COX'S 24-কক্স'স ২৪

COX'S 24-কক্স'স ২৪ সত্যের সন্ধানে নির্ভীক

জাতীয় দৈনিক 'The Country Today' পত্রিকায় ১৫/০৭/২০২৫ ইং প্রকাশিত সংবাদ।"এসএসসি পরীক্ষার ফলাফলে 'বড় মহেশখালী বালিকা উচ্চবি...
15/07/2025

জাতীয় দৈনিক 'The Country Today' পত্রিকায় ১৫/০৭/২০২৫ ইং প্রকাশিত সংবাদ।

"এসএসসি পরীক্ষার ফলাফলে 'বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়' মহেশখালী উপজেলায় শীর্ষে"

15/07/2025

রাজনৈতিক ছত্রয়ায় গুটি কয়েক লোক যদি থানায় এত দালালী করে, জনগন কিকরে সহ্য করবে। এদের মুখোশ খুলে দেওয়া দরকার।
(দাদা-পিতা ও চাচার পথে)

চিহ্নিত সন্ত্রাসীরা নিজেদের অস্ত্র, চাষাদের নিযুক্ত শ্রমিকদের হাতে দিয়ে ভিডিও ধারন ও পৈশাচিক নির্যাতন*****************হো...
14/07/2025

চিহ্নিত সন্ত্রাসীরা নিজেদের অস্ত্র, চাষাদের নিযুক্ত শ্রমিকদের হাতে দিয়ে ভিডিও ধারন ও পৈশাচিক নির্যাতন
*****************
হোয়ানক অমাবস্যাখালী মৌজার ওয়ারিশী মালিকানাধীন তপশীলভুক্ত লবন ও চিংড়ীঘেরর জমি দখলের চেষ্টা
**************
বার্তা পরিবেশকঃ ১৪/০৭/২০২৫ ইং
**************
হোয়ানক ইউনিয়নস্হ অমাবস্যাখালী মৌজার এনামুল করিমের ওয়ারিশী মালিকানাধীন তপশীলভুক্ত লবন মাঠ ও চিংড়ীঘেরের জমি দখলের অপ-চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৩/০৭/২০২৫ ইং তারিখ দিবাগত রাত সাড়ে ৩ টার সময় চিহ্নিত সন্ত্রাসীরা লবন মাঠ ও চিংড়ীঘেরের ওয়ারিশদারদের নিযুক্ত শ্রমিক মোঃ খলিল, মোঃ সাইফুল, মোঃ আলম ও সুগত বড়ুয়াকে খামারবাড়িস্হ ঘুম থেকে ডেকে তুলে পৈশাচিক কায়দায় নির্যাতন করার পর চিহ্নিত সন্ত্রাসীরা তাদের নিজেদের অস্ত্র শ্রমিক (মোঃ খলিল, মোঃ সাইফুল, মোঃ আলম ও সুগত বড়ুয়াকে হাতে দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ইসমাঈলের অস্ত্র স্বীকার করিয়ে ভিডিও ধারন করেছে। সেই ঘটনায় অমাবস্যাখালী মৌজার ওয়ারিশী মালিক এনামুল করিম বাদী হয়ে চিহ্নিত সন্ত্রাসী জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, রফিকুল আলম ভুট্টু, আবু বক্কর প্রকাশ চোখকাটাঁ, মোজাম্মেল, আমজাদ হোসেন, রহিম, নুরুল হুদা, আহসান উল্লাহ, ইমাম হোসেন মিন্টু, জালাল, শাহজাহান, আইয়ুব খাঁন, মোঃ হুমায়ুন আহমেদ, দিদারুল ইসলাম, নেজাম উদ্দিন, এরশাদ উল্লাহ, নুরুল হুদা, প্রবির বড়ুয়া ও নাছির উদ্দিন সহ ১০/১২ জনকে অজ্ঞাত রেখে মহেশখালী থানায় এজাহার দায়ের করেছেন। উপরোক্ত সন্ত্রাসীরা ২০/০৫/২০২৫ ইং তারিখ অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অমাবস্যাখালী ঘোনার অনাধিকার প্রবেশ করে কর্মরত শ্রমিকদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা চাদাঁ দাবি করেছে। তা দিতে অপারগতা প্রকাশ করায় খামারবাড়ি ভাংচুর ও শ্রমিকদের কে অস্ত্রের বাটের আঘাতে ক্ষতবিক্ষত করেছে। উক্ত বিষয় নিয়া ২৩/০৫/২০২৫ ইং তারিখ মহেশখালী থানায় অভিযোগ দায়ের করেন। উপরোক্ত সন্ত্রাসীরা সেই থেকে অদ্যাবদি পযর্ন্ত দফায় দফায় হামলা, ভাংচুর, লুটপাট ও চাদাঁ দাবি করেই আসছে। তারই ধারা বাহিকতায় ১৩/০৭/২০২৫ ইং তারিখ দিবাগত রাত সাড়ে ৩ টার সময় উপরোক্ত চিহ্নিত সন্ত্রাসীরা লবন মাঠ ও চিংড়ীঘেরের ওয়ারিশদারদের নিযুক্ত শ্রমিক মোঃ খলিল, মোঃ সাইফুল, মোঃ আলম ও সুগত বড়ুয়াকে খামারবাড়ি থেকে ঘুম থেকে ডেকে তুলে পৈশাচিক কায়দায় নির্যাতন করার পর চিহ্নিত সন্ত্রাসীরা তাদের নিজেদের অস্ত্র শ্রমিক (মোঃ খলিল, মোঃ সাইফুল, মোঃ আলম ও সুগত বড়ুয়াকে হাতে দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ইসমাঈল অস্ত্র স্বীকার করিয়ে ভিডিও ধারন করেছে। সাড়ে ৫ লক্ষ টাকার মাছ লুট করেছে। চিংড়ীঘের কেটেঁ দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার মত মাছের পোনা ছেড়ে দিয়ে নষ্ট করে দিয়েছে। এই চিহ্নিত সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসিঁ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে থাকে। এমতাবস্থায় ভোক্তভোগী পরিবারের লোকজন মহেশখালীতে দায়িত্বরত নৌ-বাহিনী, ইউএনও, এসপি সার্কেল ও মহেশখালী থানার ওসি সহ প্রশাসনের সহযোগীতা কামনা করছেন। কেননা উপরোক্ত সন্ত্রাসীরা ভোক্তভোগীদেরকে খুন, গুম, অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করতে পারে।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মন্জুরুল হক জানান, অপরাধী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।

14/07/2025

শাপলাপুরে আ'লীগের ডেভিল সাহাব উদ্দিন গংয়ের নেতৃত্বে অসহায় মহিলার বাড়ি প্রকাশ্যে দিনদুপুরে পুড়িয়ে দিয়ে বসতঘর দখল। ২জনকে আসামী করে থানায় এজাহার দায়ের।
।। COX'S 24 চ্যানেল।।

14/07/2025

শাপলাপুরে ১শ' বছরের ভোগদখলীয় জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আওয়ামীলীগের ডেভিল ও চিহ্নিত সন্ত্রাসীরা।
।। COX'S 24 চ্যানেল ।।

13/07/2025

চিহ্নিত সন্ত্রাসীরা নিজেদের অস্ত্র, চাষাদের নিযুক্ত শ্রমিকদের হাতে দিয়ে ভিডিও ধারন ও পৈশাচিক নির্যাতনঃ
হোয়ানক অমাবস্যাখালী মৌজার বড় মহেশখালী ইউনিয়নের মনির খাঁন গংয়ের মালিকানাধীন তপশীলভুক্ত লবন ও চিংড়ীঘেরর জমি দখলের চেষ্টাঃ
।। COX'S 24 চ্যানেল ।।

শাপলাপুর ইউনিয়ন পরিষদে মৎস্যজীবী (জেলেদের)কে চাল বিতরণ করেছেন।।। COX'S 24 চ্যানেল ।।
13/07/2025

শাপলাপুর ইউনিয়ন পরিষদে মৎস্যজীবী (জেলেদের)কে চাল বিতরণ করেছেন।
।। COX'S 24 চ্যানেল ।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।(জুন ২০২৫ সালে প্রণীত)***********স্বতন্...
13/07/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
(জুন ২০২৫ সালে প্রণীত)
***********
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্হাপনা পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২৫ইং লঙ্ঘন করে মহেশখালীর ৯ প্রতিষ্টানের প্রধানগণ নিজের ইচ্ছেমত গোপনে ৩ বছর মেয়াদি ম্যানেজিং কমিটি দেওয়ার অপ-চেষ্টা চালিয়ে যাচ্ছে।
***********************
সারা বাংলাদেশে ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তি করার জন্য সরকার প্রজ্ঞাপন জারি করেছে। তৎমধ্যে মহেশখালী উপজেলায় ৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। সেই ৯ প্রতিষ্টানের প্রধানগণ সরকারী নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছেমত গোপনে ৩ বছরের মেয়াদি ম্যানেজিং কমিটি দেওয়ার অপ-চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নোটঃ ২০২৫ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্হাপনা পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায় উল্লেখ্যঃ
ধারা-৬, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিঠি গঠনঃ ৬.৪ অনুচ্ছেদে উল্লেখ আছে, শিক্ষক প্রতিনিধি শিক্ষকদের ভোটে এবং অভিভাবক সদস্য অভিভাবকদের ভোটে নির্বাচিত হবেন।
** ৬.৫ অনুচ্ছেদে উল্লেখ আছে, প্রতিষ্টাতা এবং দাতা সদস্য একাধিক হলে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
শর্ত থাকে যে, দুই বারের অধিক কোন ব্যক্তি নির্বাচিত হতে পারবেনা।
৬.৮ অনুচ্ছেদে উল্লেখ আছে, কমিটির মেয়াদ্ ৩ বছর।
উল্লেখ্য যে, প্রতিষ্টাতা সদস্য ম্যানেজিং কমিটির সহ-সভাপতি।

13/07/2025

এসএসসি পরীক্ষায় জলেয়ারমারঘাট আদর্শ উচ্চবিদ্যালয় সাফল্য অর্জন করায় প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন এর প্রতিক্রিয়া।
।। COX'S 24 চ্যানেল ।।

12/07/2025

ব্যবসায়ী মোঃ নুরুল হক মহেশখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এবং তার দোকানে লুটপাটের দৃশ্য সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দেখান।
****************************
ছোট মহেশখালী ইউনিয়নস্হ ৩নং ওয়ার্ড দক্ষিন নলবিলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ নুরুল হক মহেশখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এবং সন্ত্রাসী কর্তৃক তার দোকানে লুটপাটের দৃশ্য সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দেখান। ছোট মহেশখালী দক্ষিন নলবিলায় ১১/০৭/২০১৫ ইং রাত অনুমান সাড়ে ১০ টার সময় একটি সংঘবদ্ধ দল মোঃ নুরুল হকের দোকান ভাংচুর, লুটপাট ও সিসি ক্যামরা ভাংচুর করার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় দোকানের মালিক মোঃ নুরুল হক বাদী হয়ে-সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশিঁ, ছাত্রলীগ নেতা মাহফুজ কামাল, মোঃ রিয়াদ, মোঃ জাহেদ, আব্দুল জলিল, মোঃ কায়সার ও মোঃ রফিককে আসামী করে মহেশখালী থানায় এজাহার দায়ের করেছে। সেই বিষয়ে ভোক্তভোগী মোঃ নুরুল হক সংবাদ সম্মেলন করে বলেন, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশিঁ, ছাত্রলীগ নেতা মাহফুজ কামাল, মোঃ রিয়াদ, মোঃ জাহেদ, আব্দুল জলিল, মোঃ কায়সার ও মোঃ রফিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ১১/০৭/২০১৫ ইং রাত অনুমান সাড়ে ১০ টার সময় আমার দোকান ভাংচুর, লুটপাট ও সিসি ক্যামরা ভাংচুর করেছে এবং দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাদাঁ দাবি করে আসছে। তাদের দাবিকৃত চাদাঁ না দেওয়ার কারনে পরিকল্পিতভাবে এই হামলাটি করেছে।
এমতাবস্থায় আমরা মহেশখালীতে দায়িত্বরত নৌ-বাহিনী, ইউএনও, এসপি সার্কেল ও মহেশখালী থানার ওসি মহোদয়ের সহযোগীতা কামনা করছি। কেননা আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সন্ত্রাসীরা যে কোন মুহুর্তে আমাদেরকে খুন, গুম, অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করতে পারে।

মহেশখালীতে ‘পুলিশের লুট হওয়া’ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটকমোঃ রমজান আলী মহেশখালী ১২ জুলাই ২০২৫ ইংকক্সবাজারের মহেশখালী...
12/07/2025

মহেশখালীতে ‘পুলিশের লুট হওয়া’ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

মোঃ রমজান আলী মহেশখালী ১২ জুলাই ২০২৫ ইং

কক্সবাজারের মহেশখালীতে ‘পুলিশের কাছ থেকে লুট হওয়া’ বিদেশি পিস্তল ও গুলিসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
আটক আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা।
লে. কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, শুক্রবার ভোররাতে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন অবস্থান করার খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক বিক্ষিপ্তভাবে গহীন পাহাড়ের দিকে পালাতে থাকে। এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও ২টি গুলি পাওয়া যায়।
কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা বলেন, “উদ্ধার বিদেশি পিস্তলের তৈরির মডেল ও অস্ত্রটির গায়ে খোদাই করা লেভেল পর্যালোচনা করে জানা গেছে এটি পুলিশের ব্যবহৃত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশি এই পিস্তলটি গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় পুলিশ কাছ থেকে অথবা থানা থেকে লুট হয়ে থাকতে পারে।
পুলিশের কাছে হস্তান্তরের পর অস্ত্রটি কোথাকার ও কোন থানার নিশ্চিত হওয়া যাবে বলে জানান লে. কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, আটক ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when COX'S 24-কক্স'স ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share