RB24 TV

RB24 TV সংবাদ ও বিনোদন নিয়ে, মানুষের জন্য প্রতিদিন।

যোগাযোগ নাম্বার 01848 48 48 66

01/11/2025

ফয়সাল আমিন আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫। উদ্ভোদনী ফুটবল খেলা থেকে সরাসরি
বড় মহেশখালী ফুটবল একাদশ বনাম কুতুবজোম ফুটবল একাদশ

01/11/2025

শিশু কিশোর সাহিত্য পত্রিকা ফাল্গুন-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি

স্হান - উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়,কালারমারছড়া

ডাল রুটি খাওয়ার উপকারিতা :ডাল প্রোটিনের একটি চমৎকার উৎস, যা শরীর গঠন ও পেশি শক্তি সচল রাখতে সহায়তা করে । যারা মাছ বা মা...
29/10/2025

ডাল রুটি খাওয়ার উপকারিতা :
ডাল প্রোটিনের একটি চমৎকার উৎস, যা শরীর গঠন ও পেশি শক্তি সচল রাখতে সহায়তা করে । যারা মাছ বা মাংস কম খান, তাদের প্রোটিনের চাহিদা পূরণে এটি খুব উপকারী। রুটি থেকে শরীর প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ও শক্তি পায়। ডাল কম চর্বিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে।

বাড়ির মতো শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করে খাবার পরিবেশন করছেন পৌরসভার গাঙচিল রেস্টুরেন্টে। গাঙচিল রেস্টুরেন্টে সকাল ও সন্ধ্যায় তুলতুলে নরম নান রুটির সাথে ডাল ও চাইনিজ সবজি নিয়মিত পাবেন।

রুটি-১০টাকা
পরোটা-১০ টাকা
মুগডাল-৩০ টাকা
চাইনিজ সবজি-৩০ টাকা
ডাল+ভাজি-৩০ টাকা।
ডিমকারি-৩০ টাকা।
চিকেন সুপ-৭০ টাকা
ডিম খিচুড়ি(হাফ)-৫০ টাকা
ডিম খিচুড়ি(ফুল)-৭০ টাকা
সাদা ভাত+ডাল+আলু ভর্তা-৬০ টাকা
সাদা ভাত+ডাল+ডিম-৬০ টাকা

28/10/2025

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী তারেকসহ আটক -৩

বিস্তারিত জানাচ্ছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক

27/10/2025

তাজিয়াকাটা চোর প্রতিরোধের জন্য বৈদ্যুতিক তার টেনে বসানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন মনি শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের চরপাড়া এলাকায় প্রতিবেশির পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন মনি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্বাধীন মনি ওই এলাকার মুহাম্মদ আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশি এক ব্যক্তি বাড়ির চারপাশে চোর প্রতিরোধের জন্য বৈদ্যুতিক তার টেনে ফাঁদ বসান। বিষয়টি আশপাশের কেউ জানতো না। আজ সকালে খেলার ছলে শিশুটি সেই বাড়ির টিনের বেড়ায় হাত দিলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যায়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন এবং মামলার প্রক্রিয়া চলমান বলেও নিশ্চিত করেন।

ফয়সাল আমিন আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর সময় সূচি ঘোষণাউদ্বোধনী ম‍্যাচ খেলছেন কুতুবজোম ক্রিড়া পরিষদ VS...
25/10/2025

ফয়সাল আমিন আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর সময় সূচি ঘোষণা

উদ্বোধনী ম‍্যাচ খেলছেন কুতুবজোম ক্রিড়া পরিষদ VS বৃহত্তর বড় মহেশখালী ফুটবল একাদশ

বিস্তারিত কমেন্টে দেওয়া....

Address

Third Floor Of Krishi Bank. Gorakghata, Maheshkhali Municipality
Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when RB24 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RB24 TV:

Share