চকরিয়ার খবর

লামায় ট্রাক উল্টে নিহত ১, আহত ১২মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধ...
15/05/2025

লামায় ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং মার্মা (৩৫) নামে একজন নিহত হয়েছে। এতে ড্রাইভারসহ গুরুত্বর আহত হয়েছে ১২ জন।

বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টায় বাজা পাড়া থেকে পোলাউপাড়ায় ধান নিয়ে যাওয়ার পথে আলির বাড়ির সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি পোলাউপাড়া সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে মং মেচিং মার্মা।

আহতরা হলেন, সোনাইছড়ি মার্মা পাড়া মৃত চিং সাউ মার্মা ছেলে উ খিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মা ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মং ছেলে এছেন মার্মা (৩৬), থোড়াই চিং মং মার্মা ছেলে থোয়াই উ (৩২) সহ অন্য আহত জনদের পরিচয় তৎক্ষনাৎ পাওয়া যায়নি। দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, শোনামাত্র ফাইতং পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয়রা প্রতিবেদক'কে জানান, বাজাপাড়া থেকে দিনে ধান নিয়ে পোলাউপাড়া ট্রাক টিএস গাড়িটি যাওয়ার পথে আলির বাড়ির পড়ে সড়ক নামক স্থানে ট্রাকটি উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার মং মেচিং মার্মা নিহত হন।

স্থানীয় মোহাম্মদ আদম আলী নামে একজন শিক্ষক বলেন, এ ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ও বাঙ্গালী ,পাহাড়ি সহ ১২জন সদস্যও আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে আমিরাবাদ ও চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ট্রাক টিএস গাড়ি উল্টে পা ভাঙে একজন নিহত হয়েছে। আরও ৪ জন পাহাড়ি গুরুত্ব আহত হয়ে মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা ভাল না।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ট্রাকে করে ধান নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।

হারানো বিজ্ঞপ্তি---নাম: তপু দাস, পিতা- শ্যামল দাস, বর্তমান ঠিকানা- ফৌজদার হাট, জেলে পাড়া, চট্টগ্রাম।গত ০৯/০৫/২০২৫ ইং তার...
15/05/2025

হারানো বিজ্ঞপ্তি---

নাম: তপু দাস, পিতা- শ্যামল দাস, বর্তমান ঠিকানা- ফৌজদার হাট, জেলে পাড়া, চট্টগ্রাম।

গত ০৯/০৫/২০২৫ ইং তারিখ আনুমানিক ১টা বাজে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোন দয়াবান ব্যাক্তি ওনার সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন- 01337707593

#কক্সবাজার

কঠিন প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আপন মেয়ে নিজ মাদ্রাসার ছাত্রীদেরকে উত্ত্যক্ত ও ইভটিজিং এর প্রতিবাদ করায় হুফফাজুল ...
15/05/2025

কঠিন প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

আপন মেয়ে নিজ মাদ্রাসার ছাত্রীদেরকে উত্ত্যক্ত ও ইভটিজিং এর প্রতিবাদ করায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্রগ্রাম বিভাগীয় ও কক্সবাজার জেলা সেক্রেটারি ও চকরিয়া উপজেলা ওলামা মাশায়েখ আইম্যা পরিষদের সভাপতি
#হাঃমাওলানা জামাল উদ্দিন তৌহিদ কে ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের জোর দাবি জানাচ্ছি।

আলেমদের প্রতি বৈষম্যমূলক আচরণ এর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবী।

15/05/2025

চকরিয়া জমজম হাসপাতালে ১৪৪ ধারা জারী!

আগামী ১৭মে ইজিএম বন্ধ ঘোষনা

ব্রেকিং নিউজ---চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি রেঞ্জ অফিসের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অনেকে হতাহতের ঘটনা ঘটেছে---
02/04/2025

ব্রেকিং নিউজ---
চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে
চুনতি রেঞ্জ অফিসের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অনেকে হতাহতের ঘটনা ঘটেছে---

21/03/2025
21/03/2025
21/03/2025
শুরুটা হয়েছিলো ডেনমার্ক থেকে আসা(ক্যাপ্টেন) Jamal Bhuyan কে দিয়েতারপর ফিনল্যান্ড থেকে Tariq Kazi। এবারের নামটা ত আরো বড় ...
14/03/2025

শুরুটা হয়েছিলো ডেনমার্ক থেকে আসা
(ক্যাপ্টেন) Jamal Bhuyan কে দিয়ে

তারপর ফিনল্যান্ড থেকে Tariq Kazi।

এবারের নামটা ত আরো বড় প্রিমিয়ার লিগ খেলা Hamza Choudhury সাথে কাজেম শাহ্ ,ফাহামিদুল ইসলামেরা লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে চলছেন।

জামাল ভুঁইয়া - ডেনমার্ক (🇩🇰)
তারিক কাজি - ফিনল্যন্ড (🇫🇮)
হামজা চৌধুরী - ইংল্যান্ড (🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿)
কাজেম শাহ - কানাডা (🇨🇦)
ফাহামিদুল ইসলাম - ইতালি (🇮🇹)

আশাকরি, তাদের হাত ধরেই ২৫ তারিখে ভারত কে হারিয়ে বাংলাদেশ ফুটবলের গন জাগরন শুরু হবে... 🇧🇩⚽

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন সিরাজ-উদ-দৌলা চৌধুরী...
14/03/2025

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন সিরাজ-উদ-দৌলা চৌধুরী...

কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের...
14/03/2025

কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব এ্যান্তোনিও গুতেরেস।

15/02/2025

ডেভিল হান্ট অপারেশনে বরইতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানভীর আটক

Address

Cox's Bazar

Telephone

+8801704121394

Website

Alerts

Be the first to know and let us send you an email when চকরিয়ার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চকরিয়ার খবর:

Share