Joya Paul

Joya Paul Digital creator

ঈশ্বরের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই।  স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরক...
26/01/2025

ঈশ্বরের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই। স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরকে সমর্থন করে মর্যাদার সাথে জীবনযাপন করছে। 💖🙏

এই ছবিটি দুটি অসাধারণ অনুপ্রেরণা দেয়। প্রথমত, জীবনে যতই সমস্যা আসুক না কেন, অজুহাত নয়, সমাধান খুঁজো। আর দ্বিতীয়ত, প্রয়োজনের সময়ও কখনো তোমার জীবনসঙ্গীকে ত্যাগ করো না। 🌟♥️

যেখানে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও মানুষ বিবাহবিচ্ছেদ করছে, সেখানে এই দম্পতি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং নিষ্ঠা যেকোনো পরিস্থিতিতেই টিকে থাকে। 💐💐

এই অনুপ্রেরণামূলক দম্পতি আমাদের সকলের জন্য একটি উদাহরণ।

মাতৃত্ব সুন্দর ❤️🥀
05/01/2025

মাতৃত্ব সুন্দর ❤️🥀

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্...
25/10/2024

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।]

ছবি: সংগৃহীত

অনেক অনেক আগের কথা তখন Discovery চ্যানেলে Man Woman Wild নামের একটি সারভাইবাল টিভি শো হতো,সময় কত দ্রুত চলে যায় ❤️
30/09/2024

অনেক অনেক আগের কথা তখন Discovery চ্যানেলে Man Woman Wild নামের একটি সারভাইবাল টিভি শো হতো,সময় কত দ্রুত চলে যায় ❤️

24/09/2024

উফস সরি জানতাম না আগে🥲🥴





Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Joya Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joya Paul:

Share