কক্স রেজু টিভি- CR tv

কক্স রেজু টিভি- CR tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কক্স রেজু টিভি- CR tv, Broadcasting & media production company, কক্সবাজার, Cox's Bazar.

03/03/2022

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের বন্দরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী পণ্যবাহী জাহাজে "রকেট" হামলা।

আগুনে দগ্ধ জাহাজ ও নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার।

তথ্য সূত্রঃ Jamuna tv

01/03/2022

গত কয়েকদিন আগে মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অজ্ঞাত "কিশোরের" লাশ উদ্ধার ঘটনার রহস্য উদঘাটন করলো RAB -15

নিহত কিশোর ওয়ারেজ একজন টমটম চালক ছিলেন।

বিস্তারিত ttn এর ভিডিওতে দেখুন।

মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার।
26/02/2022

মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার।

লিটনের শতকে ২য় ওয়ানডে তে সফরকারী আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ।
25/02/2022

লিটনের শতকে ২য় ওয়ানডে তে সফরকারী আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ।

পিলখানা হত্যার ১৩ বছর আজ... ২০০৯ সালের আজকের এই দিনে হত্যা করা হয় বাঙালি জাতির বীর সন্তানদের। কিছু সময়ের গোলাগুলিতে নিস্...
25/02/2022

পিলখানা হত্যার ১৩ বছর আজ...

২০০৯ সালের আজকের এই দিনে হত্যা করা হয় বাঙালি জাতির বীর সন্তানদের। কিছু সময়ের গোলাগুলিতে নিস্তব্ধ হয়ে যায় পুরো দেশ। জাতি সেদিন হারিয়েছিলো ৫৭ জন চৌকস সেনাসদস্য।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারীর সকালে দেশি বিদেশি ষড়যন্ত্রে সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের দরবার হল থেকে বিদ্রোহের সূচনা হয়। শহীদ হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। তারা চেয়েছিলো দেশের জাতীর বীর সন্তানদের হত্যা করে বাংলাদেশকে এক অন্ধকারে তলিয়ে দিতে।

রক্তাক্ত সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

ওই ঘটনা ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা ও অর্থনৈতিক-সামাজিক নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। শুধু তাই নয়, ষড়যন্ত্রের মাধ্যমে একটি দক্ষ, প্রশিক্ষিত বাহিনীকে ধ্বংসেরও চেষ্টা।

বিদ্রোহ অবসানের পরদিন পিলখানায় পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রীসহ সেনা কর্মকর্তাদের লাশ।

আজ এই দিনে স্মরণ করছি শহাদাত বরণ করা জাতীর সেই সকল সূর্য সন্তানদের। মহান সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

Bangladesh Military Affairs

22/02/2022

কক্সবাজার সাগরে ধরা পড়ল ২১০ কেজি ওজনের বিশাল "কৈ কোরাল" মাছ...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রইল সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম।
21/02/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রইল সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম।

বিপিএল-২০২২ আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে সাকিব-গেইলের ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে ৩য় বারের মত শিরোপা জিতল মুস্তাফিজ-ইমরুল...
18/02/2022

বিপিএল-২০২২ আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে সাকিব-গেইলের ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে ৩য় বারের মত শিরোপা জিতল মুস্তাফিজ-ইমরুল-লিটনদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

18/02/2022

উখিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে ও পরিকল্পনায় নির্মিতব্য শিশুপার্ক এর প্রাথমিক নকশার ভিডিও।

শিশুপার্কটি ডিজাইন করা হয়েছে প্রজাপতির আদলে। উপজেলা পরিষদের অভ্যন্তরে লেকের পাড়ে তৈরী হবে উখিয়া উপজেলার প্রথম শিশুপার্ক।

ব্রেকিং নিউজকক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার ধুরুমখালি স্টেশন এলাকায় মিনিবাস-সিএনজি মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির ড...
17/02/2022

ব্রেকিং নিউজ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার ধুরুমখালি স্টেশন এলাকায় মিনিবাস-সিএনজি মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির ড্রাইভারসহ ২জন নিহত, আহত ৩ জনের অবস্থা আশংকাজনক।

৬০ বছরের উপরে দেশের সব নাগরিকদের পেনশনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
17/02/2022

৬০ বছরের উপরে দেশের সব নাগরিকদের পেনশনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া বালুখালী টিভি টাওয়ার এলাকায় উঠনিতে লবণবাহী ট্রাক-মালবাহী ট্রাক ও পিক...
17/02/2022

আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া বালুখালী টিভি টাওয়ার এলাকায় উঠনিতে লবণবাহী ট্রাক-মালবাহী ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে উল্টে গেল তিনটি গাড়ি।

ব্রেকিং নিউজকক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যাপালং চেকপোস্ট এলাকায় কার্ভাড ভ্যান-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত সহ ৬ জ...
16/02/2022

ব্রেকিং নিউজ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যাপালং চেকপোস্ট এলাকায় কার্ভাড ভ্যান-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত সহ ৬ জন হতাহতে খবর পাওয়া গেছে।

আহতদের অবস্থা আশংকাজনক।

উখিয়ার মরিচ্যাবাজারে নিখোঁজের ৫ দিন পর নিজ গোডাউন থেকে ব্যবসায়ী জসিমের লাশ উদ্ধার  উখিয়ায় নিখোঁজ হওয়ার ৫ দিন পর ব্যবসায়ী...
16/02/2022

উখিয়ার মরিচ্যাবাজারে নিখোঁজের ৫ দিন পর নিজ গোডাউন থেকে ব্যবসায়ী জসিমের লাশ উদ্ধার


উখিয়ায় নিখোঁজ হওয়ার ৫ দিন পর ব্যবসায়ী জসিম উদ্দিনের লাশের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। জসিমের কাছে থাকা কয়েক লাখ টাকার লোভে তাকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা এমনটি ধারণা স্থানীয়দের। এ ঘটনার পর থেকে জসিমকে বহনকারী টমটম চালক এলাকায় নেই বলেও জানা গেছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে পশ্চিম মরিচ্যা বাজারস্থ সৌদি প্রবাসী বদি আলমের মার্কেট থেকে নিখোঁজ ব্যবসায়ী জসিমের নিজস্ব গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো: হোছন নামে একজন দুপুর ১২ টার দিকে পাশ্ববর্তী বিলে ঘাস কাটতে গেলে সেখানে একটা হাতুড়ি কুড়ে পায়।
এই খবরে অপরাপর স্থানীয়রা তার গোডাউনের দিকে এগিয়ে গেলে লাশের দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর গোডাউনের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে নিখোঁজ স্বামী জসিম উদ্দিনের সন্ধান পেতে উখিয়া থানা পুলিশ ও র‌্যাব-১৫ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন দুই সন্তানের জননী জোসনা আকতার।
সরেজমিনে জানা গেছে, দীর্ঘদিন ধরে উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর ছেলে জসিম উদ্দিন (৩৫) মরিচ্যাবাজারস্থ নাঈমা এন্টারপ্রাইজ নামীয় ডিলার ব্যবসা পরিচালনা করে আসছে। ঘটনার দিন ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সে মরিচ্যা বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়।
এ ব্যাপারে জসিম উদ্দিনের স্ত্রী জোসনা আকতার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর সাথে কারো বিরোধ নেই। ঘটনার দিন রাত ১১টার দিকে স্বামীর সাথে ফোনে কথা হলে কিছু বাজার নিয়ে আসার জন্য বলি। পরে রাত সাড়ে ১২টার দিকেও বাড়ী না ফেরায় পুনরায় মোবাইলে চেস্টা করলে তার ব্যবহৃত ০১৮৮১২২৫৩২২ ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সারারাত না ফেরায় ভোর পৌনে ৫টার দিকে পরিবারের লোকজনসহ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখি অফিস ও গোডাউনে তালা লাগানো ছিল। আমি কাকে নিয়ে বাঁচবো।
এ ব্যাপারে তার চাচা ও পার্শ্ববর্তী ব্যবসায়ী মৃত হাবিব উল্লাহর ছেলে শামশুল আলম বলেন, সে অনেক কষ্ট করে তার ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানী গুলোর সাথেও তার লেনদেন ভালো ভাবে চলছে। ঘটনার দিন রাত ১০টার দিকে তার আমার শেষ কথা হয়।

নামপরিচয়হীন অজ্ঞাত ছবির লোকটি মারা গিয়েছেন। সে বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে পড়ে আছে।চকরিয়া ন...
11/02/2022

নামপরিচয়হীন অজ্ঞাত ছবির লোকটি মারা গিয়েছেন। সে বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে পড়ে আছে।

চকরিয়া নতুন বাস টার্মিনাল থেকে লোকজন ধরাধরি করে হাসপাতালে দিয়ে গেছে। অনুগ্রহ করে কেউ চিনে থাকলে পরিবারকে খবর পৌছে দিন। চকরিয়া থানাকেও অবহিত করা হয়েছে।

সংগৃহীত

চকরিয়া মালুমঘাটে মৃত বাবার পুজা দিয়ে ফেরার পথে আপন পাঁচ ভাই নিহত।কক্সবাজারের চকরিয়ায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় ...
08/02/2022

চকরিয়া মালুমঘাটে মৃত বাবার পুজা দিয়ে ফেরার পথে আপন পাঁচ ভাই নিহত।

কক্সবাজারের চকরিয়ায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের পাঁচ সহোদর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)।

কক্সবাজার আন্তঃজেলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে শক্তিশালী পেকুয়া ক্রিকেট একাডেমিকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্প...
05/02/2022

কক্সবাজার আন্তঃজেলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে শক্তিশালী পেকুয়া ক্রিকেট একাডেমিকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হন উখিয়া উপজেলা ক্রিকেট টিম।

04/02/2022

মেজর সিনহা হত্যার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ওসি প্রদীপের কুকর্মের আবাসস্থল "জলসাঘর"।

Address

কক্সবাজার
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কক্স রেজু টিভি- CR tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share