শাপলা সদন

শাপলা সদন শাপলা সদন।
(1)

18/10/2025

প্রতিবাদ এভাবে না করলে
অধিকার আদায় হয় না 🐸

11/10/2025

জিকু

07/10/2025

বাবা💙

06/10/2025

Late post
Happy Teacher's Day

06/10/2025

#শিশু_আসফি_হত্যা
জুয়া'র নেশাগ্রস্থের কারণে আসফি'র কানের দুলের লোভে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সৌদি ফেরত প্রবাসী সন্তানেরা।

যে কারণে ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ভাড়া বাসায় থাকতেন।টেকনাফ হ্নীলা হোয়াকিয়া পাড়ার বাসিন্দা তার বসতঘরের নতুন করে নির্মান কাজ চলার কারনে সে গত ৪ মাস আগে তার মেয়ে নিহত শিশু হুজাইফা নুসরাত আসফি সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হ্নীলা পূর্ব পানখালি প্রবাসী ফরিদ আহমেদের বাড়ির নিচতলায় ভাড়া নিয়ে থাকতেন।

এবং বাড়ির উপরের তলায় প্রবাসী ফরিদ আহমেদের পরিবারও থাকতো। গত শনিবার ৪ অক্টোবর হঠাৎ শিশু হুজাইফা নুসরাত আসফি নিখোঁজ হলে তাকে সব জায়গায় খুঁজা খুঁজি করলেও পাওয়া যায়নি।

এক পর্যায়ে বাড়ির সাথে লাগানো পার্শ্ববর্তী মসজিদের পুকুরে রবিবার ৫ অক্টোবর দুপুরের দিকে তার মরদেহের দেখা মিলে।

মরদেহ উদ্ধারের পরে দেখা যায় তার মুখে ট্যাপ লাগানো, দুই কানের স্বর্নের দোল ছিঁড়ে নিয়ে ফেলা হয়েছে।

বাড়ির মালিকের ছেলে মো. ফারেজ ও তার অন্যান্য সহযোগিরা কানের স্বর্ণের দুল বিক্রি করতে গেলে তারা জনতার হাতে আটক হয়।

পরে বাড়ির মালিকের ছেলে মো. ফারেজ কানের দুলের জন্য শিশু হুজাইফা নুসরাত আসফিকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় নিহতের শিশুর পরিবারের সদস্যরা যে ঘরে ভাড়ায় থাকতেন সে বাড়ির মালিকের ছেলে সহ ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্ত করে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

05/10/2025

একটি মাঠে খেলা দেখতে এসে আরেকটি মাঠের সাথে দেখা 😁

05/10/2025

মন মেজাজ খুব খারাপ আজ😪

03/10/2025

এখন শুধু টাকা আসবে😉😉

03/10/2025

😁😁

02/10/2025

রশিদ খানের আরেক ওভার থাকলে সবাই একসাথে যাতে পারতাম🫣

কোন বোলারের ৫ ওভার করার নিয়ম থাকলে রশিদ খানের পরের ওভারেই অল আউট হয়ে যাইতো।দুই ওপেনার স্পিনারদের সোজা খেলে ডিল করসে৷ মান...
02/10/2025

কোন বোলারের ৫ ওভার করার নিয়ম থাকলে রশিদ খানের পরের ওভারেই অল আউট হয়ে যাইতো।

দুই ওপেনার স্পিনারদের সোজা খেলে ডিল করসে৷ মানুষ তো দেখেও শেখে অনেক কিছু৷

বাংলাদেশের একটা "বাটন" আছে, নাম প্যানিক বাটন৷ যেটা একবার চাপ দিলে শ্যাষ৷

01/10/2025

তরুণ স্বেচ্ছাসেবক মালিক হামিদ বিন ইসমাইল ত্রাণসামগ্রী বিতরণের সময় এক পথকুকুরের আক্রমণের শিকার হন। কিন্তু তিনি সময় মতো ভ্যাকসিন নেননি। ফলে জলাতঙ্ক (Rabies) রোগে আক্রান্ত হয়ে গেছে। তাই সবাই সচেতন হোন এবং কুকুর বা বিড়ালে কামড় বা আঁচড় দিলে ভ্যাকসিন নিতে দেরি করবেন না।
Copy: Dr. Asaduzzaman

Address

Ukhia
Cox's Bazar
4750

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাপলা সদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাপলা সদন:

Share