15/05/2025
আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং।
কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশী থাকা মানুষ,কেউ ভাবে শান্তশিষ্ট, কেউ জানে প্রচন্ড রাগী বা বদমেজাজি আমি, কেউ কেউ ভালোবাসে আমাকে, আবার কেউ কেউ ঘৃণা করে! কারো কাছে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমার ইগো বেশি।
কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনোদিন বুঝে নি! এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের! দিন শেষে যোগ-বিয়োগ করে দেখি আমি অমানুষ