02/06/2025
চকরিয়ার সরকারি হাসপাতালের সামনে
এক নারীর হাহাকার ছড়িয়ে পড়েছে বাতাসে—
অশ্রুজল মিশে যাচ্ছে ধুলোমাখা পথঘাটে।
কৌতূহলে নয়, সহমর্মিতায় এগিয়ে গেলাম।
দেখি, তাঁর স্বামী ভর্তি ইমার্জেন্সিতে,
জীবনের সাথে যুদ্ধ চলছে হয়তো।
বাড়ির লোকেরা বলছে,
“তুমি বাড়ি যাও, আমরা ডাক্তারের সঙ্গে আছি।”
কিন্তু সেই নারী যেন অদৃশ্য শিকলে বাঁধা,
এক পা-ও নড়েন না—
স্বামীকে ফেলে কিছুতেই যাবেন না তিনি।
চোখেমুখে ভয়, উদ্বেগ, ভালোবাসা আর দায়িত্বের ছাপ।
তখনই আমার মনে প্রশ্ন জাগে—
ভালোবাসা কী শুধুই শব্দ?
না কি এমন এক নিঃশর্ত অঙ্গীকার,
যা সব হারিয়েও কারও পাশে থাকার সাহস জোগায়?
আর সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে গেল,
আমাদের প্রিয় মানুষগুলো...
তারা কী সহজেই না চলে যায়—
ক্ষুদ্র কারণে, সামান্য অভিমানে,
আর রেখে যায় গভীর কষ্টের পাহাড়।
✍️. Miskatur Rahman Ikram