20/10/2025
জীবনের কিছু স্মৃতি যখন মধ্যরাতে চোখের সামনে ভেসে ওঠে, হঠাৎ চোখের কোণে জল চলে আসে। আর ঘুম হয় না, অস্বস্তিকর লাগতে শুরু করে পুরো পৃথিবী। ইচ্ছে করে পৃথিবীর সকল মোহ ফেলে চলে যাই অজানা কোনো এক ঠিকানায়। এই সব কিছু চিন্তা করতে করতে শুরু হয় মাথার ভেতর তীব্র যন্ত্রণা। নিজেকে আর ধরে রাখা যায় না, চোখের কোণে জমে থাকা নোনাজল বেয়ে পড়ে বালিশে। ভাবতে থাকি, অদূর ভবিষ্যতের পথ কীভাবে পাড়ি দেব সফল হতে পারব তো এই যাত্রায়, নাকি অর্ধেক পথেই টানতে হবে জীবনের ইতি...🙂❤️🩹
✍️ Miskatur Rahman Ikram