MixAbir

MixAbir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MixAbir, Video Creator, Cox's Bazar.

আমি Aryan chowdhury abir আপনার জন্য সবধরনের মজার, জ্ঞানমূলক এবং টেকনোলজির ভিডিও নিয়ে এসেছি।
👉 ফলো করে থাকুন, নতুন আপডেট, চ্যালেঞ্জ, রিভিউ, এবং আরও অনেক কিছু পেতে!

Good night everyone 🛌
28/10/2025

Good night everyone 🛌

কী খেতে মন চায়, তা শোনারও কেউ নেই।সহজ-সাধারণ এই মুহূর্তগুলোই এক জীবনের গল্প বলে দেয়। বৃদ্ধ বাবা কতটা তৃপ্তি নিয়ে খাবার খ...
27/10/2025

কী খেতে মন চায়, তা শোনারও কেউ নেই।

সহজ-সাধারণ এই মুহূর্তগুলোই এক জীবনের গল্প বলে দেয়। বৃদ্ধ বাবা কতটা তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছেন। আমাদের আশেপাশেই আছেন এমন অনেক বয়স্ক মা-বাবা, যাদের শুধু একটু যত্ন, একটু মনোযোগই যথেষ্ট, চোখে আনন্দের আলো ফোটাতে।

৩০ দিনের টাকা ৭ দিনে শেষ করা শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন.!- কোর্স ফি ৫০০ টাকা!
26/10/2025

৩০ দিনের টাকা ৭ দিনে শেষ করা শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন.!

- কোর্স ফি ৫০০ টাকা!

বাবা রে দুই পা অচল হয়ে যাবার পর যেন জীবনটাই অচল হয়ে গেছে!😢
22/10/2025

বাবা রে দুই পা অচল হয়ে যাবার পর যেন জীবনটাই অচল হয়ে গেছে!😢

আমি এক শূন্য কোলাহল যার আওয়াজ কেউ শুনে না!
20/10/2025

আমি এক শূন্য কোলাহল যার আওয়াজ কেউ শুনে না!

Good morning 🌅
20/10/2025

Good morning 🌅

২১ বছর বয়সে বাবা হয়েছি..এটা নিয়ে অনেকে হেসে বলছে..তুই তো নিজেই বাচ্চা..আবার বাচ্চার বাপ..তবে এই কথাটা সবাই না হাজার একজন...
18/10/2025

২১ বছর বয়সে বাবা হয়েছি..এটা নিয়ে অনেকে হেসে বলছে..তুই তো নিজেই বাচ্চা..আবার বাচ্চার বাপ..তবে এই কথাটা সবাই না হাজার একজন বলেছে তারপরও আমি তাদের উদ্দেশ্যে রিপ্লাই টা দিলাম..

কিন্তু আসলে বাবা হওয়া মানেই বয়সের হিসাব না..এটা হলো দায়িত্ব..ত্যাগ আর ভালোবাসার এক নতুন অধ্যায়..কেউ ৪০ বছর বয়সেও বাবার দায়িত্ব বুঝতে শেখে না..আবার কেউ ২১ বছর বয়সেই বুক চিতিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ার শক্তি খুঁজে পায়..

আমি গর্বিত..কারণ আমি আমার সন্তানের জন্য সংগ্রাম করতে শিখেছি..স্বপ্ন দেখতে শিখেছি..আজ থেকে আমার প্রতিটি ঘাম..প্রতিটি পরিশ্রম..প্রতিটি অর্জন আমার সন্তানের হাসি আর তার আগামীর জন্য..

যারা হাসাহাসি করছে..তাদের জন্য একটা কথা..বাবা হওয়ার যোগ্যতা বয়সে না..মনের শক্তি আর দায়িত্ব নেওয়ার ক্ষমতায়..আমি হয়তো এখনো তরুণ..কিন্তু আমার সন্তানের চোখে আমি তার আশ্রয়..তার ভরসা..তার ছায়া..

তাই হ্যাঁ..আমি ২১ বছর বয়সে বাবা হয়েছি..আর এটিই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন 🙂

কক্সবাজার জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে,কে কোন জেলা থেকে একটু কমেন্ট করে জানাবেন.!
17/10/2025

কক্সবাজার জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে,কে কোন জেলা থেকে একটু কমেন্ট করে জানাবেন.!

আলহামদুলিল্লাহ 🤲
17/10/2025

আলহামদুলিল্লাহ 🤲

""➡️ ভাগ্যের কি নির্মম পরিহাস ⬅️""""নতুন যারা অতিউৎসাহী হয়ে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য চাকরি ব্যবসা কিংবা অর্থ অপচয় করছে...
14/10/2025

""➡️ ভাগ্যের কি নির্মম পরিহাস ⬅️"""

"নতুন যারা অতিউৎসাহী হয়ে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য চাকরি ব্যবসা কিংবা অর্থ অপচয় করছেন তাদের জন্য সতর্কবার্তা "

ফিরোজ আলম ভাই একসময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিলো, যিনি মানুষকে হাসাতেন, ভাবাতে পারতেন, আনন্দ দিতেন।
আজ তিনি সিএনজি চালাচ্ছেন জীবিকার তাগিদে।

অনেকে হয়তো ভাববে, আগে এত নাম-ডাক ছিল, এখন সিএনজি কেন চালাচ্ছে?
কিন্তু বাস্তবতা হলো - নাম বা ফলোয়ারে ভাত জোটে না।
ফেসবুকের ইনকাম আজ অনেক কম, আর জীবনের চাকা তো থেমে থাকে না। টাকা ছাড়া পরিবার জীবন এসব চালানো অসম্ভব।

তাই ফিরোজ আলমের এই সিদ্ধান্ত কোনো লজ্জার নয় - বরং এটা এক সাহসী মানুষের প্রতীক,
যিনি কাজকে ছোট মনে করেন না, পরিবারকে ভালোবাসেন, দায়িত্ব এড়িয়ে যান না।

* কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বার্তা:
হুটহাট অন্যের ভুল তথ্য পেয়ে যায়গা জমি গরু-ছাগল বিক্রি করে বর্তমান মাঠে নেমে যাবেননা। ফেইসবুক আগের মতো ইনকাম দেয়না, বলতে গেলে আগের ২০ ভাগের এক ভাগ ইনকামও নেই।। চাকরি ব্যবসা অন্যান্য কাজের পাশাপাশি করতে পারেন, কিন্তু শুধু এটার আশায় অন্যটা ছাড়বেননা ভাইয়েরা আমার।
সবসময় মনে রাখবেন জনপ্রিয়তা নয় -নিজের সম্মান, সততা সঠিক সিদ্ধান্ত আর পরিশ্রমই আসল সম্পদ।


অভাবে পড়ে গেছি ভাইনা হয় আমি পোলা ও কম ফুর্তিতে চলাফেরা করতাম না।
03/10/2025

অভাবে পড়ে গেছি ভাই
না হয় আমি পোলা ও কম ফুর্তিতে চলাফেরা করতাম না।

জুম্মা মোবারক 🤲
03/10/2025

জুম্মা মোবারক 🤲

Address

Cox's Bazar
4702

Website

Alerts

Be the first to know and let us send you an email when MixAbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category