HM. Saki

HM. Saki Mohammad Shafayet Saki
Living to please Allah. Spreading the beauty of Islam, one reminder at a time. Currently based in Dubai.

— HM Safayet Saki
(24)

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন তাঁর স...
13/06/2025

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন তাঁর স্ত্রী ও তিন ছোট সন্তানের জন্য বিদেশে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার।

বছরের পর বছর পরিকল্পনা, কাগজপত্রের ঝামেলা এবং ধৈর্যের পর, অবশেষে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছিল। মাত্র দুই দিন আগে, তাঁর স্ত্রী ডা. কোমি ভ্যাস, যিনি একজন চিকিৎসক, ভারতে নিজের চাকরি থেকে পদত্যাগ করেন। ব্যাগপত্র গুছিয়ে ফেলা হয়েছিল, বিদায় জানানো হয়েছিল, সামনে অপেক্ষা করছিল নতুন ভবিষ্যৎ।

আজ সকালে, তারা পাঁচজনই ( প্রতীক যোশী, তার ওয়াইফ এবং তিন সন্তান) এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। একটি সেলফি তুলে আত্মীয়দের পাঠান। এটি ছিল একমুখী যাত্রা, এক নতুন জীবন শুরু করার জন্য।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেননি। বিমানটি বি%ধ্বস্ত হয়। কেউই বেঁ%চে ছিলেন না।

এক মুহূর্তেই একটি জীবনের সমস্ত স্বপ্ন ছাই হয়ে যায়। নি*র্মম এক স্মরণ করিয়ে দেয়: জীবন ভয়াবহভাবে ভঙ্গুর। আপনি যা গড়ে তুলেছেন, যা কিছু আশা করেন, যা কিছু ভালোবাসেন—সবই এক সূক্ষ্ম সুতোয় ঝুলে থাকে। তাই যতক্ষণ সময় আছে, বাঁচুন, ভালোবাসুন, এবং সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না।

18/05/2025

একাকিত্ব এক নিঃশব্দ সঙ্গী, সব ভিড়ের মাঝে অদৃশ্য হয়ে থাকা।
হৃদয়ে জমে থাকা না-বলা কথাগুলো, কেবল নীরবতা বোঝে তার ভাষা।
জীবনের পথে চলতে চলতে, কখনো নিজেকেই সবচেয়ে অপরিচিত লাগে।
তবুও এই একাকিত্বেই মাঝে মাঝে নিজের সাথে দেখা হয়ে যায়।

এইচ.এম শেফায়েত HM. Saki
আঠারো। পাঁচ। পঁচিশ।

"নীরব চাহনিই অনেক সময় বলে দেয় অজস্র না বলা কথা…"
29/04/2025

"নীরব চাহনিই অনেক সময় বলে দেয় অজস্র না বলা কথা…"

22/04/2025

মাশা-আল্লাহ। আমাদের ওয়াহিদ ভাই কী চমৎকার কাজ করতেছেন।

17/04/2025

আজকের দিনটি ছিল এক অনুপম অনূভূতির দিন—আল্লাহ পাকের সৃষ্টিজগতে এক গভীর তাকওয়ার শিক্ষা। ভেড়া ও ঘোড়ার নিরীহ দৃষ্টি, তাদের শান্ত-স্নিগ্ধ আচরণ, আর সেই মুহূর্তে দুই জন বাঙালি ভাইয়ের মমতায় ভরা হাতে খাবার তুলে দেওয়া—এ দৃশ্য যেন আল্লাহর রহমতের এক জীবন্ত প্রতিচ্ছবি। মানুষ ও প্রাণীর মাঝে যে দয়া, সে তো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো রাহমাতেরই প্রকাশ। এমন দৃশ্য হৃদয়কে নরম করে দেয়, এবং মনে করিয়ে দেয়—আল্লাহর বান্দা হওয়া মানে শুধু ইবাদতে নয়, বরং তাঁর সৃষ্টির প্রতি দায়িত্ববান হওয়াও।"




















#আল্লাহর_সৃষ্টি

#মানবতা
#প্রাণীর_অধিকার
#সুন্দর_আচরণ
#ইসলামের_শিক্ষা
#সন্তুষ্টির_মুহূর্ত
#প্রাকৃতিক_শান্তি
#ভেড়া_ঘোড়া
#দয়া_ও_ভালবাসা
#নবীর_শিক্ষা
#হৃদয়ছোঁয়া
#ইসলামি_অনুভব
#ভাই_ভ্রাতৃত্ব
#প্রকৃতির_স্নেহ
#নবিজির_রহমত

17/04/2025

Astaghfirullah!
Live electric sparking from a power pole!
This could’ve turned into a deadly disaster within seconds!
May Allah protect us all!

আস্তাগফিরুল্লাহ!
হঠাৎ বিদ্যুৎ খুঁটি থেকে ভয়াবহ স্পার্কিং!
এক সেকেন্ডেই ঘটতে পারত প্রাণঘাতী দুর্ঘটনা!
আল্লাহ পাক হেফাজত করুন!

#আস্তাগফিরুল্লাহ #বিদ্যুৎবিপদ

14/04/2025

সূরা আল–মুমিনুন
আয়াত: ১০৪–১১০

শেফায়েত সাকি

13/04/2025

Samsung s24 Ultra Zoom

12/04/2025

"তৃতীয় ব্যক্তির শামিল হওয়ায় কাতারের সঠিক পদ্ধতি"।

Address

Cox's Bazar

Telephone

+971525462216

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM. Saki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM. Saki:

Share