দৈনিক সেন্টমার্টিন-The daily saintmartin

দৈনিক সেন্টমার্টিন-The daily saintmartin শেষ প্রান্তের খবর দেশজুড়ে.......

20/03/2025

চকরিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিক্ষক খাইরুদ্দীনকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত মানহানিকর ছবি ছড়িয়ে দেয়ার প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই সাথে আইনের আশ্রয় নিবেন বলে জানান....

চকরিয়া প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চকরিয়া প্রতিনিধি (কক্সবাজার) কক্সবাজারের চকরিয়ায় ঐতিহ্যবাহী প্রেসক্লাবে...
17/03/2025

চকরিয়া প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধি (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় ঐতিহ্যবাহী প্রেসক্লাবের
আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তন 'সুগন্ধা' হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার পরবর্তী প্রেসক্লাবে বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, প্রধান বক্তা উপজেলা কক্সবাজার জেলা বিএনপি সহসভাপতি চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, বিশেষ আলোচক, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল কাদের প্রাইম।

এসময় আরও উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন, চকরিয়া উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল আল- আমিন বিশ্বাস, চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা উপ- পরিদর্শক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মুহাম্মদ মানিক, চিরিংগা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকরিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টুসহ প্রমূখ।

গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে।

তিনি আরও বলেন, প্রেসক্লাবের এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি মাধ্যম। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইফতার ও দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।

15/03/2025

চকরিয়ার খুটাখালীতে মাঠ থেকে লবণ লুটের অভিযোগ...

দেশব্যাপী চলমান প্রতিরোধ,ধর্ষকের সবোর্চ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা করার দাবিতে চকরিয়ার ছাত...
09/03/2025

দেশব্যাপী চলমান প্রতিরোধ,ধর্ষকের সবোর্চ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা করার দাবিতে চকরিয়ার ছাত্রসমাজের মানববন্ধন...

আজ রোববার (৯ মার্চ) চকরিয়া পৌর শহরে (চট্টগ্রাম - কক্সবাজার) মহাসড়ক প্রদক্ষিণ করে এই মানববন্ধন টি।

চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবন্ধীর জমি দখলচকরিয়া প্রতিনিধি:চকরিয়া পৌরসভার আতব্বর পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা...
07/03/2025

চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবন্ধীর জমি দখল

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া পৌরসভার আতব্বর পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নুরুল কবির নামে এক প্রতিবন্ধীর জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মনজুর আলমের বিরুদ্ধে।আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে পারছেনা অসহায় পরিবার।

পৌরসভার পুকপুকুরিয়া ৯নং ওয়ার্ড ভুক্তভোগীর বসতঘর সংলগ্ন জমিতে বিগত কয়েকদিন ধরে এ স্থাপনা তৈরি করে যাচ্ছেন।এ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকায়।

ভুক্তভোগী পরিবার জানায়-পশ্চিম পুকপুকুরিয়া মৌজার বিএস ১৪৯২ নম্বর খতিয়ানভুক্ত ৩৯৮ দাগের আন্দর ০,১১৩৩ একর জমিতে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করে।যার মামলা নং ৪২/২০১৫

১৪৪ধারা নোটিশ চকরিয়া পুলিশের টিম তাদের বাড়িতে এসে দিয়েছেন।এরপরে পুলিশের টিম ২,৩ বার শান্তিশৃঙ্খলা রক্ষা ও কাজ বন্ধ রাখার কথা বললেও বিবাদী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মনজুর আলম কাজ বন্ধ না রেখে বাড়ি নির্মাণ করে যাচ্ছে।
তারা এলাকার প্রভাবশালী হওয়ায় আইনের সিদ্ধান্ত মানছেনা।

দৃষ্টি প্রতিবন্ধী নুরুল কবির বলেন-বিগত ১৩, ১৪ বছর পূর্বে এলাকার কফিল উদ্দিনের কাছথেকে ১০০শত টাকার তিনটি নন জুটিসিয়াল ষ্ট্যাস্প মূলে লভ্যাংশের ভিত্তিতে বিশ হাজার টাকা নিয়েছিলেন।
উক্ত টাকা তাকে ফেরত দিলেও ষ্ট্যাস্প ফেরত দেয়নি।
এরপরে অনেকবার ষ্ট্যাস্প গুলো চাইতে গেলে সর্বশেষ হারিয়ে গেছে বলে তিনি বলেন।

বিগত ১৪ বছর পর আমার প্রতিপক্ষ মনজুর আলম কফিল উদ্দিনের কাছথেকে নিয়ে উক্ত ষ্ট্যাস্প মূলে টাকা নিয়েছি বলে পূরণ করে আমার পৈত্রিক জমি জোরপূর্বক দখল করছে।যা সত্যি নয়।তারা স্থানীয় বিচার সালিসে ওই ষ্ট্যাস্প উপস্থাপন করেনা।
সালিসে তার ষ্ট্যাস্পটি পূর্বের এবং হয়রানি করার জন্য নন জুটিসিয়াল ষ্ট্যাস্প পূরণ করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।
প্রতিবন্ধী কবির ষ্ট্যাস্প উদ্ধার সহ ন্যায় বিচার প্রত্যাশা করেন।

এলাকার মো:মামুন নামে এক যুবক জানায়-নন জুটিসিয়াল ষ্ট্যাস্প নিয়ে বিগত ৩ মাস পূর্বে তার কাছে এসেছিল এলাকার কফিল।ওই সময় তারা বলেছিল প্রতিবন্ধী নুরুল কবিরের কাছথেকে টাকা পাবে বলে পূরণ করে তাকে সাক্ষী থাকতে।যার বিনিময়ে তাকে কিছু টাকা দিবেন।
দেড় মাস পূর্বে একদিন রাতে এলাকার আলী হোসনের বাড়িতে আবারো সাক্ষীর প্রস্তাব দেন মনজুর।

১৩ বছর পূর্বের ষ্ট্যাস্প জানতে পেরে এবং প্রতিবন্ধী নুরুল কবির ক্ষতিগ্রস্ত হবে জেনে তিনি স্বাক্ষর করেনি।
উক্ত প্রস্তাব ফিরিয়ে দেন।

জানতে চাইলে মনজুর আলমের ছেলে মনিরুল ইসলাম দাবি করেন তারা ১৪৪ ধারার নোটিশ পেয়েছেন এবং পুলিশ এসে কাজ না করার জন্য বলছেন।

চকরিয়া থানার ওসি তদন্ত মো: ইয়াছিন মিয়া বলেন, আদালতে নির্দেশ বাস্তবায়ন করা হবে।কেউ যদি তা অমান্য করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

26/02/2025

কক্সবাজারের রামুর জোয়ারিয়ারনালা থেকে পালিয়ে বিয়ে পরে পরিবারের উদ্দেশ্যে যা বললেন তরুণ তরুণী...

চকরিয়া থানা এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটককৃতরা জড়িত নয় দাবি করে সংবাদ সম্মেলন...এসময় ভুক্তভোগী পরিবার বলেন; চ...
23/02/2025

চকরিয়া থানা এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটককৃতরা জড়িত নয় দাবি করে সংবাদ সম্মেলন...

এসময় ভুক্তভোগী পরিবার বলেন; চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া নিজের ব্যর্থতা ডাকতে নিরিহ মানুষদের ডাকাত সাজিয়ে গ্রেফতার দেখিয়েছেন।

অধিকতর তদন্তের আবেদন করেছেন আটককৃতদের পরিবার।

গর্ভবতী মহিলাকে রক্ত দিতে ছুটে গেলেন চকরিয়া থানার ওসি মনজুর চকরিয়া প্রতিনিধি একজন প্রসূতি মায়ের জরুরী রক্তের প্রয়োজনে নি...
19/02/2025

গর্ভবতী মহিলাকে রক্ত দিতে ছুটে গেলেন চকরিয়া থানার ওসি মনজুর

চকরিয়া প্রতিনিধি

একজন প্রসূতি মায়ের জরুরী রক্তের প্রয়োজনে নিজেই রক্ত দিতে ছুটে গেলেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনুজর কাদের ভূঁইয়া।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে পৌরশহরে বেসরকারি একটি হাসপাতালে ওই প্রসূতি মাকে রক্ত দান করেন তিনি। এসময় আর্থিক সহায়তাও দেন ওই প্রসূতি মাকে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে মহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর এই মানবিকতার জন্য সাধুবাদ জানিয়েছেন।

জানা যায়, চকরিয়া পৌরশহরে বেসরকারি একটি হাসপাতালে প্রসূতি মাকে বাঁচাতে এদিক-সেদিক ছোটাছুটি করছিলেন স্বজনরা। বি পজিটিভ রক্তের অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন সদ্য জন্ম দেওয়া এক শিশুর মা। খবর পেয়ে রক্তদানে এগিয়ে আসেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবিক পুলিশ অফিসার ওসি মনজুর কাদের ভূঁইয়া।

তিনি বলেন, জীবনের মূল উদ্দেশ্য হল মানবসেবা। পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মানবিকতাকে মনে প্রাণে লালন করি। শত ব্যস্ততার মাঝেও একজন মানুষ হিসেবে শিশুটির কথা ভেবে ওই প্রসূতি মাকে রক্ত দেই। একটি ক্ষুদ্র মানবিক কাজে নিজেকে নিযুক্ত করতে পেরে সাচ্ছন্দ্যবোধ করছি।

07/02/2025

চকরিয়া সিটি কলেজের প্রিন্সিপাল সালাউদ্দীনের বিরুদ্ধে সাবেক কমিশনার ছৈয়দ আলমের জমি দখলের অভিযোগ..

চকরিয়া থানার শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক মো: ইয়াছিন মিয়া চকরিয়া উপজেলার বদরখালীতে সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডের ঘটনায়...
07/02/2025

চকরিয়া থানার শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক
মো: ইয়াছিন মিয়া

চকরিয়া উপজেলার বদরখালীতে সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ে মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে জানুয়ারি ২০২৫ সালে কক্সবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইয়াছিন মিয়া।

বিচক্ষণ এ পুলিশ পরিদর্শক ইয়াছিন মিয়া চকরিয়া থানায় যোগদানের পর থেকে নানা কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

মগবাজার দায়ী ইলাল্লাহ ফোরামের নতুন কমিটি সভাপতি: আতিক ও সেক্রেটারী: হেলাল চকরিয়া পৌর এলাকার দ্বীনি ও সামাজিক সংগঠন মগবাজ...
03/02/2025

মগবাজার দায়ী ইলাল্লাহ ফোরামের নতুন কমিটি
সভাপতি: আতিক ও সেক্রেটারী: হেলাল

চকরিয়া পৌর এলাকার দ্বীনি ও সামাজিক সংগঠন মগবাজার দায়ী ইলাল্লাহ ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ফেব্রুয়ারী বিকাল ৫টায় মগবাজারস্থ একটি মিলনায়তনে এক জরুরী সভায় দ্বায়ী ইলাল্লাহ ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব সংক্ষিপ্ত এই কমিটি ঘোষণা করেন। দ্বায়ী ইলাল্লাহ ফোরামের উক্ত নতুন কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক ও সেক্রেটারী হেলাল উদ্দিন।

Address

Coxs Bazar
Cox's Bazar
4740

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সেন্টমার্টিন-The daily saintmartin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share