
03/06/2025
ঘরে কিংবা বাইরে কোনো ঘটনায় মনে আঘাত পাওয়া অস্বাভাবিক নয়। এ তো জীবনেরই অংশ। তবে কোনো ঘটনার স্মৃতি আঁকড়ে ধরে না থেকে সময়ের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারলেই জীবন সহজ হয়ে ওঠে। অবশ্য কিছু ঘটনা মনে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, যা থেকে বেরিয়ে আসা কঠিন।
জীবনে আপনি যত খারাপ অনুভূতির সম্মুখীনই হোন না কেন, সব সময়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ভালোবাসা। অন্যের কথায় নিজেকে ছোট ভাবতে নেই। প্রত্যেক মানুষই অনন্য। নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজের মনের ক্ষত আপনি নিজেই সারিয়ে তুলতে পারবেন।
(collected)