kaniz page

kaniz page Reach for the future and reach the goal of becoming a successful entrepreneur

18/02/2023

আজ গরীব বলে কাপে চা খাই,
বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম

18/02/2023

তুমি ভরসা করো আল্লাহর উপর কর্ম সম্পাদনে আল্লাহ`ই যথেষ্ট।
-সূরা আল-আহযাব, আয়াতঃ ০৩

👉কে কে খেতে পছন্দ করেন  😋😋😋
05/02/2023

👉কে কে খেতে পছন্দ করেন 😋😋😋

🔭কিভাবে আপনি লক্ষ্য নির্ধারণ করবেন ?   আপনি উদ্যোক্তা হতে চান, আর ডাক্তার  হতে চান বা ভিন্ন কিছু, আপনাকে প্রথমে লক্ষ্য ন...
22/01/2023

🔭কিভাবে আপনি লক্ষ্য নির্ধারণ করবেন ?

আপনি উদ্যোক্তা হতে চান, আর ডাক্তার হতে চান বা ভিন্ন কিছু, আপনাকে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি আসলে কি চান। আপনি স্বপ্ন দেখেন, কল্পনার জগতে ভাসেন—আমি যদি ধনী হতাম, ক্ষমতাবান হতাম, কোম্পানির মালিক হতাম, দামি গাড়ির, বাড়ির মালিক হতাম, সেরা কোম্পানির বড় কর্মকর্তা হতাম আরও কত কি! এগুলো আসলে আপনার লক্ষ্য না, এগুলো হলো স্বপ্ন ও কল্পনা।
কিন্তু আপনি যখন এই স্বপ্নগুলো থেকে নির্দিষ্ট করে কোনো কিছুকে পাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা হবে লক্ষ্য। উদাহরণ স্বরূপ -
স্বপ্ন—আমি ধনী হব!
লক্ষ্য—আমি আগামী পাঁচ বছরে ১০ লাখ টাকার মালিক হব।

সহজ ভাবে বলতে গেলে লক্ষ্য হলো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ভাবে কোনো কিছু পাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। আপনি যতক্ষণ পর্যন্ত কোনো কিছু সুনির্দিষ্ট করে পাওয়ার সিদ্ধান্ত গ্রহণ না করেন তখন পর্যন্ত সেটা কল্পনা বা স্বপ্ন রয়ে যাবে।

🔭 আপনি লক্ষ্য নির্ধারণের জন্য প্রথমেই আপনার স্বপ্ন গুলোকে নিয়ে নিজের সাথে বসুন, সেখান থেকে আপনি যে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান সেটিকে সুনির্দিষ্ট লক্ষ্য হিসেবে সেট করুন। লক্ষ্য সুনির্দিষ্ট হলে আপনি যা অর্জন করতে চান তা কেন্দ্র করে অগ্রসর হতে পারবেন এবং কতটুকু অগ্রসর হয়েছেন তা পরিমাপ করতে পারবেন।

🔭 লক্ষ্য সর্বদাই স্থির হতে হবে, ধরুন আপনি কোথায় যাবেন এটা ঠিক না করেই বাসা থেকে বের হলেন, প্রথমে মনে হলো একটু বাজারে যাই, একটু হাঁটার পর মনে হলো খেলার মাঠে যাই, আবার একটু হাঁটার পর মনে হতে পারে, নাহ বন্ধুর সঙ্গে দেখা করতে যাই। কিন্তু প্রথমেই যদি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে বের হতেন তাহলে বারবার মন পরিবর্তন হতো না এবং কাজটি সম্পন্ন করতে পারতেন। তাই সফলতার জন্য নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যান্ত জরুরি।

🔭 লক্ষ্য নির্ধারণের সময় আর একটি কথা মনে রাখবেন আপনার নির্দিষ্ট লক্ষটি অবশ্যই বাস্তব সম্মত হতে হবে।

♻️ ডিজিটাল মার্কেটিং-এর কয়েকটি  সুবিধা !✅ ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায় ও ঘরে বসে ইনকাম করা যায়।✅Digital ...
08/01/2023

♻️ ডিজিটাল মার্কেটিং-এর কয়েকটি সুবিধা !

✅ ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায় ও ঘরে বসে ইনকাম করা যায়।

✅Digital Marketing এর মাধ্যমে ঘরে বসেই ব্যবসা পরিচালনা করা যায়।

✅ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই আপনি বিশ্বব্যাপী বিজনেস করার সুযোগ পাবেন।

✅ডিজিটাল মার্কেটিং তুলনামূলক সহজ হওয়ায় নিজেই শিখে নিজের ব্যবসা পরিচালনা করতে পারবেন।

✅মার্কেট রিসার্চ করে পণ্য ক্রয়-বিক্রয় করা যায়। অল্প খরচে পণ্যর মার্কেটিং করা যায়।

✅কাস্টমারকে টার্গেট করে মার্কেটিং করা যায়। যা অন্য কোন মার্কেটিং করার ক্ষেত্রে সম্ভব নয়।

✅সঠিক ভাবে মার্কেটিং করার মাধ্যমে অনেক বেশি বিক্রয় করা সম্ভব।

✅ইচ্ছামত বিজ্ঞাপন প্রকাশ করা যায় এবং বন্ধ করা যায়।

✅বিজ্ঞাপন বাজেট বৃদ্ধি বা কমানো যায়। বাজেট বৃদ্ধি বা কমানোর জন্য কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় না।

✅মার্কেটিং করার জন্য অল্প টাকা বিনিয়োগ করার কারনে, পণ্য বা সেবার দাম বৃদ্ধি পায় না।

✅ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে বিজ্ঞাপন প্রচার করা যায়।

✅ব্যবসার গতিবিধি অর্থাৎ লাভ-লস খুব সহজে বুঝা যায়।

✅জন শক্তি কম লাগে।

ফ্রিল্যান্সিং এর অল্প সময়ে অতি সহজে ইনকাম করার একমাত্র প্লাটফর্ম হচ্ছে Digital Marketing..

তাই আলহামদুলিল্লাহ আমি নিজেও Digital Marketing নিয়ে কাজ শুরু করছি


02/01/2023

Address

Cox's Bazar
Cox's Bazar
99

Website

Alerts

Be the first to know and let us send you an email when kaniz page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kaniz page:

Share