
02/08/2025
টেকনাফ সীমান্তের অনুসন্ধানী সাংবাদিক কায়সার জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার: সচেতন মহলের প্রতিবাদ ও নিন্দা।
মাঠ পর্যায়ে সত্য অনুসন্ধানে সাহসিকতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে পরিচিত সাংবাদিক কায়সার জুয়েল । দৈনিক ভোরের সময় ও আমাদের কক্সবাজার পত্রিকার হয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি, মাদক,অপহরণকারী, মানবপাচার কারী, রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত অপরাধীর ঘুষখোরের বিরুদ্ধে সাহসী রিপোর্ট করে যাচ্ছেন।
তবে দুঃখজনকভাবে, সম্প্রতি তার বিরুদ্ধে কিছু মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দুর্নীতি আক্রান্ত সরকারী লোকসহ ও কয়েকটি মহল থেকে ছড়ানো হচ্ছে। এই অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর এবং সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
কায়সার জুয়েলের অনেক অনুসন্ধানী প্রতিবেদনের কারণে যেসব দুর্বৃত্ত স্বার্থহানি হয়েছে, তারাই এসব অপপ্রচারের মূল হোতা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উদ্দেশ্য একটাই—তাকে সামাজিকভাবে হেয় করা, তার পেশাদারিত্বে প্রশ্ন তুলতে চেষ্টা করা।
সচেতন মহল, সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন ও পাঠকরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন—
“সত্যের পক্ষে কলম চালানো একজন সাহসী সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিক কায়সার জুয়েলের মতো মানুষদের কারণেই সমাজের অন্ধকার দিকগুলো প্রকাশ্যে আসে।”
কায়সার জুয়েল নিজেও এসব অপপ্রচারে বিচলিত নন। তিনি বলেন, “আমি সবসময় সত্যের পক্ষে কাজ করেছি, আগামীতেও করব। অপপ্রচার আমাকে দমিয়ে রাখতে পারবে না।” আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমরা কায়সার জুয়েলের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মিথ্যা খবরের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।