Jannatun Naeem

Jannatun Naeem Jannatun Naeem is ready to give you full computer skill and freelancing service.

19/01/2023

আসসালামুয়ালাইকুম
# #ফ্রিল্যান্সিং
# #বেকারত্ব
**বেকারত্ব দেশের একটি সমস্যা। দেশেরও দায়িত্ব সেই পরিমানে কর্মসংস্থান এর ব্যবস্থা করা।

আপনি যদি কাজে দক্ষ হয়ে থাকেন, আমাদের দেশ আপনাকে কাজ না দিতে পারলেও, অন্য দেশে কাজ আপনি অবশ্যই পাবেন।
সময় কে ব্যবহার করে সাইডে আরও কাজ করুন আর বেকারত্ব ঘোচান কর্মের খোঁজে।👇
তাই দেশের রোগ এর জন্য একে ওকে দায়ী করে অযথা সময় নষ্ট না করে জীবনে এগিয়ে চলুন। জীবনের আগত দিনগুলোর দিকে তাকিয়ে বর্তমানে কাজের মধ্যে মনোনিবেশ করে সামনে এগিয়ে চলুন আর পৃথিবীকে বেকারত্ব সমস্যা থেকে দূরে রাখুন।🙂
আর বেকারত্ব সমস্যা কমাতে ফ্রিল্যান্সিং হচ্ছে অন্যতম সেক্টর।
বর্তমানে সারা পৃথিবীতে ফ্রিল্যান্সিং শব্দটা বেশ পরিচিত। অধিকাংশ লোকের আয়ের এক বিশাল উৎস ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং হলো যে কোন ব্যক্তি প্রতিষ্ঠান এর অধীনে না থেকে মুক্ত ভাবে কাজ করা ।
Freelancing আপনি পার্ট-টাইম বা ফুল-টাইম যেরকম খুশি সেরকম করতে পারবেন।
আপনি ঘরে বসে আয় করুন ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার গড়ুন ।শিক্ষিত লোক বাড়ছে অথচ কর্মমুখী শিক্ষিত লোক বাড়ছে না। ফলে শিক্ষিত বেকার সৃষ্টি হচ্ছে।
সুস্থ থাকুন, ভালো থাকুন ধন্যবাদ।

আলহামদুলিল্লাহআবার পেয়ে গেলাম Problem solution এর ক্লাস ধন্যবাদ স্যার।
12/12/2022

আলহামদুলিল্লাহ
আবার পেয়ে গেলাম Problem solution এর ক্লাস ধন্যবাদ স্যার।

13/11/2022

👉অনুভূতি প্রকাশের একটি অন্যতম মাধ্যম হল ভিডিও।🥰

ভিডিও এডিটিং হলো সেই প্রক্রিয়াটি, যেখানে একটি সম্পূর্ণ ভিডিও ফাইল বা মুভি তৈরি করার উদ্দেশ্যে বিভিন্ন ভিডিও ক্লিপ (video clips), ইমেজ (image) এবং সাউন্ড (sound) গুলোকে এডিট, রিপ্লেস, ম্যানেজ বা সেগুলোকে একসাথে জোড়া বা যুক্ত করার কাজ করা হয়।

বর্তমানে অসংখ্য ভালো এডিটিং অ্যাপ রয়েছে যার সাহায্যে প্রোফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা সম্ভব।

এমন কয়েকটি অ্যাপ হলো;

Kine Master,
Power Director,
Inshot, ইত্যাদি।

আপনি নিজের একটি ইউটিউব চ্যানেল বানিয়ে টাকা আয় করতে পারবেন বা ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসেবে কাজ করতে পারবেন ইত্যাদি।

১/ নিজের একটি এডিটিং সেটআপ তৈরি করুন

২/একটি free অথবা paid course এর সাথে যুক্ত হতে হবে

৩/ একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যাবহার করতে হবে।

06/11/2022

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং।
আপনার জানা দরকার ফ্রিলান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।

আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?

যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। হয়তোবা এক্ষেত্রে আপনি কিছু সুযোগ সুবিধা কম পাবেন কিন্তু মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব।

আপনি চাইলেই মোবাইল দিয়ে ফ্রিলান্সিং জগতে অনেক কাজ করতে পারবেন যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- কনটেন্ট,গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটপ্লেস (Instagram, Twitter)ইত্যাদি।

ব্লগ সাম্প্রতিক সময়ে,  যে কোন ব্যবসার জন্য অনলাইন মার্কেটিং এর একটি অন্যতম প্রধান ও ফলপ্রসু হাতিয়ার হিসাবে ব্লগ সফলতার স...
06/09/2022

ব্লগ
সাম্প্রতিক সময়ে, যে কোন ব্যবসার জন্য অনলাইন মার্কেটিং এর একটি অন্যতম প্রধান ও ফলপ্রসু হাতিয়ার হিসাবে ব্লগ সফলতার সাথে ব্যবহৃত হয়ে যাচ্ছে।

ব্লগিং এর ইতিহাসঃ

ইন্টারনেট জগতে “ব্লগ” এর বয়স ১৫ পার হয়েছে। Blog শব্দটির আবির্ভাব Weblog থেকে। Weblog শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় দশ বছর আগে ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটির উৎভাবক মার্কিন নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহলজ নামে এক ব্যাক্তি Weblog শব্দটিকে ভেঙ্গে দুই ভাগ করেন- Web এবং Blog এর পরই সারা বিশ্বব্যাপী Blog বা ব্লগ জনপ্রিয় হতে শুরু করে।

ব্লগ কি

ব্লগ শব্দটি বর্তমান সময়ের খুব পরিচিত এক নাম।ব্লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ, যার অর্থ অনেকটা ব্যক্তিগত অনলাইন দিনলিপি বা ব্যক্তিগত সামাজিক যোগাযোগের একটি মাধ্যম।

ব্লগার:

যে ব্লগ করে তাকে ব্লগার বলা হয়।
ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট পোষ্ট করেন আর ব্যবহারকারীরা সেখান থেকে তাদের প্রয়োজনীয় তথ্য নেন এবং সেখানে তাদের মন্তব্য প্রকাশ করতে পারে। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিল্যান্স সাংবাদিকতা ও অনলাইন আয়ের একটা মাধ্যম হয়ে উঠছে।
ব্লগিং বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে, যেমন রাজনীতি, সাহিত্য, টেকনোলজি, ভ্রমণ কাহিনী, আপনার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে লেখা একটি ডায়েরির মত সব কিছু গুছিয়ে রাখা, এবং তথ্য প্রযুক্তির জ্ঞান সম্বন্ধে লিখা ইত্যাদি।
আর ব্লগিং করে বিভিন্ন পেশার মানুষেরা আয় করছে প্রতিনিয়ত।

12/08/2022

Canva ডিজাইন বা Canva হলো এমন একটি ওয়েবসাইট বা এমন একটি এপ্স যার মাধ্যমে আপনি বিভিন্ন ট্যামপেলেট কাস্টমাইজ করে আপনার ডিজাইন করে নিতে পারবেন পাশাপাশি আপনি চাইলে Canva ব্যবহার করে কাস্টম ডিজাইনও তৈরি করতে পারবেন। আরও একটি বড় সুবিধা হলো আপনি চাইলে ক্যানভা আপনার মোবাইল বা ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন।
আপনি Canva ব্যবহার করে মোটামুটি ডিজাইন সম্পর্কিত যতো কাজ রয়েছে সকল ধরনের কাজই করতে পারবেন।আপনি যদি ক্যানভাতে কাজ করতে চান তাহলে আপনার নেটওয়ার্ক মোটামুটি ভালো হতে হবে। অন্যথায় আপনি ক্যানভা দিয়ে কাজ করে ঠিক তৃপ্তি পাবেন না।তাহলে চলুন Canva দিয়ে কি কি কাজ করা যায় তার একটা ধারণা নেওয়া যাক।
👉Canva দিয়ে ব্যানার তৈরি করতে পারেন।
👉 বিভিন্ন লঘু তৈরি করতে পারেন।
👉 বিভিন্ন ভিডিও চিত্র।
👉 বিভিন্ন স্থানে পোস্টার।
👉 শুভেচ্ছা বিনিময়ের কার্ড।
👉সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট আরো ইত্যাদি কাজ করতে পারেন।

10/08/2022

👉বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। বিশেষ করে শিক্ষিত বেকারত্ব।
প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে ঢোকেন, যার সিংহভাগই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ বেকার। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও এ হার খুব বেশি কম, তা নয়। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্নাতক বেকার ৪৭ শতাংশ। বিশেষজ্ঞরা এর অন্যতম প্রধান কারণ হিসেবে ‘চাকরির বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতার’ কথা উল্লেখ করেছেন। এভাবে ক্রমে বেড়েই চলেছে শিক্ষিত বেকারের হার। এই বেকারত্বের হার কিছুটা হলেও কমাতে পারে ফ্রিল্যান্সিং। 👇

ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন একজন শিক্ষিত বেকার, তাঁর পরিবার এবং দেশ।

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। অর্থের বিনিময়ে কাজ করা যোদ্ধাদের থেকে ফ্রিল্যান্সারদের উৎপত্তি। ওয়াল্টার স্কট নামের এক লেখকের বইয়ে ১৮১৯ সালে প্রথম ‘ফ্রিল্যান্সার’ শব্দটি ব্যবহৃত হয়। মুক্তভাবে কাজ করা যায় বলে বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যেই ফ্রিল্যান্সিং বহুলভাবে প্রচলিত। প্রতিনিয়ত এর প্রসার বেড়েই চলেছে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। এসব ওয়েবসাইটে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে টাকা আয় করছে।

What Is Content Writing?Content writing is the process of planning, writing and editing web content for digital marketin...
07/08/2022

What Is Content Writing?

Content writing is the process of planning, writing and editing web content for digital marketing purposes.

Content writing is any content that can be personally created through writing. So simply put, content writing is a piece of writing that provides information on one or more topics.

Many of us think how a photo can become digital content. We all know that a picture can represent a thousand words. Let's know what are the mediums of digital content -

Video content.

Audio content.

Picture/Image.

Any web based contact.

Multimedia animation content.
And you can earn from home by writing content.

06/08/2022

What is Content writing?👇

Content writing is any content that can be personally created through writing. So simply put, content writing is a piece of writing that provides information on one or more topics.

05/08/2022

Being hurt in life does not mean breaking down. Failure is not a story of defeat. Instead, every failure is a stepping stone to success. Getting insulted and insulted in expected places does not mean ending yourself, but an opportunity to understand yourself once again. A new call to step forward. Iron burns harder, gold burns purer.

"As iron hardens, people who have been hurt a lot in life become very mature."🙂

Address

Romaliar Chara
Cox's Bazar
4700

Telephone

+8801558620682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatun Naeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannatun Naeem:

Share