21/03/2025
রমযান প্রায় শেষ হতে চলেছে
আল্লাহর থেকে কাঙ্খিত ক্ষমা পেয়েছি তো?
"তাদের সেই ‘পরিতাপের দিন’ সম্পর্কে সতর্ক করে দিন, যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, অথচ তারা এখন গাফিল ও অবিশ্বাসী!\" (সূরা মারইয়াম ১৯:৩৯)
আপনি কি সেই হতভাগাদের একজন হতে চান, যারা তখন আর্তনাদ করবে -\"হায় আফসোস\"?
আপনার সামনে এখনো রহমতের দরজা খোলা! তওবার সুযোগ এখনো আছে! কিন্তু আপনি কি এখনো অলস সময় কাটাচ্ছেন? এখনো মোবাইলে বেখেয়ালি স্ক্রল করছেন? এখনো দুনিয়ার ক্ষণস্থায়ী মায়ায় ডুবে আছেন?
রামাদানের শেষ ১০ রাত চলছে—এই রাতগুলো আপনাকে ক্ষমার দরজায় পৌঁছে দিতে পারে, জান্নাতের পথে নিয়ে যেতে পারে! কিন্তু আপনি যদি গাফিল থাকেন, যদি এই রাতগুলোও অপচয় করে ফেলেন, তাহলে কবরের নিঃসঙ্গ অন্ধকারে গিয়ে কি আপনি আরেকটা সুযোগ চাইবেন?
\"হায়! যদি আরও কিছু সময় পেতাম...!\"
কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না! তখন শুধু অনুশোচনা আর কান্না থাকবে - যার কোনো মূল্য নেই!
✅ এখন কী করবেন?
🔹 আজই নিজের সাথে ওয়াদা করুন - \"আমি আর গাফিল মুসলিম নই!\"
🔹 একাকী সিজদায় লুটিয়ে পড়ুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন!
🔹 প্রতিটি রাতে অন্তত কিছুটা সময় নফল নামাজে কাটান, কুরআনের আয়াতে ডুবে যান, আল্লাহর দরবারে ক্ষমা চান!
🔹 সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে বের হয়ে আসুন, গুনাহ থেকে নিজেকে বাঁচান! এই ১০ রাত শুধু আল্লাহর জন্য রেখে দিন!
জাগুন! গাফিলতির ঘুম থেকে বেরিয়ে আসুন! হয়তো এই ১০ রাতই আপনার তাকদির বদলে দিতে পারে! হয়তো এটাই আপনার জীবনের শেষ সুযোগ!"