Music Travel & Education Sazzad

Music Travel & Education Sazzad "বন্ধু ও'গো আমায় খোঁজ সুরের আলাপনে
যখন আমি থাকবোনাকো আমায় রেখ মনে"

29/10/2025

🫣একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমুদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা নিপ্রাণ দেহ হয়ে
শুকনো বালুর বুকে,পরে আছে।।

নীল নেই আকাশে, নেই কোন নীল
ভাসেনা চোখে আর আলো ঝিলমিল
শুভ্র মেঘগুলি কালো শাড়ি পরে
উড়ায় বিষাদের আচল।।
সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি।।

কুল নেই জীবনের ভেঙেছে দু'কূল
অকালে ঝরে গেছে প্রেমের মুকুল
স্তব্ধ হয়ে আছে পাখিগুলি ভোরে
কান্নার ঢেউ চেপে বুকে।।
শেষ হয়ে গেছে আজ আশা যত জীবনে
মরণ যেন শুধু বাকি।।

একদিন ঘুম ভেঙ্গে দেখি।।
💚 শেখ ইশতিয়াক

#একদিন_ঘুম_ভেঙ্গে_দেখি

💥নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ঘুরে এলাম
24/10/2025

💥নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ঘুরে এলাম

22/10/2025

💚 যার বুকেতে ভেবেছি আমার এ ঠিকানা,
তার বুকেতে বসত করে অন্য এক জনা,
তার বিরহে কাঁদতে হবে, সারা জীবন ভর।।
কারো মনের মানুষ হয়না যেন পর।।


#মনেরমানষ

13/10/2025

🥰🥰 “প্রিয়ারে প্রিয়ারে, কাঁদে মন হিয়ারে”
ভালোবাসা কেনো এতো অসহায়,
বুকে প্রেম, মনে আশা নিভে যায়
এই পথে আজো আছি এক সাথে,
কাল যদি মাঝ পথে, দূরে যেতে হয়।।
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, কাঁদে মন কাঁদে এই হিয়ারে।।

ভালোবাসা নয় কোন অপরাধ,
তবু কেনো নিরাশায় কাটে রাত
দিলো ব্যথা, আঁধারে নিরবতা,
মনে জাগে আকুলতা মেঘে ঢাকে চাঁদ।।
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, কাঁদে মন কাঁদে এই হিয়ারে
প্রিয়ারে প্রিয়ারে, কাঁদে এই হিয়ারে

ভালোবাসা মিছে নয় অভিনয়,
কাল যদি, তবু ভুল মনে হয়
ঘর ছেড়ে চলে এসে এতো দূরে,
প্রেম যেনো খুঁজে ফিরে,তার পরিচয়
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, কাঁদে মন কাঁদে এই হিয়ারে।।
প্রিয়ারে প্রিয়ারে, কাঁদে এই হিয়ারে।।

#প্রিয়ারে

12/10/2025

💛 প্রথমিক বিদ্যালয়ের ২০২৬ সনের বই ছাপানো চলছে। পাঠ্যবই মুদ্রণ, বই এর মান যাচাই ও সরবরাহ কমিটির বিভাগীয় সদস্য হিসাবে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি উপপরিচালক প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ মহোদয়ের সাথে ৩ টি অনুমোদিত ছাপাখানা পরিদর্শন করি ও বই এর মান যাচাই করি। আশাকরছি যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারবো।

িতরণ

05/10/2025

🥲 প্রয়াত কন্ঠশিল্পী জুবিন গার্গ এর স্মরণে আমার গাওয়া গানটা পূণরায় দিলাম।
🥰 জুবিন গার্গ ছিলেন ভারতের আসাম প্রদেশ এর গোহাটি'র কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার, গীতিকার, instrumentalist, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, কবি এবং সমাজসেবী।
শিল্পীর অকাল প্রয়াণে পুরো আসাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। তাঁর গাওয়া এই গানটা আমার খুব পছন্দের। আপনাদেরও ভালো লাগবে।

04/10/2025

🥰 সৌ সাল পহলে মুঝে তুম সে প্যার থা.............।


02/10/2025

💚 ভাসমান পেয়ারা বাজার :
❣️ এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান হচ্ছে বাংলাদেশের ঝালকাঠি বরিশাল এবং পিরোজপুরের এলাকায়। ঝালকাঠি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও সেপ্টেম্বর পর্যন্ত এই বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়।
আমরা কজন কর্মকর্তা গিয়েছিলাম এই পেয়ারা বাগান দেখার জন্য। অত্যন্ত মনমুগ্ধকর একটি ভ্রমণ হয়েছে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে।
❣️যেভাবে যাবেন : ঢাকা থেকে বাস অথবা লঞ্চযোগে বরিশাল যেতে হবে, বরিশাল থেকে মাইক্রো ভাড়া করে পেয়ারা বাগানের নৌকা ঘাটে পৌঁছাতে হবে। ঘাট থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ভাসমান পেয়ারা বাজার যেতে পারবেন।


Din Mohammad Nayan

Call now to connect with business.

29/09/2025

I got over 200 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

27/09/2025

💚 পূর্ণিমায় উত্তাল সাগরের পাড়ে নির্ঘুম রাত কাটানো।।

💚 এভাবে আকাশে উড়তে ভালোই লেগেছিল : ল্যাংকাউই, মালয়েশিয়া।।         .
24/09/2025

💚 এভাবে আকাশে উড়তে ভালোই লেগেছিল : ল্যাংকাউই, মালয়েশিয়া।।


.

Address

Cox's Bazar
19805

Alerts

Be the first to know and let us send you an email when Music Travel & Education Sazzad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Music Travel & Education Sazzad:

Share