সেল্ফ এ্যাপ' থেকে টাকা ইনকাম করুন

সেল্ফ এ্যাপ' থেকে টাকা ইনকাম করুন Money earning and guarantees the high quality of your efficiency to grow and future successful life.

27/03/2023

টিয়েন্স(তিয়ানশি) TIENS সম্পর্কে প্রাথমিক ধারণা
==================================

তিয়ানশি’র সূচনা: ‘SHI’ অর্থ সিংহ। শতাব্দীর পর শতাব্দী জুড়ে Cangzhou শহরটি বিখ্যাত ছিল তার প্রাচীন লৌহ নির্মিত সিংহের ভাস্কর্যটির জন্যে, যা শহরটির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এবং শহরটির ডাক নাম দেয়া হয়েছিল ‘সিংহ নগরী’। এই ‘সিংহ নগরীর’ সন্তান টিয়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট Mr. Li Jinyuan এখান থেকেই সিংহ শব্দটিকে গ্রহণ করেছিলেন। সিংহ শব্দটি উপস্থাপন করে ঘুমন্ত সিংহ, জাগ্রত সিংহ, সিংহ শাবক ইত্যাদিকে।
Mr. Li Jinyuan ১৯৯৩ সালে Tianjin আসেন তার ব্যবসা শুরু করার জন্য। তিয়ান্ অর্থ স্বর্গ যা দ্বারা স্বর্গীয় ইচ্ছা, নৈসর্গীক অবস্থান ও জনপ্রিয়তা বোঝানো যেতে পারে। তাই কোম্পানীটির নাম রাখা হয়েছিল তিয়ানশি (স্বর্গীয় সিংহ)। আজ যার পরিচিতি সারা বিশ্ব জুড়ে টিয়েন্স হিসেবে।
আমাদের ব্যবসায়িক দর্শন হলো মানব স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে সমাজে অবদান রাখা। তাই আমাদের ব্যবসায়িক সংস্কৃতি আমাদের সকল ব্যবসায়িক অংশীদার, সহকর্মী, পরিবেশক ও কর্মীগণকে সুসংগত শিক্ষা প্রদান করা যাতে তারা মানব স্বাস্থ্য, দৃঢ় বিশ্বাস, আশা, সফলতা ও সম্পদ উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে পারেন, মানব স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে সমাজে অবদান রাখার মূলমন্ত্রকে ধারণ করেন।
আমাদের ব্যবসায়িক শ্লোগান: “Together we share and lets fly together”

26/03/2023
24/03/2023

সেল্ফ একাউন্ট করার নিয়ম।✌️
♦প্রথমে play store এ যান।
তার পর সার্চ করুন,,
♦SELF MY DIGITAL PLATFORM এপ্স ডাউনলোড করুন।
♦ডাউনলোড হয়ে গেলে OPEN করুন।
♦উপরের বাম সাইটের থ্রি ডটে ক্লিক করুন।
♦রেজিষ্ট্রেশন অপশনে ক্লিক করুন।
♦১১ডিজিট মোবাইল নাম্বার দিন।
♦মোবাইল নাম্বারে OTP আসবে OTP সেট করুন।
♦ আপনার নাম লিখুন।
♦৬ সংখ্যার পাসওয়ার্ড লিখুন।
♦এফিলিয়েট আইডি 472035

(এটা ছাড়া একাউন্ট হবে না।)
✔তারপর বিকাশ অথবা নগদ থেকে 50 টাকা সেন্ট করেন

✔আপনার ভাউচার পয়েন্টে ৫১ টাকা যোগ হবে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজেই এবং মোবাইল রিচার্জ থেকে নিশ্চিত ক্যাশব্যাক পাবেন।

Address

Chakaria
Cox's Bazar
4740

Alerts

Be the first to know and let us send you an email when সেল্ফ এ্যাপ' থেকে টাকা ইনকাম করুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সেল্ফ এ্যাপ' থেকে টাকা ইনকাম করুন:

Share