Music Travel & Education Sazzad

Music Travel & Education Sazzad "বন্ধু ও'গো আমায় খোঁজ সুরের আলাপনে
যখন আমি থাকবোনাকো আমায় রেখ মনে"

05/08/2025

💚 সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায় , মেঘ থমথম করে কেউ নেই, জল থৈ থৈ করে কিছু নেই........।

💚 সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতি। আশা করছি সবাই  অবগত হবেন।
02/08/2025

💚 সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতি। আশা করছি সবাই অবগত হবেন।

01/08/2025

🚴‍♀️🚴‍♀️💚 আলীর গুহা /সুরঙ্গঃঃ আলীর সুরঙ্গ পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। এটি বান্দরবান থেকে ১১৮ কিলোমিটার দক্ষিণে, আর সদর থেকে তিন কিলোমিটার দূরে মাতামুহুরি এবং টোয়াইন খাল ঘেষে দুই পাহাড়ের চূড়ায় এই গুহার অবস্থান। স্থানীয়দের কাছে এটি আলীর সুরঙ্গ নামে পরিচিত। এখানে মূলত তিনটি গুহা রয়েছে তিনটি গুহার মধ্যে দুইটি গুহা বর্তমানে অনেকটাই বন্ধ হয়ে আছে। যেই পাথুরে পাহাড়ের মধ্যে এই গুহার অবস্থান তার নামও আলীর পাহাড়। ধারণা করা হয় আলীকদম, আলীর পাহাড় আর আলীর গুহা একই সূত্রে গাঁথা। তবে কখন কিভাবে দুর্গম পাহাড়ে এমন অদ্ভুত সুন্দর গুহা তৈরি হলো তার নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের মতে আলোহক্যাডং থেকে আলীকদম নামের জন্ম।যার অর্থ পাহাড় আর নদীর মধ্যবর্তী স্থান। এছাড়াও আলীকদম নামের সঙ্গে অনেক আরাকানি শাসন আমল এর সংযোগ পাওয়া যায়।

যেভাবে যাবেনঃ ঢাকা থেকে সরাসরি বাসযোগে আলীকদম যেতে পারবেন। নন এসি বাস এ ভাড়া পড়বে ৮৫০ থেকে ১০০০ টাকা অথবা কক্সবাজার গামী বাস এ চকরিয়া নেমে লোকাল বাসে আলীকদম যাওয়া যায়। এছাড়া কিছু কিছু চাঁদের গাড়ি চকরিয়া থেকে নিতে পারবেন, জন প্রতি ভাড়া পড়বে ৬০ থেকে ৭০ টাকা আর রিজার্ভ গেলে ১২০০ থেকে ১৫০০ টাকা ।
আলীকদম উপজেলায় নেমে ইজি বাইকে মংচপ্রু পারা যাবেন এই পাড়ার পাশ দিয়ে বয়ে গেছে টোয়াইন খাল। খাল পার হয়ে ও ঝিরিপথে হেঁটে আলীর সুরঙ্গে পৌঁছাতে পারবেন এতে সময় লাগবে ৪৫ থেকে ৬০ মিনিট

কখন যাবেনঃ সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সহজেই যাওয়া যায়। বর্ষায় না যাওয়াই ভালো। তবে কখনো গেলে একা যাবেন না। গুহার প্রবেশ পথেই গাইড পেয়ে যাবেন, কথা বলে গাইড নিয়ে তারপর যাবেন। স্যাতসেতে এই গুহাগুলোতে গা ছমছম করা একটা পরিবেশ থাকে। যারা পাহাড়, নদী, ঝর্ণা আর অরণ্য পছন্দ করেন আলীর সুরঙ্গ/ গুহা তাদের জন্য একটি আদর্শ স্থান হতে পারে।

💚 সার্বিক সহযোগিতায় : জনাব সোহেল ইকবাল।

30/07/2025

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ডি আর প্রধান শিক্ষকদের আইডি থেকে এন্ট্রি দিতে হবে, শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র এক'ই আইডি থেকে ডাউনলোড করা যাবে।।

27/07/2025

💘 তবুও মানুষ করে হৃদয়ের গৌরব, বলে প্রেম সে'ইতো ফুলে যা সৌরভ। আমি বলি মিছে সব, মানুষের জন্যে।।
ফুলের মতো মন মানুষের নেই।।। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।।🥲

#হাজার_মনের_কাছে

27/07/2025

সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য শিক্ষকদের অনুরোধ করা হলো।
💚

🥰 রাষ্ট্রীয় সন্মাননা : দুই জন শিক্ষক।
24/07/2025

🥰 রাষ্ট্রীয় সন্মাননা : দুই জন শিক্ষক।

💚 শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার :
23/07/2025

💚 শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার :

21/07/2025

" সকালের প্রানোচ্ছল সন্তান
দুপুরে কয়লা হয়ে গেল"
🥲
এর চেয়ে কষ্ট আর কি হতে পারে।।

❤️ Photographer : ছবি তোলা আমার ছোট থাকতেই শখ ছিল। তেমন ভালো ছবি কখনোই তুলতে পারিনি তবে এখনো মনে পড়লে হাসি পায়, যখন ছো...
19/07/2025

❤️ Photographer : ছবি তোলা আমার ছোট থাকতেই শখ ছিল। তেমন ভালো ছবি কখনোই তুলতে পারিনি তবে এখনো মনে পড়লে হাসি পায়, যখন ছোট ছিলাম স্কুল কলেজে পড়তাম অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য দাওয়াত দিয়ে নিয়ে যেত। তখনো বুঝতাম না কেন আমাকে নিয়ে যাওয়া হতো, তবে কিছু কিছু কানাঘুষার মাধ্যমে জানতে পেরেছিলাম এই ছেলেটা ভালো ছবি তোলে।ছবি তোলার উপর কোনদিন কনফিডেন্স ছিল না, কিন্তু যখন বুঝতে পেরেছি ভালো ছবি তোলার কারণেই অনেকে আমাকে দাওয়াত দেয়। তারপর কনফিডেন্স আস্তে আস্তে বেড়ে গেল। হয়তো এই লেখাটি পড়ে অনেকেই হাসবেন, কি এমন ছবি তোলে সে 😁। আমি নিজেই জানি আমি ভালো ছবি তুলি না ভালো ভিডিও করতে জানিনা তারপরও একদিন শখ করে লাখ টাকা খরচ করে ডি এস এল আর ক্যামেরা কিনে ফেললাম। ভেবেছিলাম অনেক অনেক ছবি তুলব, যত্ন করে প্রিয় মানুষগুলোর ছবি তুলব, ফটোগ্রাফি কম্পিটিশনে অংশগ্রহণ করব আরো কত কি স্বপ্ন।ব্যস্ততার কারণে সকল স্বপ্ন'ই ভেস্তে গেল। পড়ে রইল ডিএসএলআর আর এর মধ্যে চুরি হয়ে গেল দামি লেন্স, ফ্লাশ। তারপরও স্বস্তি এই ভেবে ভবিষ্যতে আবার কিনে নেব,ছবি তুলব মনের মত।।




စာတို

18/07/2025

প্রথম প্রান্তিক মূল্যায়ন ও CRVS এর ফলাফলের ভিত্তিতে পরীক্ষার্থীদের DR' এ অন্তর্ভুক্ত করা হবে,
সে কারনে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।।

18/07/2025

" ফিরে এলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা "
আলহামদুলিল্লাহ

Address

Cox's Bazar
19805

Alerts

Be the first to know and let us send you an email when Music Travel & Education Sazzad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Music Travel & Education Sazzad:

Share