The Vlog Baaz

The Vlog Baaz Welcome To "The Vlog Baaz" Official page❤🤗
(3)

পাহাড়তলী, কক্সবাজার। 🙂🐸
15/07/2025

পাহাড়তলী, কক্সবাজার। 🙂🐸

📍 সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার। তবে রাতের বেলা কিছু পকি-রা ডাকবে, তাদের থেকে সাবধান। 🙃
13/07/2025

📍 সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার।
তবে রাতের বেলা কিছু পকি-রা ডাকবে, তাদের থেকে সাবধান। 🙃

13/07/2025

It's time to Go 🏃‍♂️🏃

ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। অনেক কষ্ট এবং অর্থের বিনিময়ে প্রতিষ্ঠা করে ফেললাম "কক্সবাজার শৈবাল কলেজ" - ...
12/07/2025

ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে।
অনেক কষ্ট এবং অর্থের বিনিময়ে প্রতিষ্ঠা করে ফেললাম "কক্সবাজার শৈবাল কলেজ" - যে কলেজে শুধুমাত্র কাপলরাই পড়তে পারবে।
তাহলে দেরি না করে আপনার বন্ধু-বান্ধবীকে মেনশন করুন এবং কলেজে ভর্তি হতে সহযোগীতা করুন।

#শৈবাল কলেজ, #কক্সবাজার

হারানো বিজ্ঞপ্তি,পশ্চিম মেরংলোয়া ফঁতেখারকুল ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাঁকখালী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তানভীর। প...
30/06/2025

হারানো বিজ্ঞপ্তি,
পশ্চিম মেরংলোয়া ফঁতেখারকুল ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাঁকখালী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তানভীর। পিতা-আনোয়ার হক ছেলেটির বয়স ১৫ বছর।আজ সকাল আটটা থেকে নিখোঁজ হয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ
01826-557447
01822-930968

13/06/2025

ঈনানী বীচের বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট।
Abbasy Inani Beach Resort & Cafe Arobi.
Inani Beach Point, Marine Drive Road, Cox's Bazar.

এটাই তাদের শেষ সেলফি 💔ছবিটি কত-শত স্বপ্নের কথা বলে আত্নীয় স্বজনদের পাঠিয়েছেন তারা বিমানে উঠার পর। স্বামী ইঞ্জিনিয়ার, স্ত...
12/06/2025

এটাই তাদের শেষ সেলফি 💔
ছবিটি কত-শত স্বপ্নের কথা বলে আত্নীয় স্বজনদের পাঠিয়েছেন তারা বিমানে উঠার পর। স্বামী ইঞ্জিনিয়ার, স্ত্রী ডাক্তার। স্বামী থাকতেন লন্ডনে। স্ত্রী চাকরি করতো ভারতে। মাত্র কয়েকদিন আগেই তুলনামূলক লন্ডনে সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে মনে করে চাকরি ছেড়েছেন তার স্ত্রী। কতো স্বপ্ন, কতো ইচ্ছে আর কতো আনন্দ নিয়ে তারা যাচ্ছিলেন। আর ফুলের মতো সুন্দর ৩টা বাচ্চাও নিমিষেই শেষ হয়ে গেল।
শোক ও শ্রদ্ধা সকলের প্রতি 🙌

Thank You Leo Messi 🐸
10/06/2025

Thank You Leo Messi 🐸

📌 বিগ ম্যাচ প্রেডিকশন পোস্ট..! 💥বাংলাদেশ 🆚 সিঙ্গাপুর ম্যাচেMe: 3-1
10/06/2025

📌 বিগ ম্যাচ প্রেডিকশন পোস্ট..! 💥

বাংলাদেশ 🆚 সিঙ্গাপুর ম্যাচে
Me: 3-1

যে লড়াই মুসলমানদের করার কথা, সেখানে নেতৃত্ব দিচ্ছে একজন অমুসলিম কিশোরী Greta Thunberg একজন পরিবেশকর্মী,ধর্মে মুসলমান নয়,...
09/06/2025

যে লড়াই মুসলমানদের করার কথা, সেখানে নেতৃত্ব দিচ্ছে একজন অমুসলিম কিশোরী Greta Thunberg
একজন পরিবেশকর্মী,ধর্মে মুসলমান নয়,কিন্তু হৃদয়ে ধারণ করে মানবতা, সাহস আর ন্যায়ের ভাষা।

সে ফিলিস্তিনের জন্য খাবার নিয়ে রওনা হয়,
যেখানে প্রতিদিন শিশুদের উপর বোমা বর্ষণ হয়,
নারীদেরকে হত্যা করা হয়, হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া হয়,সেই গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য Greta Thunberg এগিয়ে যায়।

কিন্তু ইসরায়েলি দখলদাররা তাকে তাদের জলসীমায় ঢোকার পর অপহরণ করে। একজন কিশোরীকে যারা ভয় পায়, তারা আসলে নিজেদেরই অপমান করছে

প্রশ্ন হচ্ছে, ৫৬টি মুসলিম দেশ কি শুধু নিজেদের ক্ষমতা, আরবের তেল আর বিলাসবহুল রাজপ্রাসাদ নিয়েই ব্যস্ত থাকবে?মানবতা যদি আজ Greta Thunberg-এর হাতে নিরাপদ হয়,
তাহলে মুসলিম উম্মাহ কোথায়?

কেউ বলে "নৈতিক সমর্থন দিচ্ছি
কেউ আবার শুধু চুপচাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে

মনে রাখুন,আপনি চুপ থাকলেই আপনি নিরপেক্ষ নন,
আপনি অন্যায়ের পক্ষে।

Greta Thunberg আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে,
আমরা মুসলমান হয়ে উম্মাহর দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছি।
আজ ফিলিস্তিন শুধু বোমার আঘাতে নয়,
আমাদের নীরবতায়ও ধ্বংস হচ্ছে।

Greta Thunberg-এর মুক্তি চাই
ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে কঠোর পদক্ষেপ চাই
আর এই নীরবতা ভাঙার সময় এখনই! পরে নয়।

যদি মুসলিম বিশ্ব জেগে না ওঠে,
তাহলে ইতিহাসে লেখা থাকবে
মানবতা রক্ষা করতে মুসলিমদের নয়, অমুসলিম Greta Thunberg-এর সাহস ছিল!





Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when The Vlog Baaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Vlog Baaz:

Share

Category