Murshed media

Murshed media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Murshed media, Digital creator, Cox's Bazar.

✅Follow ফলো করুন পরবর্তী নতুন খবর পেতে
✅আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
✅ ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো ✊
✅ দুর্নীতিবাজদের হাতে দেশ তুলে দিবো না ✊
✅ এই দেশ সম্পুর্ন ইসলামী আইন বাস্তবায়ন হবে ✊
___------____----- ইনশাআল্লাহ ___---__

লিডার আসছে এয়ারপোর্ট কাঁপছে ? 😀
27/05/2025

লিডার আসছে এয়ারপোর্ট কাঁপছে ? 😀

We got Meme characters in bank Note before GTA 6
27/05/2025

We got Meme characters in bank Note before GTA 6

কাম সারছে মামা 😀 ??
27/05/2025

কাম সারছে মামা 😀 ??

17/02/2025

আপনাদের দলের স্বার্থে আপনাদের সম্মানের স্বার্থে মুখের লাগাম টানুন ❌🚫

মক্কা মনে হয় শাহজাহান চৌধুরীর বাড়ি
উখিয়া বিএনপির নেতা।
#নাউজুবিল্লাহ

মোংলা পৌর বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। বলেছেন, কোরআন একটা ভাঁওতাবাজি। কোরআন জামায়াতে ইসলামীর ভাঁওতাবাজি।
বিএনপির এই নেতা আরও বলেন, ভোর বেলা, ফজরের নামাজের সময় মসজিদের প্রথম লাইন (জামায়াত শিবির) তারা দখল করে রাখে।
বিএনপির এই নেতা কোরআন কে ভাঁওতাবাজি বলে অপমানকর বক্তব্য তিব্র নিন্দা জানাচ্ছি। মহান আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করুন।

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই #বেহেশত নিশ্চিত,
#জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের #সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সঙ্গে ছিল।
চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত।’ #আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২০০ করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এর পাশেই মসজিদ। জোহরের নামাজের সময় হলে তিনি (কামরুল হুদা) #মোয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন। এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই চলমান রাখা হয়।
মহান আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করুন।
@হাইলাইট করুন

😁😁😁পুলাপাইন আর ভালো হ ই লি না 😀😀
17/02/2025

😁😁😁পুলাপাইন আর ভালো হ ই লি না 😀😀

17/02/2025

ইদানিং বিএনপির
নেতা কর্মীরা লাগামহীন কথা বলে যাচ্ছে ।
লাগাম টানুন - জনতা এখনো ✊✊✊আছে ✊✊✊

আমাদের সন্তানের জন্য দোয়া করবেন 😀 ভবিষ্যতে আমার মতো দুর্নীতিবাজ স্বৈরাচারী বানাতে পারি 😁 আমার ছেলের জন্য একটা নাম পছন্দ...
17/02/2025

আমাদের সন্তানের জন্য দোয়া করবেন 😀 ভবিষ্যতে আমার মতো দুর্নীতিবাজ স্বৈরাচারী বানাতে পারি 😁 আমার ছেলের জন্য একটা নাম পছন্দ করুন সবাই কমেন্ট করে জানান



হাউন আংকেলের ছোট পাখির প্রতিক নিয়ে ফিরে আসবি 😁 কখনো ভাবিনি 😁বিস্তারিত 👇👇👇👇নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের ...
17/11/2024

হাউন আংকেলের ছোট পাখির প্রতিক নিয়ে ফিরে আসবি 😁 কখনো ভাবিনি 😁

বিস্তারিত 👇👇👇👇
নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

দেশে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে। গতকাল ১৬ নভেম্বর রাজধানীরা ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠনে ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা।

ট্রাম্প কে বিচার না দিলেও পারতো 😁😁 #ফাসিবাদি_হাসিনা
17/11/2024

ট্রাম্প কে বিচার না দিলেও পারতো 😁😁
#ফাসিবাদি_হাসিনা

ফ্যাসিস্ট আ.লীগের কার্যালয়কে জাতীয় টয়লেট হিসেবে ঘোষণা দেয়া হোক। পুরো জাতী সারাজীবন মনে রাখবে তাহলে এদের ঘৃন্য কর্মকান্ডে...
17/11/2024

ফ্যাসিস্ট আ.লীগের কার্যালয়কে জাতীয় টয়লেট হিসেবে ঘোষণা দেয়া হোক। পুরো জাতী সারাজীবন মনে রাখবে তাহলে এদের ঘৃন্য কর্মকান্ডের কথা।

এবারের ইজতেমাতে আসা মুসল্লী ভাইয়েরা এখানে হাগু করা একটি পূন্যের কাজ মনে করে অন্তত একবেলা হেগে যাবেন প্লিজ।

এই সেই কার্যালয় যেখান থেকে লগী বৈঠার তাণ্ডব আর শাপলায় গণহত্যার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

17/11/2024

২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের জানাজাপূর্ণ সমাবেশে আল্লামা সাঈদী (রাহ.) এর হৃদয়বিদারক বক্তব্য।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshed media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murshed media:

Share