Abdullah As sayem

Abdullah As sayem I can't make music to make money, i make money to make music.

Delete 2 Countries
30/09/2025

Delete 2 Countries

অভ্যুত্থানে সাদা জুব্বা, মোল্লা আর মাদরাসা কি পরিমাণে ভূমিকা রেখেছে তা পালানো আর ধরা খাওয়ারা ঠিকই টের পেয়েছে। কিন্তু যার...
25/09/2025

অভ্যুত্থানে সাদা জুব্বা, মোল্লা আর মাদরাসা কি পরিমাণে ভূমিকা রেখেছে তা পালানো আর ধরা খাওয়ারা ঠিকই টের পেয়েছে।

কিন্তু যারা সুবিধা ভোগ করেছে তারা এর মূল্য দেয়নি। তারা হয়েছে অকৃতজ্ঞ। নির্লজ্জ।

22/09/2025

এখনো পর্যন্ত যারা AI দিয়ে ফটো এডিট করেন নাই, তারাই হা হা রিয়েক্ট দেন। 🙂

১৮০০ সালের দিকে আ’মেরিকা ইউরোপ থেকে অনেক রাজহাঁস আনে। বিলে ঝিলে কিংবা চৌবাচ্চায় রাজহাঁস দেখতে অসম্ভব সুন্দর লাগে। মার্জি...
17/09/2025

১৮০০ সালের দিকে আ’মেরিকা ইউরোপ থেকে অনেক রাজহাঁস আনে। বিলে ঝিলে কিংবা চৌবাচ্চায় রাজহাঁস দেখতে অসম্ভব সুন্দর লাগে। মার্জিত চেহারা ও শালীন ছুটাছুটির জন্য এদেরকে পার্ক, হ্রদ, বাগান এবং ধনী ব্যক্তিদের ব্যক্তিগত সম্পত্তিতে অলঙ্কার হিসেবে রাখা হয়। ক্যালিফর্নিয়ায়ও এই প্রথা অনুসরণ করা হয়, বিশেষ করে শহুরে পার্ক এবং জলাশয়ে। এর বন্য পাখিদের মতো উড়াউড়ি করে চলে। এভাবেই রাজহাঁসেরা ক্যালর্ফনিয়াতে নিজেদের মানিয়ে নেয়।
পরিবেশের সৌন্দর্য বর্ধনে কত আইনকানুন সেখানে। কেউ পাখি খেতে পারবে না। মারতে পারবে না। আর কত কঠিন কঠিন আইন আছে। পৃথিবীতে পরিবেশ রক্ষার নামে এই কালচার সেখান থেকেই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

আজ দেখলাম, ক্যালর্ফনিয়াতে সরকারি উদ্যোগে এই হাঁসগুলোকে মারার উদ্যোগ নিয়েছে। পরিবেশ নষ্ট হচ্ছে বিধায় এই উদ্যোগ। তালাশ করে দেখলাম, শিকারকৃত প্রায় রাজহাঁসের স্থান হবে নর্দমায়।
অ্যাসেম্বলি বিল ৭৬৪ (AB 764) পাস হয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৫ হাজার টাকা। পরিস্থিতি কী হতে পারে ভাবুন।

ইউরোপে এসব নতুন নয়। অস্ট্রেলিয়াতে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে অস্ট্রেলিয়ান ফেরাল ক্যামেল ম্যানেজমেন্ট প্রোজেক্টে প্রায় ১লক্ষ ৬০ হাজার উট হ*ত্যা করা হয়েছে। এর মধ্যে দেড় লক্ষ উটই এভাবে মরুভূমিতে পঁচেগলে মাটি হয়েছে। এটির দ্বারা মূলত সংখ্যাকে ৬০০,০০০ থেকে ৩০০,০০০ এ নামিয়ে আনার জন্য করা হয়। খরার জন্য এই উদ্যোগ নিয়েছিল।

এরকম নজীর পৃথিবীতে কম। আরবের অনক রাষ্ট্রেও কবুতর বা ঘুঘু খাওয়া দণ্ডনীয় অপরাধ। কোন সময় বেঁধে দেওয়া হয় না। সম্পূর্ণ নিষিদ্ধ। যখন বাড়তে বাড়তে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন সরকারি উদ্যোগে চলে নিধন। ধ্বংস করা হয় লাখ লাখ পাখি। মেরে পঁচিয়ে-গলিয়ে মাটি বানানো হয়!
এগুলোর কোন অর্থ আছে? এগুলো স্রেফ ভ’ণ্ডামি। স্রেফ সৃষ্টিজীবের সাথে জু’লুম।

ইসলামে অনেক নির্দেশনা আছে। হাদিস আছে। রাসুল সা. এর শিক্ষা আছে। হালাল পশুপাখি খাওয়া জায়েজ। আবার বাচ্চা নিয়ে আসা, কিংবা বাচ্চা রেখে মাকে খে*য়ে ফেলার ব্যাপারে নিষেধাজ্ঞাও আছে। এগুলো তো স্পষ্ট বিষয়। কিন্তু?

সবাই করছে ভ*ণ্ডামি। কলকারখানা, উচ্চগতির ইন্টারনেট, নিত্যনতুন বোমা, রাসায়নিক, কতকিছু পৃথিবীর সামনে আনছে, ফলে পশুপাখির জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন পদ্ধতিতে জলবায়ু নষ্ট করায় পশুপাখির জীবন চরম হুমকিতে পড়ছে। তাদের প্রজন্ম নষ্ট হচ্ছে অতি দ্রুত। এগুলো নিয়ে কেন এত তৎপর নয়! কি সাংঘাতিক দ্বিচারিতা।

পৃথিবীতে যা হচ্ছে তা স্রেফ ভ’ণ্ডামি! নিয়ম বেঁধে দিলেই পরিবেশ রক্ষা হয়! শিকারির রক্তচক্ষু থেকেও রক্ষা করা যায়। তাই না! এভাবে পশুপাখির সংখ্যা বাড়িয়ে ধ্বংস করার অর্থ আছে? এগুলো কী সৃষ্টির অপচয় নয়?

হালকা চেষ্টা
16/09/2025

হালকা চেষ্টা

ওড়না ছাড়া ছাত্রী কে দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেইটে ব্যানার বানিয়ে টাঙিয়ে দিয়েছে স্কিনসর্ট। #নওগাঁ_সরকারি_কলেজ
15/09/2025

ওড়না ছাড়া ছাত্রী কে দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেইটে ব্যানার বানিয়ে টাঙিয়ে দিয়েছে স্কিনসর্ট।

#নওগাঁ_সরকারি_কলেজ

ফেসবুকে সবাই বলাবলি করছে - শিবির নিয়ে পোস্ট দিলে নাকি খালি রিচ আর রিচ! তাই একটা লিটমাস টেস্ট করতে এলাম।সাদিক কায়েমকে ভাল...
10/09/2025

ফেসবুকে সবাই বলাবলি করছে - শিবির নিয়ে পোস্ট দিলে নাকি খালি রিচ আর রিচ! তাই একটা লিটমাস টেস্ট করতে এলাম।

সাদিক কায়েমকে ভালোবাসলে, এনসিপিতে যোগ দিন। 💙

20/08/2025

আমার নীতি স্পষ্ট অন্যায়ের কাছে মাথা নত করা বা পদ লেহন করা আমার ধর্ম নয়। প্রয়োজনে নিজেই ইতি টেনে দিতে পিছপা হই না।
সুযোগ সন্ধানের আশায় কারো পা চাটা কিংবা সত্যকে ধামাচাপা দেওয়ার মতো স্বার্থপরতা আমার চরিত্রে নেই। এই অবস্থান অনেকের চোখে হয়তো অপ্রিয় কিন্তু আমার কাছে আত্মসম্মান বিকিয়ে নেওয়ার চেয়ে তা অনেক বেশী ভালো।

সুশীলতার আড়ালে যদি কুকর্ম ধরা পড়ে, তবে তার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা ও বিশ্বাস সেখানেই শেষ হয়ে যায়।
বিশেষ করে যারা লেভেল দেওয়ার মুখোশ পরে ভেতরে শুয়রের মত আচরণ করে তাদের সঙ্গে এক টেবিলে বসার চেয়ে একা থাকাই শ্রেয় মনে করি।

আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কারো পদ লেহন বা অন্যায় আবদারের নিকট মাথানত করিনি।
আল্লাহ যেন ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখার তৌফিক দেন।
আমীন ইয়া রাব।

20/08/2025

জোহরের সময় বাইরে থাকাতে অন্য একটা মসজিদে নামাজ পড়েছি। ফেরার সময় ভাবলাম অফিসে না ঢুকে অফিসে পাশের মসজিদে কিছুক্ষণ শুয়ে থাকবো।

তখন ঘড়িতে প্রায় সোয়া দুইটা। মসজিদে ঢোকার সময় দেখলাম একটা সাদা রংয়ের ল্যান্ড ক্রুজার V8 মডেলের একটা গাড়ি মসজিদের সামনে থামলো।

পঞ্চাশোর্ধ বেশ হ্যান্ডসাম এক ভদ্রলোককে দুই জন ধরে গাড়ি থেকে নামালো।

ভদ্রলোকের কোমড়ের দিকে ব্যান্ডেজ। সম্ভবত ডাক্তারের কাছ থেকে আসছেন।

যে দুই জন সহকারী ছিল তারা একজন বললো, স্যার আপনার সার্জারি অল্প কয়েকদিন আগে হয়েছে। ডাক্তার মাত্রই বলল, আরো রেস্টে থাকতে। নামাজটা বাসায় যেয়ে পড়লে হত না?

ভদ্রলোক খুব শীতল গলায় বললো, না হত না।

তোমাকে যতটুকু বলা হচ্ছে অতটুকু কর।

আমাকে মসজিদ পর্যন্ত দিয়ে আসো।

একটা ভালো চেয়ার বাছাই কর, যাতে পড়ে না যাই।

দুই জন এসিস্ট্যান্ট মিলে ধরে ধরে তাকে মসজিদে ঢুকালো।

একটা কোনায় নিয়ে চেয়ার সেট করে দিল।

আমি তার থেকে একটু দূরেই টান টান হয়ে শুয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকলাম।

ভদ্রলোক বসে নামাজ শুরু করলেন।

খুব ঠাণ্ডা ধীরস্থিরভাবে নামাজ পড়ছেন।

যেন কোন তাড়া নেই, কোন অস্থিরতা নেই, চারপাশে কি হচ্ছে, না হচ্ছে তার কোন ভ্রুক্ষেপ নেই।

উনার চোখের দিকে তাকালাম। একদম সিজদার দিকে তাকিয়ে আছে। দৃষ্টিতে কোন নড়চড় নেই। সাধারণত এত ধীরস্থিরভাবে আমি কাউকে নামাজ পড়তে দেখি না।

উনার দিকে কিছুক্ষন এভাবে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ লেগে আসলো। সম্ভবত ঘুমায় গেছিলাম। ঘুম ভাংগলো হেচকির শব্দ শুনে।

দেখি ভদ্রলোক হাত তুলে অঝোরে কাঁদছেন। কিছু একটা বিড় বিড় করছেন।

একটু কাছে যেয়ে শোনার চেস্টা করলাম উনি কি বলছেন।

খুব ভালো করে খেয়াল করার পর শুনলাম ভদ্রলোক বলতেছেন, ইয়া আল্লাহ তুমি আমার উপর এতটা অসন্তুষ্ট হয়ে গেলা যে তোমাকে প্রাণভরে সিজদা করার অধিকার কেড়ে নিলা?

মালিক, আমাকে কি অসুখ দিলা যে, আমি মসজিদে আসতে পারি না, মাটিতে মাথা ঠেকায়ে প্রাণ ভরে তোমাকে সিজদা দিতে পারি না।

এই চেয়ারের নামাজে আমার প্রাণ ভরে না মালিক। মালিক তুমি আমাকে এতটা সুস্থ করে দাও যাতে করে, আমি হেঁটেই মসজিদে আসতে পারি, প্রানটা ভরে যেন তোমার দাসত্ব করতে পারি।

তুমি আমার উপর কোন কারনে অখুশী থাকলে আমাকে মাফ করে দাও কিন্তু তারপরও তোমার ঘরে আসার, তোমাকে সিজদা করার অধিকার কেড়ে নিও না।

উনি কাঁদছেন আর কথাগুলো বলেই যাচ্ছেন।

উনার দুইজন এসিস্ট্যান্ট টের পেয়ে তাড়াতাড়ি উনার কাছে ছুটে আসলেন।

বললেন স্যার, আপনাকে স্ট্রেস নিতে নিষেধ করা হয়েছে। স্যার‍, কাইন্ডলি চলেন।

আসতে আসতে ধরে উনাকে নিয়ে গেল।

আমি ভাবলাম আমার নিজের ইমানের কথা। আমি কি এই ভদ্রলোকের মত এই প্যাশন নিয়ে, এত দরদ নিয়ে রবের ইবাদত করি, এত ভালোবাসা নিয়ে সিজদা দেই? আমার দোয়াতে কি এত মায়া থাকে?

যারা সিজদার সুযোগ থেকে বঞ্চিত তারা নিজেদের নিয়ে ভাবি।

আমার রব কি আমার প্রতি এতটাই অসন্তুষ্ট যে, আমার পা মসজিদ পর্যন্ত যাচ্ছে না, আমার মাথা রবের সমীপে অবনত হচ্ছে না?

যদি আমার মাথা সিজদা পর্যন্ত না যেয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই এটা আমার জন্য চিন্তার বিষয়।

ভাইয়েরা/বোনেরা সময় থাকতে থাকতে রবের কাছে ফিরে আসি।

সে সময় আসার আগে সতর্ক হয়ে যাই যে সময়ে চাইলেও সারা দুনিয়ার সব কিছুর বিনিময়ে একটা সিজদা দেয়া যাবে না।

~ সাদিব!

এই সেই পুরুষ যাকে প্রজন্মের অধিকাংশ মানুষ আজীবন ভালোবাসা শ্রদ্ধা ভক্তির সাথে মনে রাখবে,আপনি মেজর ডালিম, আল্লাহ তায়ালা আপ...
15/08/2025

এই সেই পুরুষ যাকে প্রজন্মের অধিকাংশ মানুষ আজীবন ভালোবাসা শ্রদ্ধা ভক্তির সাথে মনে রাখবে,

আপনি মেজর ডালিম, আল্লাহ তায়ালা আপনার দুনিয়া আখিরাত সুন্দর করুক আমিন ইয়া রব, ❣️

ফেসবুকে এখন সবথেকে বেশি ছড়িয়ে আছে নগ্নতা। যদি আপনি চান আপনাদের সামনে নগ্ন বা অশ্লীল ভিডিও, ছবি বা পোস্ট না আসুক সেই ক্ষে...
11/08/2025

ফেসবুকে এখন সবথেকে বেশি ছড়িয়ে আছে নগ্নতা। যদি আপনি চান আপনাদের সামনে নগ্ন বা অশ্লীল ভিডিও, ছবি বা পোস্ট না আসুক সেই ক্ষেত্রে নিম্নে দেওয়া ফেসবুকের সেটিংস টা চেঞ্জ করে ফেলুন।

Step 1: Facebook ➤ Settings ➤ Content Preference

Step 2 : Sensitive Content ➤ Select Show Less ➤ OK

এই সেটিংস চেঞ্জ করার উপকারীতা নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।

 #জন্ম_নিবন্ধনশেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।👇জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ে...
10/08/2025

#জন্ম_নিবন্ধন

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।👇

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

#জন্ম #জন্মনিবন্দন

Address

Chakaria
Cox's Bazar
4741

Telephone

+8801770071115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah As sayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah As sayem:

Share