৫৬ হাজার বর্গমাইল

৫৬ হাজার বর্গমাইল আগে পণ্য নিবেন তারপর টাকা পরিশোধ করবেন। আমি যেকোনো বিষয়ে শিখতে বা জানতে আগ্রহী একজন মানুষ।
(1)

26/01/2025
৫৪টি আন্তঃসীমান্ত নদীর ৩০টিতেই ভারতের বাঁধ। উপরন্তু রিভার লিঙ্কিং প্রোজেক্ট এর মাধ্যমে যমুনা ও পদ্মা থেকে স্বাভাবিকভাবে ...
23/08/2024

৫৪টি আন্তঃসীমান্ত নদীর ৩০টিতেই ভারতের বাঁধ।
উপরন্তু রিভার লিঙ্কিং প্রোজেক্ট এর মাধ্যমে যমুনা ও পদ্মা থেকে স্বাভাবিকভাবে আসা পানি সরিয়ে ভারতের দক্ষিণাঞ্চলে নেবে। এ রাষ্ট্রটি আবার বর্ষা মৌসুমে ইচ্ছামাফিক খুলে দেয় বাঁধগুলি। এসব ক্ষেত্রে মানে না আন্তর্জাতিক কোনো আইন।
ইনফোগ্রাফিক্সগুলো আপনাকে এক নজরে সবগুলোর নদী ও বাংলাদেশের উপর বিরূপ প্রভাবের একটি সামগ্রিক চিত্র প্রদান করবে।

কৃতজ্ঞতা: In depth bd

07/08/2024

BNP কে কেন ক্ষমতায় চাই না?

লাস্ট ১৫ বছরে আওয়ামী লীগ বিএনপির উপর যেই অত্যাচারগুলো করছে, বিএনপিও ক্ষমতায় আসলে ঠিক একইভাবে আওয়ামী লীগের সবার উপরে সেই ঝাল মিটানোর চেষ্টা করবে। তখন দেশের অবস্থা আবারও যেই লাউ সেই কদুর মতো হয়ে যাবে।

দ্বিতীয়ত, বিএনপির ৯০% নেতাকর্মীরা এখন ক্ষুধার্ত। ১৫ বছর ধরে ক্ষমতাহারা। এই মুহুর্তে তারা ক্ষমতায় আসলে তারা জাস্ট দেশটাকে গিলে খাবে। নেতাকর্মীরা আবার রাঘব বোয়াল হয়ে যাবে, চাদাবাজি শুরু হয়ে যাবে। সত্যি কথা বললে : আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই এদেশে সুশাসন কায়েম করতে পারে নি, ২ আমলেই প্রচুর পরিমানে দুর্নীতি হয়েছে, তারা উন্নয়ন যা করছে, তার চেয়ে নিজেদের পেট ভরছে বেশি, দেশের ১২ টা বাজাইছে বেশি।

গ্রামে অনেকে এভাবে বলে :
নৌকা আর ধানের শীষ,
দুই সাপেরই একই বিষ।

যাই হোক, আমরা তরুনরা চাই নতুন নেতৃত্ব। আমরা যেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটা পূরণ করতে আমাদের ছাত্রসমাজ যাকে সঠিক মনে করবে, তাকে প্রধানমন্ত্রী বানাবে, ব্যাস।

17/11/2023

আপনি যদি আপনার চাহিদাকে আপনার সামর্থ্যের ভেতর রাখতে পারেন, তাহলে আপনি সুখী মানুষ।

17/11/2023

আসছে শীতে পঁচিশ হবো, তোমার হবো কবে?
বয়স আমার বেড়েই চলেছে তীব্র আলোর বেগে।

29/09/2023

ইমোশনাল, বোকা মানুষটা শেষে যাইয়া বইলাই ফেললো, আমাকে মনে রাইখেন, ভুলে যায়েন না।

বোকা না হলে সে জানতো, তারে চাইলেও কি ভুলতে পারবে কেউ?

জহির খানরে ডাউন দ্য উইকেটে এসে অমন জাদরেল ছক্কা আর কে মারতে পারতো?

ব্রিটিশ বোলারদের নাকের জল চোখের জল এক করে লর্ডস আর ম্যানচেস্টারে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আর কোন বাঙাল বাপের ব্যাটা করতে পারসিলো?

ভাঙা হাত নিয়াও আর কোন প্লেয়ার মাঠে নাইমা পড়সিলো দলরে জেতানোর জন্য?

আপনারে মনে রাখবো না তো আমরা কারে মনে রাখবো, বলেন তো?

© আরিফ হাসনাত সাকিব

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
20/08/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

"যদি এ জামায়াত আপনার পছন্দ হয় তবে তাতে অংশগ্রহণ করুন, যদি এর থেকে ভালো কোনো সংগঠনকে পেয়ে যান তবে তাই করুন, আর যদি কোনো দ...
27/04/2023

"যদি এ জামায়াত আপনার পছন্দ হয় তবে তাতে অংশগ্রহণ করুন, যদি এর থেকে ভালো কোনো সংগঠনকে পেয়ে যান তবে তাই করুন, আর যদি কোনো দলেই হক খুঁজে না পান তাহলে নিজেই একটি ইসলামী কাফেলা তৈরী করুন, তবুও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করুন- কারণ তা নামায রোজার মতোই ফরয ইবাদাত।"

- সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী রাহ. | বই : সত্যের সাক্ষ্য

20/04/2023

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

03/04/2023

খুব চঞ্চল মানুষগুলোও একটা সময় পর একেবারে নিশ্চুপ হয়ে যায়।

Address

Kutubdia Upazila
Cox's Bazar

Telephone

+8809638599807

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৫৬ হাজার বর্গমাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ৫৬ হাজার বর্গমাইল:

Share