কক্সবাজার বেতার বার্তা

কক্সবাজার বেতার বার্তা This is the official page of Regional News Organization, Bangladesh Betar, Cox's Bazar.

26/09/2025

রামুতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন : প্রতিদিন যাবে ২ হাজার পর্যটক                                                (রোতাব চ...
26/09/2025

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন : প্রতিদিন যাবে ২ হাজার পর্যটক
(রোতাব চৌধুরী)

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্ট- মার্টিন। এ সময় প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। গতকাল সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তিনি জানান, ১ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। উপদেষ্টা আরো জানান, প্রতিদিন ২ হাজার করে পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন।পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে। এর আগে সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ রেস্টুরেন্টকে লাখ টাকা জ*রিমানা                     (রোতাব চৌধুরী)              ...
26/09/2025

কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ রেস্টুরেন্টকে লাখ টাকা জ*রিমানা
(রোতাব চৌধুরী)
কক্সবাজার শহরের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযানে চারটি রেস্টুরেন্টকে ১ লাখ ১৫ হাজার টাকা জ*রিমানা করা হয়েছে। গতকাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কউক এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অ*ভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এসব রেস্টুরেন্টকে জ*রিমানা করা হয়েছে। পাশাপাশি অ*স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন বিষয়ে রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করা হয়।

উখিয়ার রো*হিঙ্গা ক্যা*ম্প পরিদর্শনে নিউজিল্যান্ড হাই কমিশনের প্রতিনিধি দল                             (ফারুক আহমেদ)    ...
26/09/2025

উখিয়ার রো*হিঙ্গা ক্যা*ম্প পরিদর্শনে নিউজিল্যান্ড হাই কমিশনের প্রতিনিধি দল
(ফারুক আহমেদ)
উখিয়ার বিভিন্ন রো*হিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ড হাই কমিশনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ইরেগুলার মাইগ্রেশন লিয়াজোঁ অফিসার মি.ব্রেট শিল্ডস ও সিনিয়র ইরেগুলার মাইগ্রেশন লিয়াজোঁ অফিসার মি.বেন কুইন।
গতকাল প্রতিনিধি দলটি ক্যাম্প-১৭ এর এইচ-৮৩ ব্লক সংলগ্ন এলাকায় এনজিও সংস্থা এডুকো পরিচালিত চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ঘুরে দেখেন। এসময় সংস্থার পক্ষ থেকে শিশুদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। এছাড়া প্রতিনিধি দল ক্যাম্প-১৮ এর এল-৪ ব্লক সংলগ্ন বিভিন্ন এনজিও সংস্থা পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন। এ সময়, ক্যাম্প ইনচার্জ, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টেকনাফে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড                                                 (আ...
26/09/2025

টেকনাফে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড
(আবুল কালাম আজাদ)
টেকনাফের শাহপরীর দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গতকাল কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এর উদ্যোগে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। দিনব্যাপি পরিচালিত এ মেডিকেল ক্যাম্পেইনে ৫শো ২৫ জন অসহায়, দুস্থ ব্যক্তি ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

মহেশখালীতে সড়ক উন্নয়ন কাজ শুরু: সড়কের দুইপাশে অ*বৈধ স্থাপনা উ*চ্ছেদ                                                (আমিন...
26/09/2025

মহেশখালীতে সড়ক উন্নয়ন কাজ শুরু: সড়কের দুইপাশে অ*বৈধ স্থাপনা উ*চ্ছেদ
(আমিনুল হক)
মহেশখালীর মাতারবাড়ীতে প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। সড়ক উন্নয়ন ও সম্প্রসারণের জন্য গতকাল সড়কের দুইপাশে গড়ে তোলা অবৈধ বিভিন্ন স্থাপনা উ*চ্ছেদ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। মাতারবাড়ী নতুন বাজার নিউ মার্কেট হতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ২ নাম্বার গেইট সাইরার ডেইল পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ করবে জাপানি সংস্থা জাইকা। জাইকা সংশ্লিষ্টরা জানান, ৩০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ ছাড়াও সড়কের পাশে নয়শো মিটার ড্রেন নির্মাণ করা হবে।

মহেশখালীতে ব*জ্রপাতে চিংড়িঘের শ্রমিকের প্রা*ণহানী                                                                       ...
26/09/2025

মহেশখালীতে ব*জ্রপাতে চিংড়িঘের শ্রমিকের প্রা*ণহানী
(আমিনুল হক)

মহেশখালীর কালারমারছড়ায় ব*জ্রপাতে একজন চিংড়িঘের শ্রমিকের প্রা*ণহানী হয়েছে। গতকাল উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজ পাড়ার পশ্চিমে নয়াকাটা ঘোনা চিংড়িঘেরে এ ঘ*টনা ঘটে। নি*হত মোহাম্মদ সুমন কালারমারছড়ার মাইজ পাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টি ও ব*জ্রপাত শুরু হলে শ্রমিক মোহাম্মদ সুমন চিংড়ি ঘেরের বাসা থেকে বের হতেই ব*জ্রপাতের শিকার হন ৷ পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

26/09/2025

সকালের সংবাদ শিরোনাম (২৬-০৯-২৫)

26/09/2025
রামুতে ৫২ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন একে আজাদ উচ্চ বিদ্যালয়                         (ফারুক আহম...
26/09/2025

রামুতে ৫২ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন একে আজাদ উচ্চ বিদ্যালয়
(ফারুক আহমদ)
রামুতে ৫২ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে একে আজাদ উচ্চ বিদ্যালয়। গতকাল রামু বিকেএসপি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রশিদনগর পানিরছড়া এসএইচডি মডেল উচ্চ বিদ্যালয়কে ০- ১ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করে দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চ বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Address

Link Road
Cox's Bazar
4701

Telephone

+88034163686

Website

http://betarnews.coxsbazar.gov.bd/

Alerts

Be the first to know and let us send you an email when কক্সবাজার বেতার বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কক্সবাজার বেতার বার্তা:

Share

Category