মহেশখালী চ্যানেল

মহেশখালী চ্যানেল আমরা আছি সব সময় সবার পাশে/গণমানুষের পক্ষে

কালারমারছড়ায় ২০২৪-২৫ অর্থ বছরের  ভিজিডি চাল বিতরণমহেশখালীর চ্যানেল রিপোর্ট মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ২০২৪-২৫...
28/09/2025

কালারমারছড়ায় ২০২৪-২৫ অর্থ বছরের ভিজিডি চাল বিতরণ

মহেশখালীর চ্যানেল রিপোর্ট

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতি মাসে ৩০ কেজি করে জুলাই-আগষ্ট ২ মাসের ভিজিডি চাল বিতরণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। হত-দরিদ্র পরিবারগুলো সরকারের ভিজিডি চাল পেয়ে খুশি বলে জানান, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ।

28/09/2025

মহেশখালীতে আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছপালা কর্তন কাজ চলবে। এ কারণে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা, কালারমার ছড়া ইউনিয়নের ফকিরাঘোনা এবং শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে গাছপালা কর্তন কাজে সবার সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

"আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" প্রভাষক মোঃ শাহেদ খাঁন এমএ কে আহবায়ক,  আব্দুল মালেককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট মহ...
28/09/2025

"আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" প্রভাষক মোঃ শাহেদ খাঁন এমএ কে আহবায়ক, আব্দুল মালেককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

মহেশখালীর চ্যানেল রিপোর্ট

প্রভাষক মোঃ শাহেদ খাঁন এমএ আহবায়ক, মোঃ আব্দুল মালেক সদস্য সচিব, মোঃ ইসহাক মিয়া ফরিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ সরওয়ার উদ্দিন যুগ্ম আহ্বায়ক, মোঃ গিয়াস উদ্দিন যুগ্ম আহ্বায়ক, মোঃ আবু জাফর যুগ্ম আহ্বায়ক, মোঃ দেলেয়ার হোসেন সাঈদী যুগ্ম আহ্বায়ক, মোঃ সাজ্জাদ হোসাইন যুগ্ম আহ্বায়ক, মোঃ আলী আকবর বেলায়তী যুগ্ম আহ্বায়ক, মোঃ সাদ্দাম হোসেন যুগ্ম আহ্বায়ক, আহসান উল্লাহ যুগ্ম আহ্বায়ক, মোঃ নেজাম উদ্দিন যুগ্ম আহ্বায়ক, মোঃ শাহজাহান উদ্দিন রানা যুগ্ম আহ্বায়ক, মোঃ সোহেল রানা যুগ্ম আহ্বায়ক, নুরুল আমিন যুগ্ম আহ্বায়ক, মোঃ সালাহ উদ্দিন তারেক যুগ্ম আহ্বায়ক, মোঃ সাইফুল ইসলাম সাইফু যুগ্ম আহ্বায়ক, মোঃ শামশুল আলম যুগ্ম আহ্বায়ক, মোঃ জিয়া উদ্দীন কামাল যুগ্ম আহ্বায়ক, মোঃ আবদুল্লাহ আল মামুন তুষার যুগ্ম আহ্বায়ক, ইফতেখার তানভীর যুগ্ম আহ্বায়ক, সদস্যগণঃ মোঃ শাহজাহান বখতিয়ার, নাছির উদ্দিন, মোঃ জালাল উদ্দীন হাফেজ, সালাহ উদ্দীন, মোঃ রোকনুজ্জামান, নুরুল আমিন, মোঃ ওয়াসিম, নাজমুল হাসান আকিব, মোঃ মঈন উদ্দীন, মোহাম্মদ হাসান ইকবাল, মোঃ জসিম উদ্দিন, তৌসিফ করিমুল হক জিশান, মোঃ রাসেল মাহমুদ, মোঃ ওমর ফারুক, মোঃ সোহাগ, মোঃ মাসুদ পারভেজ, মোঃ আলম (কালা মনু), নুর উদ্দীন রাশেদ, তাওসীফ ও মোঃ সোহেল প্রমুখ।
২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং "আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" কক্সবাজার জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন বাচ্চু ও সাধারন সম্পাদক মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরে ৪১ সদস্য বিশিষ্ট মহেশখালী উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

যোগ্য লোকদের মুল্যায়ন করায় "আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি নাছির উদ্দিন বাচ্চু ও সংগ্রামী সাধারন সম্পাদক মোরশেদ আলমে'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মহেশখালীবাসিঁর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

কোহেলিয়া নদীর শাপলাপুর অংশে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির বড়শিতে ধরা পড়েছে বিশালকার কোরাল। প্রাথমিক তথ্যে এই কোরালের ওজন...
28/09/2025

কোহেলিয়া নদীর শাপলাপুর অংশে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির বড়শিতে ধরা পড়েছে বিশালকার কোরাল। প্রাথমিক তথ্যে এই কোরালের ওজন ২৫ কেজি বলে জানান তিনি।

28/09/2025

প্যারাবন কাটায় অংশগ্রহণকারী শ্রমিকদের বি*রুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর বার্তা! শিগ্রই প্রজ্ঞাপন আসছে।

28/09/2025

মারা গেছেন কুতুবদিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসানের মা

কক্সবাজারে মোটরসাইকেল দু*র্ঘটনায় মাতারবাড়ীর যু*বক সাদ্দামের মৃ*ত্যুডেস্ক রিপোর্ট কক্সবাজারে ভ*য়াবহ মোটরসাইকেল দু*র্ঘটনায়...
28/09/2025

কক্সবাজারে মোটরসাইকেল দু*র্ঘটনায় মাতারবাড়ীর যু*বক সাদ্দামের মৃ*ত্যু

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারে ভ*য়াবহ মোটরসাইকেল দু*র্ঘটনায় নিহ*ত হয়েছেন মহেশখালী উপজেলার মাতারবাড়ির যুবক মোহাম্মদ সাদ্দাম।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ইনানী এলাকায় এ দু*র্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মৃ*ত্যুবরণ করেন।

নিহত মোহাম্মদ সাদ্দাম মাতারবাড়ী ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মাঝের ডেইল এলাকার আবু তালেব এর পুত্র।

জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে সড়কের ইনানী এলাকায় তিনি দু*র্ঘটনার শিকার হন। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকগণ তাকে মৃ*ত ঘোষণা করেন।

28/09/2025

টেকনাফে কাভার্ডভ্যানের ধা*ক্কায় শ্যালক-দুলাভাই নি'*হ*'ত।

মাতারবাড়ীর মাঝের ডেইল এলাকার মোহাম্মদ সাদ্দাম নামের একজন যুবক কিছুক্ষন আগে কক্সবাজার বাইক এক্সিডেন্ট করে মৃ*ত্যুব*রন করে...
28/09/2025

মাতারবাড়ীর মাঝের ডেইল এলাকার মোহাম্মদ সাদ্দাম নামের একজন যুবক কিছুক্ষন আগে কক্সবাজার বাইক এক্সিডেন্ট করে মৃ*ত্যুব*রন করেছে বলে জানা গেছে!

28/09/2025

সরওয়ার কামাল

28/09/2025

মাতারবাড়ী নতুন বাজারে নিজস্ব কার্যালয়ে মহেশখালী'র গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন তরুন ব্যবসায়ী আপন চৌধুরী।

28/09/2025

নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি।
সিইসি

Address

Moheshkhali
Cox's Bazar
4710

Telephone

+8801843919088

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহেশখালী চ্যানেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহেশখালী চ্যানেল:

Share