 
                                                                                                    15/05/2025
                                            লামায় ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং মার্মা (৩৫) নামে একজন নিহত হয়েছে। এতে ড্রাইভারসহ গুরুত্বর আহত হয়েছে ১২ জন।
বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টায় বাজা পাড়া থেকে পোলাউপাড়ায় ধান নিয়ে যাওয়ার পথে আলির বাড়ির সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি পোলাউপাড়া সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে মং মেচিং মার্মা।
আহতরা হলেন, সোনাইছড়ি মার্মা পাড়া মৃত চিং সাউ মার্মা ছেলে উ খিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মা ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মং ছেলে এছেন মার্মা (৩৬), থোড়াই চিং মং মার্মা ছেলে থোয়াই উ (৩২) সহ অন্য আহত জনদের পরিচয় তৎক্ষনাৎ পাওয়া যায়নি। দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, শোনামাত্র ফাইতং পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা প্রতিবেদক'কে জানান, বাজাপাড়া থেকে দিনে ধান নিয়ে পোলাউপাড়া ট্রাক টিএস গাড়িটি যাওয়ার পথে আলির বাড়ির পড়ে সড়ক নামক স্থানে ট্রাকটি উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার মং মেচিং মার্মা নিহত হন।
স্থানীয় মোহাম্মদ আদম আলী নামে একজন শিক্ষক বলেন, এ ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ও বাঙ্গালী ,পাহাড়ি সহ ১২জন সদস্যও আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে আমিরাবাদ ও চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ট্রাক টিএস গাড়ি উল্টে পা ভাঙে একজন নিহত হয়েছে। আরও ৪ জন পাহাড়ি গুরুত্ব আহত হয়ে মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা ভাল না।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ট্রাকে করে ধান নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।
                                         
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  