26/06/2022
✪ প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা - ২০২২ ✪
☞ Name: Md. Omar Faruque Babu
☞ Subject: English Literature
☞ District: Lalmonirhat
☞ Serial no: 27
☞ Time : After Lunch (3.30pm.)
☞ Duration: about 10mins
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ+ সালাম+ আসন গ্রহণ
DC Sir: কোথায় পড়াশোনা করেছেন?
Me: Carmichael College,Rangpur.
DC Sir: কোন সাবজেক্ট?
Me: English Literature
DC Sir: পঞ্চম শ্রেণির ইংরেজি বই সামনে এগিয়ে দিয়ে বললেন, এখান থেকে রিডিং পড়ুন অর্থসহ
Me: পুরো প্যাসেজের তিন চতুর্থাংশ পড়লাম অর্থসহ।
DC Sir: থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন- ইংরেজি সাহিত্যের Epic এর নাম বলেন।
Me: Iliad and Odyssey.
DC Sir: এগুলো ছাড়াও প্রাচীন এপিকের নাম বলেন
Me: Beowulf.
DC Sir: Beowulf এর ভাষা কি /কোন ভাষায় লেখা হয়?
Me : স্যার Beowulf ইংলিশে লেখ হয় নি। এটা অন্য একটা ভাষায় লেখা হয় কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না😢
DC sir: ওকে, এটা Anglo Norman Language এ লেখা হয়। দেন আবার কোশ্চেন- Elizabethan Period এর কয়েকজন কবির নাম বলেন।
Me: William Shakespeare ছাড়া আর কারো নাম মনে পড়ছিল না। ডিসি স্যার বল্লেন- John Milton
DC Sir: Vitorian Age এর কয়েকজন সাহিত্যিকের নাম বলেন..
Me: Robert Browning, Thomas Hardy,Charles Dickens, George Eliot... স্যার থামিয়ে দিলেন।
DC Sir: William Shakespeare এর চারটা Tragedy র নাম বলেন।
Me: Romeo and Juiet, Othello, Hamlet,Mackbeth (Romeo and Juiet বলার সময় কনফিউজড ছিলাম। মনে হচ্ছিল এটা বোধহয় Comedy!😢)
DC Sir: Hamlet র পটভূমি বলুন
Me: Answered
DC Sir: Canterbury Tales কার লেখা?
Me: Geoffrey Chaucer.
DC Sir: তিনি আর কি কি লিখেছেন?
Me: The House of Fame,Parlement of Foules.
DC Sir: Alliteration কি?
Me: the repetition of consonant sounds in two words.......
এরপর উনি ক্লাস ফাইভের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই দেখে প্রশ্ন করলেন- যুক্তফ্রন্ট কত সালে ক্ষমতায় আসে?
Me: ১৯৫৪ সালে।
DC Sir: কোন কোন দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয়?
Me: আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।
DC Sir: গণতন্ত্রী পার্টি? ওটা কমিউনিস্ট হবে মনে হয়, হাজি দানেশের! 😢
Me: 😢😢
DC Sir: যুক্তফ্রন্ট কতদিন ক্ষমতায় ছিল?
Me: ৫৬ দিন! (কনফিউজড ছিলাম) DC sir বললেন ঠিক আছে।
DC Sir: ok, এরপর উনি DPEO এবং PTI sir কে বললেন কোনো প্রশ্ন করবেন কিনা?
PTI Sir: না, আর কি প্রশ্ন করব! সবই তো পারছে শুধু একটা ছাড়া!! এরশাদ সাহেব কতদিন ক্ষমতায় ছিলেন ওটা শুধু বলতে পারেন নি, তাই না? ডিসি স্যার বললেন, না যুক্তফ্রন্ট কতদিন ছিল ক্ষমতায় এটা প্রশ্ন ছিল, পেরেছে।(একচুয়ালি ঐসময় PTI Sir আমার NID Card check করতেছিল। উনি বললেন, তাহলে ঠিক আছে আসুন।
আসার জন্য উঠব উঠব এমন সময় DPEO Sir বললেন আমি একটা প্রশ্ন করি- who is the father of modern poetry?
Me: Geoffrey Chaucer.
DPEO Sir: ওকে, আপনি আসুন।
সালাম দিয়ে বিদায় হলাম।
Experienceঃ পুরা ১০ মিনিটের মতো আমারে ইচ্ছামতো কোপাইসে😁😁😁😁😁
✍️✍️সবার জন্য সাজেশন (বিশেষ করে লালমনিরহাট জেলার পাব্লিকের জন্য) আপনারা নিজের সাবজেক্ট+ ক্লাস ফাইভের ইংরেজি বইয়ের Preface, এটা ভালো করে অর্থসহকারে পড়ে যাবেনই যাবেন। এটা পড়তে দিবেই। কারণ আজকে কমবেশি সবাইকেই এটা পড়তে লাগায় দিসে। এখানে Pronunciation দেখে। আর ক্লাস ফাইভের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটা ভালো করে দেখে যাবেন।
বি.দ্র. আমাকে সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কে কিছু জিজ্ঞেস করে নি।(এটা নিয়ে খুব টেনশনে ছিলাম😁)
[ #সংগৃহীত]