19/01/2023
আসসালামুয়ালাইকুম
# #ফ্রিল্যান্সিং
# #বেকারত্ব
**বেকারত্ব দেশের একটি সমস্যা। দেশেরও দায়িত্ব সেই পরিমানে কর্মসংস্থান এর ব্যবস্থা করা।
আপনি যদি কাজে দক্ষ হয়ে থাকেন, আমাদের দেশ আপনাকে কাজ না দিতে পারলেও, অন্য দেশে কাজ আপনি অবশ্যই পাবেন।
সময় কে ব্যবহার করে সাইডে আরও কাজ করুন আর বেকারত্ব ঘোচান কর্মের খোঁজে।👇
তাই দেশের রোগ এর জন্য একে ওকে দায়ী করে অযথা সময় নষ্ট না করে জীবনে এগিয়ে চলুন। জীবনের আগত দিনগুলোর দিকে তাকিয়ে বর্তমানে কাজের মধ্যে মনোনিবেশ করে সামনে এগিয়ে চলুন আর পৃথিবীকে বেকারত্ব সমস্যা থেকে দূরে রাখুন।🙂
আর বেকারত্ব সমস্যা কমাতে ফ্রিল্যান্সিং হচ্ছে অন্যতম সেক্টর।
বর্তমানে সারা পৃথিবীতে ফ্রিল্যান্সিং শব্দটা বেশ পরিচিত। অধিকাংশ লোকের আয়ের এক বিশাল উৎস ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং হলো যে কোন ব্যক্তি প্রতিষ্ঠান এর অধীনে না থেকে মুক্ত ভাবে কাজ করা ।
Freelancing আপনি পার্ট-টাইম বা ফুল-টাইম যেরকম খুশি সেরকম করতে পারবেন।
আপনি ঘরে বসে আয় করুন ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার গড়ুন ।শিক্ষিত লোক বাড়ছে অথচ কর্মমুখী শিক্ষিত লোক বাড়ছে না। ফলে শিক্ষিত বেকার সৃষ্টি হচ্ছে।
সুস্থ থাকুন, ভালো থাকুন ধন্যবাদ।