Voice of Palong - পালংয়ের হতা

Voice of Palong - পালংয়ের হতা YPSA is implementing Deutsche Welle Akademie project "Community Communication Skills Development for Social Awareness in Cox's Bazar".

The title of the radio show is "Voice of Palong" or "Palonger Hota" in Bangla.

11/08/2025

রোদ বা বৃষ্টি সতর্ক থাকলেই সুস্থ থাকা যায়। আমাদের শরীর সবসময় সবকিছু নিতে পারে না, অতিরিক্ত গরম বা বৃষ্টিতে হতে পারে নানা সমস্যা। রোদের মাঝে হঠাৎ বৃষ্টি মানেই বাড়ে অসুস্থতা। তাই এর জন্য দরকার কিছু সাবধানতা।

কীভাবে খুব সাধারণ কিছু নিয়ম মেনে আমরা নিজেদের রক্ষা করতে পারি তা নিয়ে আর বিস্তারিত জানানু ব্রাক PHC-2 হসপিটালের মেডিকেল অফিসার ডাক্তার জয় দেব এর কাছ থেকে

09/08/2025

পালংয়ের হতা পর্ব ৩৮১

06/08/2025

ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস জ্বর, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়।আর এই ডেঙ্গু জ্বরের চিকিৎসা ও করনীয় সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ক্যাম্প ১ ইস্ট ব্র্যাক পি এস সি ২ হাসপাতালের ডাক্তার জয়দেব বসাক।

05/08/2025

দুই কমিউনিটির নারীদের মিলবন্ধনের জন্য ইপসার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উমেন ডায়লগ।

04/08/2025

সমাজে নারী নেতৃত্ব, শিক্ষার গুরুত্ব,বাল্যবিয়ে এবং সাস্থ্য ঝুকি নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইপসার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উমেন ডায়লগ।

04/08/2025

মাছ আমাদের খাবারের মধ্যে একটি প্রিয় খাবার, তাই সপ্তাহের প্রায় দিনই খাদ্য তালিকায় থাকে মাছ। কিন্তু এই মাছ পরিষ্কার করা অনেকের কাছে ঝামেলার কাজ মনে হয়। ক্যাম্পের মধ্যে মাছ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় পাটা, এই পাটা বাজার থেকে কিনতে গেলে গুনতে অনেক টাকা। পালংয়ের হতার আজকের ভিডিওতে আপনারা দেখবেন সহজে কিভাবে বাড়িতে মাছ পরিষ্কার করার পাটা বানানো যায়।

02/08/2025

পালংয়ের হতা পর্ব ৩৮০

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে ব...
01/08/2025

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ট্রেনটি এখন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করবে ভোর ৫টা ৫০ মিনিটে।

আর কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর ট্রেন) ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়বে সকাল ১০টায়। এখন এ ট্রেন ছাড়ে ১০টা ২০ মিনিটে।

01/08/2025

“সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ জুলাই কক্সবাজার জেলার ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠান।

01/08/2025

বই আমাদের সবার কাছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস । এই বই যাতে ছিঁড়ে না যায় এবং অনেক দিনপর্যন্ত ব্যবহার করা যায় তার জন্য বই বাঁধাও একটি দরকারি কাজ। অনেকে এই কাজটি নিজের পেশা হিসেবেও করতে থাকে। অনেক ধরনের বই বাঁধার মধ্যে এক ধরনের বই বাঁধানো দেখাব পালংয়ের হতার এই ভিডিওতে।

কক্সবাজার জেলায় গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) কর্তৃক জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্...
31/07/2025

কক্সবাজার জেলায় গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) কর্তৃক জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামী শুক্রবার (১ আগস্ট ২০২৫) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া উপজেলাসহ পুরো কক্সবাজার জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) কর্তৃক জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই শাটডাউন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলেও গ্রাহক প্রান্তে (লোড সাইডে) বিদ্যুৎ স্বাভাবিক হতে দুপুর ২টা পর্যন্ত সময় লাগতে পারে।

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Palong - পালংয়ের হতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Palong - পালংয়ের হতা:

Share