাহিদুজ্জামান তার বিন্দুমাত্র কর্নপাত না করে রাষ্ট্রীয় নির্দেশনাকে সম্পুর্ন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক লোক নিয়োগ দিতে থাকে নিজ এলাকা সিরাজগঞ্জ থেকে এনে। এ নিয়োগ প্রক্রিয়ায় স্বয়ং তার কাজের বুয়াও বাদ পড়েনি। লোক দেখানো স্থানীয়দের চকরীর নামে নিম্ন লেভেলের পোস্ট আর সিরাজগঞ্জের লোকদের উচ্চ পর্যায়ের এসি রুমের চেয়ারে বসানো পোস্ট। সেখানেই স্পষ্ট হয় যে এলাকাসহ অন্য অঞ্চলের এসব লোক নিয়োগের ক্ষেত্রে মোটা অংকের উৎকোচ নেয়ার দৃশ্য। এসব নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুললে চাকরী হতে ছাঁটাই ও বিভিন্ন হুমকিও দেন এমন অভিযোগ ও এসেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

বিশ্বস্থ সুত্রে জানা গেছে জাহিদুজ্জামানের রয়েছে নিজস্ব কর্মী বাহিনী, নিজস্ব সিন্ডিকেট। তার এই সিন্ডিকেটের সদস্যদের মধ্যে রয়েছে হোপ ফাউন্ডেশনের আয়া থেকে শুরু করে একাউন্টেন্ট এমনকি সিনিয়র অনেক কর্মকর্তা ও কর্মচারী । তার বিশ্বস্থ কর্মচারীদের সমন্বয়ে গঠিত এই সিন্ডিকেটের সাহায্যে তিনি নিয়োগ বাণিজ্য, ঔষধ ও মালামাল ক্রয়ের নামে কোটি কোটি আত্মসাৎ করে আসছে। মধুরছড়া হাসপাতালে ওষুধ ফ্রি দেওয়ার কথা থাকলেও রোগীরা পর্যাপ্ত ওষুধ না পেয়ে বাহির থেকে কিনে সেবন করেন। তাছাড়া কোন স্টাপকে যদি চা-খরচা দেন তাইলে ওষুধ পান রোগীরা। সুশীলদের প্রশ্ন মধুরছড়া হাসপাতালে এত ওষুধ কিনার বিল ভাউচার কেন হয় যদি হাসপাতালে ওষুধ না থাকে। সবচেয়ে স্পর্ষকাতর বিষয় যেটি তা হলো হোপ ফাউন্ডেশনের হিসাব বিভাগের প্রধান কর্মকর্তা আরিফের সহযোগিতায় সংস্থায় কর্মরত কর্মচারীদের ৩/৪ মাসের বেতন ভাতা না দিয়ে তা ব্যাংকে জমা রেখে উনি ঐ টাকার একটি লভ্যাংশ ব্যাংক থেকে নিয়ে নিজের আখের গোছাচ্ছেন।
শুধু তাই নয়, দাতা সংস্থা ইউএনএফপি এর দেয়া মোটা অংকের ডোনেশনের টাকার যে পরিমাণ বেতন কর্মচারীদের জন্য আইএনজিও কতৃক ধার্য করা তার অর্ধেক বেতন ও কর্মচারীদের না দিয়ে তা থেকেও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এ সংস্থার কান্ট্রি ডিরেক্টর ও তার অনুসারীদের বিরুদ্ধে।

ভুয়া, বিল ভাউচার, কর্মচারীর বেতনের কাগজপত্রসহ প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে চরম দূর্নীতির অভিযোগ। সুত্রে এমন ও অভিযোগ পাওয়া গেছে, একজন ৩৫ হাজার টাকার বেতন ভুক্ত কর্মচারীর বেতন ২০ হাজার টাকা দিয়ে দাতা সংস্থার কাছে দেখানো হয় তার নামে ৩৫ হাজার টাকা বেতন দেয়ার কাগজ। শুধু এসব নয় তার পুরো সিন্ডিকেট গ্রুপ দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে হোপ ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম।
সংস্থার মালামাল ক্রয় সংক্রান্ত দূর্নীতির ও অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। স্বগোত্রীয় কর্মচারী ছাড়া একটি টাকার মালামাল ক্রয়ের ক্ষেত্রে ছাড় দেননা তিনি। হোপ ফাউন্ডেশনের মালামাল ক্রয়ের ক্ষেত্রে তিনি তার একনিষ্ঠ ঢাকা ভিত্তিক একটি কোম্পানি BLBE MART ছাড়া কোন কোম্পানির কাছ থেকে কোন প্রকার মালামাল ক্রয় করেন না।
অভিযোগ পাওয়া গেছে এই কোম্পানীর কাছ থেকে তিনি মোটা অংকের কমিশনের মাধ্যমে খুবই নিন্মমানের মালামাল ক্রয় করেন।

এদিকে সরকার কতৃক বিদেশী বিভিন্ন দাতা সংস্থা প্রদত্ত অর্থের অর্ধেক হোষ্ট কমিউনিটির জন্য বরাদ্ধ দেয়ার কথা থাকলেও চরম দূর্যোগে ও স্থানীয়দের একটি টাকার ও সহায়তা দেয়নি সংস্থাটি। বরঞ্চ সরকারের এসব নীতিমালার প্রতি সম্পুর্ন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন পূর্বক এসব টাকা দিয়ে কক্সবাজারের চেইন্দাতে গড়ে তোলা হয়েছে মা ও শিশু হাসপাতাল সহ ফিষ্টুলা সেন্টার নামে সুউচ্চ ব্যক্তিগত সম্পদ। যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলেও প্রতিটি চিকিৎসার ক্ষেত্রে রোগীদের কাছ থেকে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা।

এ সামগ্রীক বিষয়াদি নিয়ে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জাহিদুজ্জামান বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি ৫ বছর যাবৎ এই সংস্থায় সফল হতে পেরে আমার বিরুদ্ধে কে বা কারা এসব ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি আরো বলেন, কক্সবাজার চেইন্দা যে ফিষ্টুলা সেন্টার রয়েছে সেটি হোপ ফাউন্ডেশনের দাতা সংস্থার টাকায় নয়, এটি সম্পূর্ণ ব্যাক্তি মালিকানাধীন। সেখানে সমর্থ অনুযায়ী রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়।

এলপিজি‘র দাম ২৪৪ টাকা কমেছে। এপ্রিলে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা
02/04/2023

এলপিজি‘র দাম ২৪৪ টাকা কমেছে। এপ্রিলে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা

এই বছরে জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে 👇👇
02/04/2023

এই বছরে জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে 👇👇

আগামী জাতীয় সংসদ নির্বাচনে (উখিয়া-টেকনাফ) আসন থেকে আলোচনায় যাদের নামবিএনপি থেকে সাবেক এমপি শাহাজাহান চৌধুরী, আওয়ামীলীগ থ...
02/04/2023

আগামী জাতীয় সংসদ নির্বাচনে (উখিয়া-টেকনাফ) আসন থেকে আলোচনায় যাদের নাম

বিএনপি থেকে সাবেক এমপি শাহাজাহান চৌধুরী, আওয়ামীলীগ থেকে সাবেক এমপি আবদুর রহমান বদি, সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহম্মেদ বাহাদুর ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

তারেক হোসেন মানিক কে আহবায়ক করে উখিয়া উপজেলা ছাত্রলীগের ২২ সদস্যের আহবায়ক কমিটি গঠিত।
30/03/2023

তারেক হোসেন মানিক কে আহবায়ক করে উখিয়া উপজেলা ছাত্রলীগের ২২ সদস্যের আহবায়ক কমিটি গঠিত।

উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন শান্তের অব্যাহতি প্রত্যাহার করলো জেলা ছাত্রলীগ...
30/03/2023

উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন শান্তের অব্যাহতি প্রত্যাহার করলো জেলা ছাত্রলীগ...

নাইক্ষ‌্যংছড়ি সীমান্তে গরুসহ চোরাইপন্যের নতুন সিন্ডিকেটের উৎপত্তি : নেতৃত্বে সুশিল-সমশুনিজস্ব প্রতিবেদক:নাইক্ষ‌্যংছড়ি উপ...
30/03/2023

নাইক্ষ‌্যংছড়ি সীমান্তে গরুসহ চোরাইপন্যের নতুন সিন্ডিকেটের উৎপত্তি : নেতৃত্বে সুশিল-সমশু

নিজস্ব প্রতিবেদক:

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে চোরাইপন্য পাচারে একের পর এক সিন্ডিকেট সক্রিয় হতে দেখা যাচ্ছে। কেউ মায়ানমারের গরু পাচারে সক্রিয় কেউ বিদেশী সিগারেট কিংবা নিষিদ্ধ চোরাইপন্য পাচারে সক্রিয়।
তারই ধারাবাহিকতায় কুতুপালং এলাকার প্রবীন বড়ুয়ার ছেলে সুশিল বড়ুয়ার(৪৫)'র নেতৃত্বে ঘুমধুমে সক্রিয় হয়েছে নতুন এক সিন্ডিকেট ।

এই সিন্ডিকেটের বিরুদ্ধে অবৈধ ব‌্যবসা ও মায়ানমারের নিষিদ্ধ পন্যসহ মাদক পাচারের অভিযোগ তুলেছে বাইশপারির স্থানীয় বাসিন্দারা । শুধু তাই নই তার বিরুদ্ধে রয়েছে বাইশপারির সীমান্ত দিয়ে মায়ানমার থেকে গরু পাচার ও অসংখ্য নারী কেলেঙ্কারীর অভিযোগও।

তার এই সিন্ডিকেটের হর্তাকর্তারা ধরা ছোঁয়ার বাহিরে থাকলেও তুমব্রু বাইশপাড়ি এলাকার সমশু আলমসহ বিভিন্ন এলাকার প্রভাবশালীর বেশ কয়েকজনের তথ্য উঠে এসেছে।
গেল কয়েকদিন আগেও এই সিন্ডিকেট রাতের আধারে মায়ানমার থেকে চোরাই পথ ব‌্যবহার করে নিয়ে আসছে অবৈধ গরুর চালান। এই গরুর বৈধতা দিতে স্থানীয় জনপ্রতিনিধিরা মোটা অংকের টাকায় প্রত্যয়ন ও দিচ্ছে বলে প্রশাসনের একাদিক সুত্রে জানা গেচে। এমন কি এই সুশীল বড়ুয়া মায়ানমারে আসা যাওয়ার ঘটনাও বেশ রহস্যজনক।
এসব অবৈধ গরু আমদানিতে সরকার হারাচ্ছে রাজস্ব অন‌্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় খামারীরা।
এই সুশীল বড়ুয়া ও তার সিন্ডিকেটের গোয়েন্দা সংস্থার নজরদারি জরুরি হয়ে পড়েছে। গোয়েন্দা নজরদারিতে বেরিয়ে আসতে পারে তার এই এসব অবৈধ কালোবাজারির তথ্য। এমন মন্তব্য করেন বাইশপারির স্থানীয়রা।

সুশিল বড়ুয়া উখিয়ার হলেও ঘুমধুমে রয়েছে তার নামে-বেনামে অত্যাধিক সম্পদ। বাইশপাড়ি এলাকায় রয়েছে সুশিল মার্কেট। তার এত সম্পদের পিছনে আইয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে সচেতনমহল। বিগত কয়েক বছর আগেও তিনি ছিলেন সামান্য টিউবওয়েল মিস্ত্রি। অল্পদিনে এত সম্পদের মালিক বনে যাওয়া এই সুশিলের নৈপথ্যে কি রয়েছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মাঝে।
এদিকে সুশীল বড়ুয়া এসব কর্মকান্ডের কথা অস্বীকার করে প্রতিবেদককে বলেন, আমি এসব অবৈধ কর্মকান্ডে জড়িত নেই। অনেকেই আমার নাম ব্যবহার করে সীমান্ত দিয়ে এসব অবৈধ চোরাইপন্যের ব্যবসা করে যাচ্ছে। কেউ যদি আমার নাম ব্যবহার করে গরু পাচার ও অন্যান্য খারাপ কর্মকান্ড করে থাকে তাহলে আমার দুষ কি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঘুমধুম ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সুশিল বড়ুয়া ঘুমধুমের কেও নয়, তবে ঘুমধুম সীমান্তে এসে এসব অবৈধ কর্মকান্ডে জড়িত থাকার খবর স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হয়েছি। তার বিষয়ে আমি প্রশাসনকে জানিয়েছি। আশাকরছি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সঠিক তথ্যের ভিত্তিতে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহন করবেন। এ বিষয়ে সরাসরি আমি বিজিবিকেও জানিয়েছি।

উখিয়ায় মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিক নিহতকক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়ে...
29/03/2023

উখিয়ায় মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিক নিহত

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ একজন কে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলো ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০), অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ। উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, ” দুইজনের মরদেহ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবর এর মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান গতকাল কাজের সন্ধানে নিজের ছেলেকে পাঠিয়েছিলেন তিনি। নিহতদের মরদেহ উখিয়া থানায় নেওয়া হয়েছে, ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চুরির অপবাদে কলেজ ছাত্র নির্যাতনের ঘটনায় আটক ৪চুরির অপবাদে কলেজ ছাত্রকে রড ও বিদ্যুতের তার দিয়ে পাশবিক নির্যাতনের ঘটনার ...
28/03/2023

চুরির অপবাদে কলেজ ছাত্র নির্যাতনের ঘটনায় আটক ৪

চুরির অপবাদে কলেজ ছাত্রকে রড ও বিদ্যুতের তার দিয়ে পাশবিক নির্যাতনের ঘটনার প্রধান আসামীসহ চারজন কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী মেরিন ড্রাইভ এলাকা হতে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

গত ২৫ মার্চ ২০২৩ তারিখ রাত অনুঃ ০৮.০০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ১নং জালিয়াপালং ইউপিস্থ ৪নং ওয়ার্ডের অন্তর্গত ডেইল পাড়া সাকিনের কক্সবাজার সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র রায়হান শরীফ (১৯)’কে একই এলাকার বাসিন্দা আসামী ফজল কাদের তার সুপারি বাগান হতে সুপারি চুরির অপবাদে ভিকটিমের বসত বাড়ী হতে জোরপূর্বক ভাবে তুলে নিয়ে প্রায় দুই ঘন্টা যাবৎ বিদ্যুতের তার, লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুত্বভাবে রক্তাক্ত জখম করে। ভিকটিম উখিয়া থানাধীন ০১নং জালিয়াপালং ইউনিয়নে মোহাম্মদ আমিনের ছেলে। এ নির্মম পাশবিক নির্যাতনের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা মোহাম্মদ আমিন (৪৪) বাদী হয়ে গত ২৭ মার্চ ২০২৩ তারিখ এজাহারনামীয় ০৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে বিবাদী করে কক্সবাজার উখিয়া থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৬, তাং-২৭/০৩/২০২৩ ইং,ধারা-১৪৩/৪৪৮/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড। উক্ত মামলার রুজু হওয়ার সংবাদ পেয়ে ঘটনায় জড়িত অপরাধীরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।
উল্লেখিত বিষয়টি অবগত হওয়া মাত্রই র‌্যাব-১৫, কক্সবাজার বর্ণিত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে যে, প্রধান আসামী ফজল কাদের (৩৮) সহ অন্যান্য আসামী কক্সবাজার সদর থানাধীন কলাতলী মেরিন ড্রাইভ এলাকায় অবস্থান করছে। তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর একটি বিশেষ আভিযানিক দল আজ ২৮ মার্চ ২০২৩ ইং তারিখ সকাল অনুঃ ১১.০০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী ১। ফজল কাদের (৩৮) সহ ঘটনায় জড়িত অন্যান্য আসামী ২। মোঃ আব্দুল্লাহ (২২), ৩। আব্দুর রহমান (৩৮) ও ৪। আজিজুল হক (৫২)’দের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফজল কাদের এর নিকট হতে জানা যায় যে, ভিকটিম রায়হান শরীফ ও প্রধান আসামী একই এলাকার বাসিন্দা এবং প্রধান আসামী ফজল কাদের এর সাথে ভিকটিমের পরিবারের পূর্ব হতে পারিবারিক বিরোধ চলে আসছে। গত ২৫/০৩/২০২৩ ইং তারিখ রাত অনুঃ ০৮.০০ ঘটিকার সময় আসামী ফজল কাদের ও তার অন্যান্য সহযোগীদের নিয়ে ভিকটিম রায়হান শরীফ কে আসামীর সুপারী বাগান হতে সুপারী চুরির অভিযোগে ভিকটিমকে ধরে ১নং বিবাদীর বাড়ীর উঠানে নিয়ে মারপিট করে আহত করে। এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ফজল কাদের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Address

Venue, Court Bazar, Ukhia
Cox's Bazar
4397

Alerts

Be the first to know and let us send you an email when Ukhiapratidin.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ukhiapratidin.com:

Share