MS Misbah uddin Sunlight

MS Misbah uddin Sunlight "সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে৷
চ্যালেঞ্জ নেয়া যাবে না”

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ’র উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে ঘটনার পিছনের কারণ ও উদ্দেশ্য...
04/05/2025

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ’র উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে ঘটনার পিছনের কারণ ও উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। কে করল এই হামলা? কেন করল? এসব প্রশ্নের জবাব নেই। এর আগে হান্নান মাসুদ স্যারকেও একইভাবে আক্রমণের শিকার হতে হয়েছিল। ভাগ্য ভালো—দুজনেরই দামি গাড়ি ছিল, তাই প্রাণে রক্ষা পেয়েছেন।

এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো—এই বিচার করবে কে? কার বিচার হবে? আজ আওয়ামী লীগ ক্ষমতায় নেই, অনেকে দেশেও নেই , তাহলে হামলাকারীরা কারা?

৫ই আগস্টের ঘটনার পরপরই আপনারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন। কিন্তু কেন ? বি এন পি কি আপনাদের বিপক্ষে ছিল ?
আজ বিএনপি আপনাদের পক্ষে নেই—এটা অবাক হওয়ার কিছু নয়। আপনারা কি পারবেন বিএনপির বিরুদ্ধে লড়তে? এ সক্ষমতা কি আপনাদের আছে ? হয়তো পারবেন, কিন্তু তার খেসারতও দিতে হবে—এটাই রাজনীতির নির্মম বাস্তবতা।

শুরুতেই অংকে ভুল করেছেন আপনারা। আওয়ামী লীগকে পিছিয়ে দিতে পারলেও এখন যদি ভাবেন, বিএনপিকেও একইভাবে দমন করবেন, তারপর জামাতকে, তবে সেটা হবে আত্মঘাতী ভুল। রাজনীতিতে ধাপে ধাপে অগ্রসর হতে হয়, সব একসাথে গিলে ফেলা যায় না।বিশেষ করে এ মুহূর্তে এটা সম্ভব নয় ।

শুরুতেই অনেক বড় ভুল করেছেন আপনারা। আপনাদের কোনো অভিভাবক নেই, কোনো পরিকল্পনা নেই। এখন সময় এসেছে কৌশলী হওয়ার। আজ আর বিপ্লবের দিন নেই। কাল আপনি ড. ইউনুস হয়ে যাবেন—‘জনতার একজন’। তাই এখনই সময় সাহসী, সঠিক সিদ্ধান্ত নেওয়ার।

তা না হলে সামনে কি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। বিএনপি এখন শক্তিশালী, আওয়ামী লীগও ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। তখন আপনারা কোথায় থাকবেন?

বিএনপির অনেক ভাই এই ঘটনায় খুশি হয়েছেন। এটা গভীর লজ্জার। একজন রাজনীতিবিদ হিসেবে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে উল্লাস করেন, তাহলে আপনি আর আওয়ামী দমননীতির মধ্যে কোনো পার্থক্য রাখলেন না।
আমরা চাই, রাজনীতিতে সহনশীলতা ফিরুক। হিংসা, প্রতিশোধ ও প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি দরকার পারস্পরিক শ্রদ্ধা ও গণতন্ত্রে বিশ্বাস। যা বাংলাদেশে আশা করা অবাস্তব ।
হাসনাত আব্দুল্লাহ একটা ম্যাটার , একটা কণ্ঠ , একটা বীর , একজন সফল কন্ঠস্বর ।
উনার উচিত নিয়ন্ত্রিত চলাচল , যেখানে সেখানে না যাওয়া ।
দেশে হাজার বছরে জন্ম হয় একটা হাসনাত আব্দুল্লাহর ।
NCP এখন সময় এসেছে নিয়ন্ত্রিত কথা বলার । বলার পূর্বে ভেবে বলতে হবে , কাকে বলছেন , কিভাবে বলছেন । সম্মান দেবেন , সম্মান পাবেন । সময় এসেছে মাটিতে পা রাখার , বাস্তবতা মেনে নেয়ার , মাঠ পর্যায় থেকে ডাটা সংগ্রহ করে , বিশ্লেষণ করে , ওজন বুঝে কথা বলুন ভাইয়েরা , প্লিজ ।
#বাংলাদেশ

04/10/2024

😓 বাম কাঁধের ফেরেস্তা
দিন রাত পাপ লেখায় ক্লান্ত 😓

😓 আর ডান কাঁধের ফেরেস্তা অল্প একটু
সওয়াব লেখার আশায় ব্যাস্ত 😭

😓 মানুষ সিসি ক্যামেরাকে ভয় পায়
কিন্তু কাঁধের দুই ফেরেস্তাকে নয় 😭

আল্লাহ আমাদের সবাইকে 🙂
বুঝার তাওফিক দান করুক 😊

,,,,,,,,,,,,,,আমিন,,,,,,,,,,,,🤲

04/10/2024

" যদি আপনাকে জিজ্ঞেস করা হয়...!!🙂
"পৃথিবীর সবচেয়ে মূল্য'বান স'ম্পদ কি...!!🌸🥀
" আপনার উত্তর কি হবে...!!🤔😊

23/03/2024

বর্তমানে মধ্যবিত্তরা খুব কষ্টে দিন কাটাচ্ছে
10/03/2024

বর্তমানে মধ্যবিত্তরা খুব কষ্টে দিন কাটাচ্ছে

11/12/2023

কলিজা কাঁপানো কথা,,,,,,,,,,

ছেলেরা মেয়েদের চেয়েও বেশী আবেগ প্রবন হয়।

#আবেগ #ইমোশনাল ゚viral #ভিডিও

10/12/2023

বাস্তবতা কঠিন হলেও...... 😭
--মেনে নিতে হয়.......❤️

#ইমোশনাল #আবেগ #ভিডিও

29/11/2023

সময় বলে দেয়, কে কার কতটা আপন,,,,

22/11/2023

তুমি আমাকে বুঝবার চেষ্টা করো😥

13/11/2023

এই সমাজে ছেলে শব্দটা শুনলে, এক একজনের কাছে এক এক শুধ বেশি নাম।

Miss Chittagong মিস চিটাগাং ゚viral #ইমোশনাল #আবেগ #ভিডিও

Address

Cox's Bazar

Telephone

+8801838033526

Website

Alerts

Be the first to know and let us send you an email when MS Misbah uddin Sunlight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MS Misbah uddin Sunlight:

Share

Category