সীরাহ্ Quran

সীরাহ্ Quran আমি একদিন কিংবা একাংশের প্রেমিক নয় আমি তো সারাজনমভর রাসূলের প্রেমিক হই ( স. )

15/06/2025

পাথরেও যখন ফুল ফোটে, তখন তুমি কেন থেমে যাবে?🌸🤍

02/06/2025

নীরব দৃষ্টি সাগরের পানে,
মুক্তির খোঁজে ডানা মেলে দিলাম—
যেখানে আল্লাহর রহমতের ঢেউ
অন্তহীন এবং অবিরাম।

বুকের ভেতর সময়ের গল্প জমে,
চুপচাপ কাঁদে অতীতের ভুল—
তবুও রবের মাগফিরাতের আলো
আঁধার কেটে দেয় ফুল।

চলে যাওয়া দিনগুলো উড়ে যায়,
দিগন্তে মিশে যায় অতীতের ভুলে—
হে রব! তুমি তো ক্ষমাশীল,
এই হৃদয় তোমারই দরবারে
নত হলো অবনত শিরে।

01/06/2025

আলহামদুলিল্লাহ

31/05/2025

"যে ব্যক্তি চায় যে, কঠিন বিপদের সময় আল্লাহ তার দোয়া কবুল করুক!সে যেন ভাল অবস্থায় বেশী বেশী দোয়া করে"।

[তারগীব হা/২৩৪২, তিরমিজী হা/৩৩৮২]

17/05/2025

বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চির ধন্য।

15/02/2025

আমি ভীষণ আবেগপ্রবণ, ছোটবেলা থেকেই। এটা কি আমার দোষ?
আমি পারি না মানুষের কষ্ট দেখতে। পারি না একজন ক্ষুধার্ত মানুষকে উপেক্ষা করতে। যখন দেখি কেউ না খেয়ে আছে, আমার নিজের খাবার গলায় নামতে চায় না। কারণ আল্লাহ তাদেরও রব, যেমন তিনি আমার। তিনি আমাকে দেখছেন, আমাকে পরীক্ষা করছেন। যদি তিনি চাইতেন, আমিও সেই পরিবারে জন্মাতাম, যারা প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে।

আজ আমার হৃদয় ভেঙে গেছে, একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি থামবো না।

আমি কাজ করবো। আমি ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্যে. আমার এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করবো। আমি ইতিহাস গড়বো। আগামী কয়েক বছরের মধ্যেই আমি এমন পরিবর্তন আনবো, যা শুধু উন্নয়ন নয়, একটি আদর্শ হবে, একটি নতুন ভবিষ্যৎ গড়বে।

আমি কিছুই চাই না। শুধু দোয়া চাই।

আমার জন্য কেউ দোয়া করুক, যেন আমি টিকে থাকতে পারি, যেন আমি আরও অনেক অভুক্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারি। দুনিয়ার কিছুই আমার লক্ষ্য নয়, আমার চাওয়া শুধু আল্লাহর সন্তুষ্টি।

যদি পরিবর্তন আনতে হয়, তাহলে নিজের সবটুকু উজাড় করে দিতে হয়। যদি মানুষকে বাঁচাতে হয়, তাহলে নিজেকে নিঃশেষ করতেও ভয় পাওয়া যায় না।

আমি জানি, এই পথে বাধা আসবে। অনেকেই চাইবে আমাকে থামিয়ে দিতে। অনেক মিথ্যা, অনেক ষড়যন্ত্র, অনেক অপপ্রচার হবে। কিন্তু আমি জানি, আমি একা নই। আল্লাহ আমার সঙ্গে আছেন।

আমি নশ্বর—আমি একদিন চলে যাবো। কিন্তু যদি আমার জীবনের বিনিময়ে আমি একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারি, যদি আমার কষ্টের বিনিময়ে একজন ক্ষুধার্ত মানুষ একটু খাবার পায়, তাহলে সেটাই হবে আমার সার্থকতা।

আমি ভেঙে গেছি, একেবারে ভেঙে পড়েছি। কিন্তু আমি থামবো না। কখনোই না। কারণ আমার কোনো চাওয়া-পাওয়া নেই, কোনো লেনদেন নেই। শুধু একটাই লক্ষ্য. মানুষের মুখে হাসি দেখতে চাই, এবং আল্লাহর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

আল্লাহর জন্য যদি কাঁদতে হয়, তাহলে সেই কান্না শক্তিতে পরিণত হবে। আর যদি মানুষের জন্য কিছু করতে হয়, তাহলে সেই কাজই সাদাকাহ হয়ে যাবে।

আমি জানি, আমার যাত্রা কঠিন। আমি জানি, ঝড় আসবে। কিন্তু আমি নিশ্চিত, আল্লাহর দয়ায় আমি এই পথেই থাকবো, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে।

ইনশাআল্লাহ, আমি পরিবর্তন আনবো। আমি ইতিহাস গড়বো। আমার অস্তিত্বের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করে যাবো।

আল্লাহ সহায় হোন।

12/02/2025

কেউ একজন প্রতিটা মোনাজাতে আপনাকে চেয়ে যাচ্ছে!

তার মধ্যে আমিও একজন

12/02/2025

তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।

— সূরা ইয়াসীন : ১১

12/02/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

09/02/2025

মাঝে মাঝে মনে করি, কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো।

Address

Chakoria
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when সীরাহ্ Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category