01/06/2024
*আসুন আজকে লেডিবার্ড বিটল সম্পর্কে জানি:
লেডিবার্ড বিটল কলিওপটেরা বর্গের, ইনসেকটা( Insecta ) শ্রেণির, কক্সিনেলেডি গোত্রের অন্তভুর্ক্ত প্রাণী। কক্সিনেলিডি গোত্রের সব প্রজাতির সাধারণ নাম লেডিবার্ড বিটল।
গোটা বিশ্বে প্রায় ৪২০০ প্রজাতির লেডিবার্ড বিটল রয়েছে। এদের পৃষ্ঠভাগ দেখতে ডিম্বাকার, অতি ক্ষুদ্র থেকে মাঝারি ( ০.৮- ১৮ মিমি ), বেশিরভাগ খুব উজ্জ্বল রঙের, কখনও কখনও শক্ত ডানায় সুন্দর নকশা থাকে। অধিকাংশেরই ১১ টি খন্ডের শুঙ্গ থাকে, ক্ষেত্র বিশেষে ৮ খন্ডেরও হতে পারে।
বাংলাদেশ লেডিবার্ড বিটলে যথেষ্ট সমৃদ্ধ। এখানে ৫ টি উপ-গোত্রের ৮০ টি উপকারী প্রজাতি এবং ইপিলেকনা উপ-গোত্রের ১৩ টি উদ্ভিদভোজী প্রজাতি শনাক্ত করা হয়েছে।
লেডিবার্ড বিটল কিভাবে আমাদের উপকার করি??
= লেডিবার্ড বিটল পরভোজী পোকা হিসেবে পরিচিত। এরা ফসলের ক্ষতিকর কিছু কিছু পোকা যেমন: বাদামি গাছ ফড়িং, পাতা মোড়ানো পোকা, জাব পোকা, সাদা মাছি ইত্যাদি খেয়ে কীটপতঙ্গের হাত থেকে ফসলকে রক্ষা করে মানুষের কল্যাণ করে আসছে। এর সাথে সাথে ফসলের উৎপাদন ও বৃদ্ধি পাচ্ছে এবং ফসলি জমিকে কীটনাশক ব্যবহারের হাত থেকে রক্ষা করা যাচ্ছে এবং জমির উর্বরতা অটুট থাকছে।
তাই কীটনাশকের ব্যবহার কমিয়ে জমিতে এসব উপকারী পোকার পরিমাণ বৃদ্ধি করতে হবে।