Habib St Martin

Habib St Martin গান 🎶 | ভ্রমণ ✈️ | পশু প্রেমিক🐾|

"Habib St Martin"
গান 🎶 | ভ্রমণ ✈️ | প্রাণীদের প্রতি ভালোবাসা 🐾 | মানবতার সেবা 🤝❤️

সংগীত আমাদের মনকে শান্তি দেয়, ভ্রমণ আমাদের দৃষ্টিকে প্রসারিত করে, প্রাণীদের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়কে কোমল করে তোলে, আর মানবসেবা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করে। এই পেজটি বিশেষভাবে তাদের জন্য, যারা গানের সুরে হারিয়ে যেতে ভালোবাসেন, নতুন জায়গায় ঘুরতে ভালোবাসেন, প্রাণীদের স্নেহ করেন এবং মানবতার সেবা

য় এগিয়ে আসতে চান।

আমরা আপনাদের জন্য শেয়ার করব মন ভালো করা গান, দারুণ ভ্রমণের অভিজ্ঞতা, প্রাণীদের প্রতি ভালোবাসার গল্প এবং মানবতার কল্যাণে অনুপ্রেরণামূলক উদ্যোগ।

আমাদের সাথেই থাকুন, ভালোবাসা ছড়িয়ে দিন, আর মানবতার কল্যাণে এগিয়ে আসুন! 💙✨

29/09/2025

আবার যাবো এখানেই ঘুরতে

রাতের আকাশ, সমুদ্রের ঢেউ আর কিছু অদেখা স্বপ্ন💖
27/09/2025

রাতের আকাশ, সমুদ্রের ঢেউ আর কিছু অদেখা স্বপ্ন💖

পুরুষ মানুষ ক্লান্ত হলে চলবে না🙇পুরুষ মানুষের ক্লান্তি দেখাইতে নাই।এখনো অনেক পথ চলা বাকি🏃🥰আল্লাহ ভরসা 🤲
26/09/2025

পুরুষ মানুষ ক্লান্ত হলে চলবে না🙇

পুরুষ মানুষের ক্লান্তি দেখাইতে নাই।

এখনো অনেক পথ চলা বাকি🏃🥰
আল্লাহ ভরসা 🤲

নভেম্বরের দৈনিক দুই হাজার পর্যটক  #সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন কিন্তু থাকতে পারবেন না। সে সিদ্ধান্ত পরিবর্তন করতে হব...
25/09/2025

নভেম্বরের দৈনিক দুই হাজার পর্যটক #সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন কিন্তু থাকতে পারবেন না। সে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

যেতে পারলে থাকতে পারবে না কেন? দুই হাজারই যদি সীমিত থাকে তাহলে থাকতে অসুবিধা কোথায়?

গত সিজনের অভিজ্ঞতা ভালো না। দ্বীপের মানুষ ও ব্যাবসায়ীদের শোচনীয় অবস্থা হয়েছে।

কক্সবাজার থেকে ৬-৯ ঘণ্টা জার্নি করে, সেন্ট মার্টিন যাবে। আবার একই দিন ৬-৯ ঘণ্টা জার্নি করে ফেরত আসবে! কিভাবে সম্ভব?

এগুলো মাথায় আসে কি করে? যারা ঘুরতে যান তারা মানুষ, এলিয়েন না। এছাড়া জাহাজে করে যায় সেন্টমার্টিন, বিমানে করে না। দেমাক ব্যবহার করে সিদ্ধান্ত দিয়েন।

মানুষের টাকা উতরাই বেয়ে যাচ্ছে না যে, ঢাকা থেকে ১২ ঘণ্টা জার্নি করে, কক্সবাজার আবার কক্সবাজার থেকে ৬-৯ ঘণ্টা জার্নি করে সেন্টু, তারপর আবারও ৬-৯ ঘণ্টা জার্নি করে কক্সবাজার চলে আসবে!

যারা এ সিদ্ধান্ত নিয়েছেন তারা কখনো যাবেন এভাবে? জুলুম করাই যদি উদ্দেশ্য হয় তাহলে আর বলার কিছু নেই। বন্ধ রাখছেন। বন্ধ রাখেন। কর্মসংস্থান দেন। পর্যটন লাগবে না।

যেসব জমি অধিগ্রহণ করেছেন সেসব ফেরত দেন, চাষাবাদ করবো। উল্লেখ সেন্টমার্টিনের সবচেয়ে বেশি জমির মালিক এখন সরকারের বিভিন্ন সংস্থা, সংগঠন ও বাহিনী।

Tayub Ullah

তুমি কি সেই আগের মতই আছো        নাকি অনেকখানি বদলে গেছো!                    জানতে ইচ্ছে করে 🤗🥰লোকেশন,,,কক্সবাজার।
25/09/2025

তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছো!
জানতে ইচ্ছে করে 🤗🥰

লোকেশন,,,কক্সবাজার।

24/09/2025

সেইল মূহুর্ত..

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
23/09/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

সেন্ট মার্টিন ফিরব খুব শীঘ্রই ইনশাআল্লাহ।এবারের সফর টা একটু বেশি লম্বা ছিল।জায়গা চেঞ্জ করার সময় হয়েছে।
23/09/2025

সেন্ট মার্টিন ফিরব খুব শীঘ্রই ইনশাআল্লাহ।
এবারের সফর টা একটু বেশি লম্বা ছিল।
জায়গা চেঞ্জ করার সময় হয়েছে।

22/09/2025

হাওরের অতিথি।❤️❤️

22/09/2025

হাওরের জীবন যাপন যেন এক অন্যরকম অভিজ্ঞতা 💖🥰

Address

Saint Martin Island
Cox's Bazar
4762

Telephone

+8801796271394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib St Martin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib St Martin:

Share