𝐼𝑘𝑟𝑎𝑚'𝑠 𝑍𝑜𝑛𝑒

𝐼𝑘𝑟𝑎𝑚'𝑠 𝑍𝑜𝑛𝑒 𝑴𝒚 𝒘𝒐𝒓𝒍𝒅, 𝒎𝒚 𝒃𝒆𝒍𝒐𝒗𝒆𝒅, 𝒂𝒏𝒅 𝒇𝒂𝒎𝒊𝒍𝒚. 𝒞𝓇𝑒𝒶𝓉𝒾𝓃𝑔 𝓁𝑜𝓋𝑒, 𝒽𝒶𝓅𝓅𝒾𝓃𝑒𝓈𝓈, 𝒶𝓃𝒹 𝓂𝑒𝓂𝑜𝓇𝒾𝑒𝓈 𝒽𝑒𝓇𝑒..🌸🤍

03/07/2025

একজন মামুলি বান্দা হয়ে তুমি আল্লাহকে ভালোবাসো, এতে অবাক হবার কিছু নেই। অবাক তো এটা ভেবে হওয়া উচিত, বিশ্ব জাহানের অধিপতি, রাজাধিরাজ হয়েও আল্লাহ তাঁর মামুলি বান্দাদের ভালোবাসেন!

— আবু ইয়াযীদ আল-বাসতামি (রহ.)
[সূত্র : সিয়ার আলাম আন-নুবালা, ১৩/৮৬]

22/06/2025
চকরিয়ার সরকারি হাসপাতালের সামনেএক নারীর হাহাকার ছড়িয়ে পড়েছে বাতাসে—অশ্রুজল মিশে যাচ্ছে ধুলোমাখা পথঘাটে।কৌতূহলে নয়, সহমর্...
02/06/2025

চকরিয়ার সরকারি হাসপাতালের সামনে
এক নারীর হাহাকার ছড়িয়ে পড়েছে বাতাসে—
অশ্রুজল মিশে যাচ্ছে ধুলোমাখা পথঘাটে।
কৌতূহলে নয়, সহমর্মিতায় এগিয়ে গেলাম।
দেখি, তাঁর স্বামী ভর্তি ইমার্জেন্সিতে,
জীবনের সাথে যুদ্ধ চলছে হয়তো।

বাড়ির লোকেরা বলছে,
“তুমি বাড়ি যাও, আমরা ডাক্তারের সঙ্গে আছি।”
কিন্তু সেই নারী যেন অদৃশ্য শিকলে বাঁধা,
এক পা-ও নড়েন না—
স্বামীকে ফেলে কিছুতেই যাবেন না তিনি।
চোখেমুখে ভয়, উদ্বেগ, ভালোবাসা আর দায়িত্বের ছাপ।

তখনই আমার মনে প্রশ্ন জাগে—
ভালোবাসা কী শুধুই শব্দ?
না কি এমন এক নিঃশর্ত অঙ্গীকার,
যা সব হারিয়েও কারও পাশে থাকার সাহস জোগায়?

আর সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে গেল,
আমাদের প্রিয় মানুষগুলো...
তারা কী সহজেই না চলে যায়—
ক্ষুদ্র কারণে, সামান্য অভিমানে,
আর রেখে যায় গভীর কষ্টের পাহাড়।

✍️. Miskatur Rahman Ikram

লাজাদার উপর এই দারুণ ব্যাপারটা পেলাম! দেখে নাও!পণ্যের নাম:  খুব স্টাইলিশ মিনি ইউএসবি লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল হ্যান্...
16/05/2025

লাজাদার উপর এই দারুণ ব্যাপারটা পেলাম! দেখে নাও!
পণ্যের নাম: খুব স্টাইলিশ মিনি ইউএসবি লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল হ্যান্ড ফ্যান
পণ্যের মূল্য: ৳450
ছাড়ের মূল্য: ৳280 |

লাজাদার উপর এই দারুণ ব্যাপারটা পেলাম! দেখে নাও! পণ্যের নাম: খুব স্টাইলিশ মিনি ইউএসবি লিথিয়াম ব্যাটারি রিচার্জেব.....

29/04/2025

বাবাকে কখনো বলা হয়ে উঠে নি যে তাকে কতখানি ভালোবাসি. 🥹🤍

29/04/2025

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when 𝐼𝑘𝑟𝑎𝑚'𝑠 𝑍𝑜𝑛𝑒 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share