Rashed Billah

Rashed Billah Welcome to everyone from Rashed Billah. I try to share something tricks with you. Please Follow it.
(1)

01/10/2025

প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা নিয়ে
আপনার মতামত??

29/09/2025

Important class of preposition.

25/09/2025

আজকে দিন, মাস, বছর সব বর্গমূল হয়।
25/9/25
=√25 √9 √ 25
= 5 / 3 / 5

অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ ❤️
24/09/2025

অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ ❤️

টিউটরদের জন্য কিছু পরামর্শ:
১ . সামর্থ্যবান ফ্যামিলিতে কখনো ন্যায্য রেটের চাইতে কম বেতনে পড়াবেন না। কম বেতনে পড়ালে মার্কেট নষ্ট হয়ে যায়। তবে যদি ফ্যামিলি যদি গরীব হয় তাহলে কিছু কম রাখবেন।

২. কখনো নির্ধারিত সময়ের চেয়ে বেশি পড়াবেন না। মনে করুন, আপনার নির্ধারিত সময় ১ ঘন্টা। কিন্তু আপনি টানা তিনদিন ১ ঘন্টা ১০ মিনিট পড়ালেন,এরপর চতুর্থ দিন ১ ঘন্টা পড়ালেন। এতেই দেখবেন অভিভাবক মাইন্ড করে বসবে। কারন তখন সে ১ ঘন্টা ১০ মিনিটকেই নির্ধারিত সময় ধরে নিবে।

৩. বছর শেষে বেতন বাড়ানোর কথা বলতে সংকোচ করবেন না।

৪. অভিভবকের সাথে দিনের চুক্তি করবেন না। সিলেবাস কমপ্লিটের চুক্তি করবেন। বলবেন, "ক্লাস,পরীক্ষা,অসুস্থতা ইত্যাদি কারনে আমার মাঝেমধ্যে বন্ধ যেতে পারে। তবে আমি সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দিবো"।

৫. কখনো টানা দুই মাস বেতন ঝুলিয়ে রাখবেন না। প্রতি মাসের বেতন প্রতি মাসের শেষে দ্রুত বুঝে নিবেন। নাহলে আপনি তাদের কাছে আটকা থাকবেন। এছাড়া, অনেক সময় অভিভাবক অস্বীকার করতে বসতে পারে।

৬. কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে টিউশনি করবেন না। যথাযথ সম্মান না পেলে সেই স্থান ত্যাগ করুন।

৭. আপনি যেই সাবজেক্ট পড়ান সেই সাবজেক্ট যদি অন্য টিচার দিয়েও পড়ায় তাহলে সেই টিউশনি করাবেন না। কারন, এক্ষেত্রে আপনার একার পরিশ্রমে শিক্ষার্থী ভালো রেজাল্ট করলে সেটার ক্রেডিট অন্য শিক্ষকও পাবে।

৮. পড়াতে গিয়ে নাশতার প্রত্যাশা করবেন না। কারন তারা নাস্তা খাওয়াতে বাধ্য নয়। তাই নাস্তা না দিলে মাইন্ড করবেন না।

৯. যদি কোনো ফ্যামিলি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আপনাকে সস্তা/অল্প পরিমানে নাস্তা দেয় তাহলে এটা এক ধরনের অপমান। এই ক্ষেত্রে তাদেরকে নাস্তা দিতে নিষেধ করে দিবেন।

১০. অবশ্যই নিজে প্রস্তুতি নিয়ে তারপর পড়াতে যাবেন। নাহলে পড়াতে গিয়ে আটকে গেলে লজ্জিত হতে পারেন।

১১. শিক্ষার্থীর ব্রেইন ভালোনা তবুও তাকে ক্লাসে টপ করাতেই হবে, অভিভাবকদের এমন মানসিকতা থাকলে সেই টিউশনি বর্জন করুন।

১২. অতিরিক্ত টিউশনি করে নিজের ক্যারিয়ারের বারোটা বাজাবেন না। প্রয়োজনীয় সংখ্যক টিউশনির পাশাপাশি নিজের একাডেমিক রেজাল্ট ঠিক রাখুন, বিভিন্ন স্কিল শিখুন, জব প্রিপারেশন নিন।

১৩. যারা ছেলে টিচার আছেন তারা কখনোই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করবেন না। আপনাদের কারনে অন্যান্য ছেলে টিচারদের বদনাম হয়, তাদের টিউশনি পাওয়া কঠিন হয়ে যায়।

22/09/2025

English Grammar person & number .

10/09/2025

৮ টি বিভাগে ৮ দিন
জাতীয় নির্বাচন হলে
কেমন হয় ?
মন্তব্য ...........????

05/09/2025

জেনে রাখা ভালো প্রতিদিন কাজে লাগবে।

04/09/2025

31/08/2025

(আমি) অকৃতী অধম ব'লেও তো,
কিছু কম ক'রে মোরে দাও নি
যা' দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাওনি।
....................এটি কার লেখা?

29/08/2025

আজকে থেকে ১০০ বছর পরে আমাদের সবার অবস্থান কোথায় হবে?

28/08/2025

আমরা সবাই জানি একদিন মৃত্যু হবে, কিন্তু কোনদিন হবে তা কেউ জানি না। তাই আমরা দুনিয়ার পেছনে লেগে আছি।

20/08/2025

আলহামদুলিল্লাহ, স্কুল কলেজ শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashed Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashed Billah:

Share

Category