Daily Teknaf News

Daily Teknaf News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Teknaf News, Media/News Company, kolatoli, Cox's Bazar.

উখিয়া-টেকনাফের উন্নয়নে এগিয়ে আসছেন ড. হাবিবুর রহমান – জনগণের দাবির প্রতিফলনকক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জনগণ এবার পা...
02/09/2025

উখিয়া-টেকনাফের উন্নয়নে এগিয়ে আসছেন ড. হাবিবুর রহমান – জনগণের দাবির প্রতিফলন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জনগণ এবার পাচ্ছেন এক ভিন্ন ধাঁচের প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সমাজসেবক ড. হাবিবুর রহমান।

তিনি শুধু একজন শিক্ষিত মানুষ নন, তিনি উখিয়া-টেকনাফেরই সন্তান। জন্ম শাহপরীর দ্বীপের বাজারপাড়ায়, এক এমন পরিবারে যাদের নাম উচ্চারণেই ফুটে ওঠে মানবতার গল্প। তাঁর পিতা মরহুম হাজী নবী হোসেন হাজী ছিলেন একজন দানবীর, যিনি সারা জীবন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই মানবিক উত্তরাধিকার বয়ে ড. হাবিবুর রহমানও আজ নিজ এলাকার মানুষের জন্য নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিচিতি কাজে লাগানোর প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে নামছেন।

বর্তমানে তিনি কাতারের আমিরের দিওয়ানে আন্তর্জাতিক ইতিহাস ও গবেষণার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি New Horizon CLC Bangladesh প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করছেন।

কেন রাজনীতিতে আসছেন ড. হাবিবুর রহমান?

নিজের বক্তব্যে তিনি বলেন,
“আমি শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। উখিয়া-টেকনাফের মানুষ অনেকদিন ধরে অবহেলিত, ভুল রাজনীতির শিকার। এই চিত্র পাল্টানোর সময় এসেছে।”

তিনি স্পষ্ট করে জানিয়েছেন—তার পেছনে কোনো বিশেষ মহলের এজেন্ডা নেই, নেই কোনো গোপন স্বার্থ। তাঁর লক্ষ্য একটাই—উখিয়া-টেকনাফের সার্বিক উন্নয়ন।

যে খাতগুলোতে তিনি পরিবর্তন আনতে চান:

✅ কর্মসংস্থান: দীর্ঘদিনেও উখিয়া-টেকনাফে কোনো শিল্প-কারখানা হয়নি। তিনি পরিবেশবান্ধব, টেকসই শিল্প স্থাপন করে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান।
✅ শিক্ষা ও প্রযুক্তি: তরুণদের জন্য আইটি সেন্টার, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
✅ স্বাস্থ্যসেবা: গ্রামীণ জনগণের জন্য আধুনিক হাসপাতাল, ক্লিনিক ও সুলভ চিকিৎসার ব্যবস্থা।
✅ অপরাধ দমন: মাদক চোরাচালান, মানবপাচার ও অপহরণের বিরুদ্ধে জিরো টলারেন্স।
✅ সাম্প্রদায়িক সম্প্রীতি: সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের সমান অধিকার নিশ্চিত করা।

তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন:
“আপনারাই আমার শক্তি। আমি কোনো দলের প্রতিনিধি নই, আমি জনগণের প্রতিনিধি। আপনারা পাশে থাকুন—আমরা একসাথে গড়ব নতুন উখিয়া-টেকনাফ।”

জনগণের প্রত্যাশা ও সমর্থন

অনেক দিন ধরেই স্থানীয়রা ড. হাবিবুর রহমানকে সংসদে দেখতে চাচ্ছিলেন। এবার জনগণের সেই দাবির প্রতিফলন ঘটছে। নির্বাচনী মাঠে ইতিমধ্যে তাঁর পক্ষে জোরালো সাড়া মিলেছে, স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা শুরু করেছেন সাধারণ ভোটাররা।

শেষ কথা

শিক্ষিত, অভিজ্ঞ ও সমাজসচেতন একজন প্রার্থী হিসেবে ড. হাবিবুর রহমানের আগমন উখিয়া-টেকনাফের রাজনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এখন দেখার বিষয়—জনগণ তাঁকে কতটা সমর্থন দিয়ে ইতিহাস গড়তে পারে।

07/08/2025

আওয়ামী লীগ নেতা কমিশনার মৌলভী মুজিবের
ডান হাত টেকনাফের সাবেক আওয়ামী ওলামালীগ নেতা ভূ'মি'দ'স্যু আশরাফ আলী, শওকত আলী,
লিয়াকত আলী গংরা আমাদের হা'ম'লা করেছে, সেই আশরাফ আলী মৌ'ল'বী মুজিবের সাথে মিলে টেকনাফ পৌরসভায় অনেক মানুষের জায়গা- জমি দ'খ'ল করেছে : তাদের আপন ভাইয়ের স্ত্রী সমিরা যা বলেন...

#টেকনাফ

টেকনাফ সীমান্তের অনুসন্ধানী  সাংবাদিক কায়সার জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার: সচেতন মহলের প্রতিবাদ ও নিন্দা।মাঠ পর্যায়ে সত্য অ...
02/08/2025

টেকনাফ সীমান্তের অনুসন্ধানী সাংবাদিক কায়সার জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার: সচেতন মহলের প্রতিবাদ ও নিন্দা।

মাঠ পর্যায়ে সত্য অনুসন্ধানে সাহসিকতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে পরিচিত সাংবাদিক কায়সার জুয়েল । দৈনিক ভোরের সময় ও আমাদের কক্সবাজার পত্রিকার হয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি, মাদক,অপহরণকারী, মানবপাচার কারী, রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত অপরাধীর ঘুষখোরের বিরুদ্ধে সাহসী রিপোর্ট করে যাচ্ছেন।

তবে দুঃখজনকভাবে, সম্প্রতি তার বিরুদ্ধে কিছু মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দুর্নীতি আক্রান্ত সরকারী লোকসহ ও কয়েকটি মহল থেকে ছড়ানো হচ্ছে। এই অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর এবং সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

কায়সার জুয়েলের অনেক অনুসন্ধানী প্রতিবেদনের কারণে যেসব দুর্বৃত্ত স্বার্থহানি হয়েছে, তারাই এসব অপপ্রচারের মূল হোতা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উদ্দেশ্য একটাই—তাকে সামাজিকভাবে হেয় করা, তার পেশাদারিত্বে প্রশ্ন তুলতে চেষ্টা করা।

সচেতন মহল, সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন ও পাঠকরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন—

“সত্যের পক্ষে কলম চালানো একজন সাহসী সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিক কায়সার জুয়েলের মতো মানুষদের কারণেই সমাজের অন্ধকার দিকগুলো প্রকাশ্যে আসে।”

কায়সার জুয়েল নিজেও এসব অপপ্রচারে বিচলিত নন। তিনি বলেন, “আমি সবসময় সত্যের পক্ষে কাজ করেছি, আগামীতেও করব। অপপ্রচার আমাকে দমিয়ে রাখতে পারবে না।” আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমরা কায়সার জুয়েলের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মিথ্যা খবরের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

02/08/2025

ধুমপান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় টেকনাফে র‍্যালি ও মানববন্ধন

02/08/2025

টেকনাফে জামায়াতে ইসলামির বিশাল শোডাউন ও গন মিছিল

04/07/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবরাং ইউনিয়নের পশ্চিম হারিয়াখালী রাওদ্বাতুল উলুম হাফিজুল কুরআন মাদ্রাসায় বয়ান শেষে সাধারণ জনগণের সাথে সাক্ষাৎ করেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

বিস্তারিতঃ ভিডিও চিত্রে।

টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সরওয়ার আলম পুলিশের হাতে আটক হয়েছেন। টেক...
20/06/2025

টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সরওয়ার আলম পুলিশের হাতে আটক হয়েছেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান,গত রাতে তাকে তার নিজ বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মাঠ পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে কক্সবাজার জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে।

19/03/2025

টেকনাফে সরকারি জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা : ছবি তোলায় সাংবাদিকদেরকে হামলার চেষ্টা ও হেনস্তা, নৌবাহিনীর অভিযান...

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পৌরসভার কেকে পাড়া এলাকায় ব্যানার টাঙিয়ে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ করার আদেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী জমি পরিদর্শনে এসে এ নিষেধাজ্ঞা দেন।

এতে বলা হয় নিম্ন তপশীলোক্ত জমি ভি.পি মামলা নং-১৬৬১৯৬৯-৬৯ ইং মূলে "ক" তপশীলভুক্ত ভি.পি সম্পত্তি হয়। উক্ত জমিতে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। আইন অমন্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
তপশীল: জেলা: কক্সবাজার, উপজেলা: টেকনাফ, মৌজা: টেকনাফ আরএস দাগ নং: ৫৫৬০, ৫৫৬৪, বিএস দাগ নং: ৪৫৩, ৪৫৪, দিয়ারা খং নং: ২০৭, দিয়ারা দাগ নং: ৯২৫, জমি: ০.১২০০ একর

এদিকে উক্ত সংবাদ প্রচারের জন্য ছবি ভিডিও করতে গেলে কেকে পাড়ার শওকত আলী, লিয়াকত আলী, আশরাফ আলী, তৈয়ব আলী সাংবাদিকদেরকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া করেন।

এসময় ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করায় বাংলাদেশ নৌবাহিনীকে অবগত করতে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরাকান আ/র্মি\র কাছে জি/ম্মি থাকা ২৬ জেলে ফেরত আনলো বি/জি/বি
15/03/2025

আরাকান আ/র্মি\র কাছে জি/ম্মি থাকা ২৬ জেলে ফেরত আনলো বি/জি/বি

“আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি “—-২১ শে ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সাল এর...
21/02/2025

“আমার ভাইয়ের রক্তে রাঙানো
২১ শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি “—-

২১ শে ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সাল এর ভাষা আন্দোলনে
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান।

যোগ দিন সফল করুন
19/01/2025

যোগ দিন সফল করুন

11/12/2024

টেকনাফ পৌরসভার সাবেক মেয়র( ভারপ্রাপ্ত) ও পৌর জামায়াতের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল কে মাদক দিয়ে ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন
টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল্লাহ ও সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ।

উক্ত প্রতিবাদ সভা উপস্থাপনা করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদার, সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, মাওলানা গিয়াসউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ হোছাইন, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি শাহ মোহাম্মদ জোবাইর, ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ তারেক, শ্রমিক কল্যাণ টেকনাফ উপজেলা সভাপতি জায়নত উল্লাহসহ প্রমূখ নেতৃবৃন্দ।

Address

Kolatoli
Cox's Bazar
4770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Teknaf News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share