29/10/2025
🫣একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমুদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা নিপ্রাণ দেহ হয়ে
শুকনো বালুর বুকে,পরে আছে।।
নীল নেই আকাশে, নেই কোন নীল
ভাসেনা চোখে আর আলো ঝিলমিল
শুভ্র মেঘগুলি কালো শাড়ি পরে
উড়ায় বিষাদের আচল।।
সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি।।
কুল নেই জীবনের ভেঙেছে দু'কূল
অকালে ঝরে গেছে প্রেমের মুকুল
স্তব্ধ হয়ে আছে পাখিগুলি ভোরে
কান্নার ঢেউ চেপে বুকে।।
শেষ হয়ে গেছে আজ আশা যত জীবনে
মরণ যেন শুধু বাকি।।
একদিন ঘুম ভেঙ্গে দেখি।।
💚 শেখ ইশতিয়াক
#একদিন_ঘুম_ভেঙ্গে_দেখি